সারমর্ম: যারে তুই ভাবিস ফণী

proshna featured

1 min read

Advertisements

যারে তুই ভাবিস ফণী

যারে তুই ভাবিস ফণী
তারো মাথায় আছে মণি
বাজা তোর প্রেমের বাঁশি
ভবের বনে ভয় বা কারে?
সবাই যে তোর মায়ের ছেলে
রাখবি কারে, কারে ফেলে?
একই নায়ে সকল ভায়ে
যেতে হবে রে ওপারে।

সারমর্ম: মানুষ হিসেবে আমাদের মধ্যে আছে প্রেম-ভালোবাসা। ভালোবাসার দৃষ্টিতেই সব মানুষকে দেখতে হবে। কেউ শত্রু, কেউ মিত্র এরকম না ভেবে সবাইকে সমানভাবে ভালোবাসতে হবে। এটাই আমাদের প্রধান দায়িত্ব।

0
0
0
0
0

Download Post

Similar Posts

  • সারমর্ম: থাকো স্বর্গে হাস্যমুখে-করো সুধা পান

    2 min readথাকো স্বর্গে হাস্যমুখে-করো সুধা পান ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন থাকো স্বর্গে, হাস্যমুখে-করো সুধা পানদেবগণ। স্বর্গে তোমাদের সুখস্থান,মোরা পরবাসী। মর্ত্যভূমি স্বর্গ নহে,সে যে মাতৃভূমি-তাই তার চক্ষে বহেঅশ্রুজলধারা, যদি দু’দিনের পরেকেহ তারে ছেড়ে যায় দু’ দন্ডের তরে।যত ক্ষুদ্র, যত ক্ষীণ, যত অভাজন,যত পাপীতাপী, মেলি ব্যগ্র আলিঙ্গন।সবারে কোমল বক্ষে বাঁধিবারে চায়-ধূলিমাখা তনুস্পর্শে হৃদয় জুড়ায়জননীর।…

  • সারমর্ম: সব ঠাঁই মোর ঘর আছে, আমি

    1 min readসব ঠাঁই মোর ঘর আছে, আমি ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন সব ঠাঁই মোর ঘর আছে, আমিসেই ঘর মরি খুঁজিয়াদেশে দেশে মোর দেশ আছে, আমিসেই দেশ লব বুঝিয়া।পরবাসী আমি যে দুয়ারে চাইতার মাঝে মোর আছে যেই ঠাঁই,কোথা দিয়া সেথা প্রবেশিতে পাই,সন্ধান লব বুঝিয়া;ঘরে ঘরে আছে পরম আত্মীয়,তারে আমি ফিরি খুঁজিয়া। সারমর্ম: বিশ্বমানবের…

  • সারমর্ম: রংহীন মিলহীন ভাষা এবং রাষ্ট্রে

    1 min readরংহীন মিলহীন ভাষা এবং রাষ্ট্রে ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন রংহীন মিলহীন ভাষা এবং রাষ্ট্রেবিভক্ত এ মানুষ দ্বন্দ্ব-সংঘাতে লিপ্তযুদ্ধ মারামারি হানাহানি সবই আছে জানিতারপরও এগিয়ে যাচ্ছে মানুষএতো প্রগতির পদক্ষেপ সভ্যতারপদচিহ্ন এঁকে দিচ্ছে সারা বিশ্বময়ওরা বলছে আমরা মানুষ আছি এভাবেজগত জুড়ে প্রীতির বন্ধন আর স্বভাবে। সারমর্ম: ভাষা, বাহ্যিক বৈশিষ্ট্য এবং জীবনাচারের দিক থেকে…

  • সারমর্ম: মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে

    1 min readমরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।এই সূর্যকরে, এই পুষ্পিত কাননে,জীবন্ত হৃদয়-মাঝে যদি স্থান পাই।ধরায় প্রাণের লেখা চিরতরঙ্গিতবিরহ মিলন কত হাসি-অশ্রুময়,মানবের সুখে-দুঃখে গাহিয়া সঙ্গীতযদি গো রচিতে পারি অমর আলয়। সারমর্ম: মানুষ জানে সে অমর নয়। এই নির্মম সত্য…

  • সারমর্ম: বসুমতী কেন তুমি এতই কৃপণা?

    1 min readবসুমতী কেন তুমি এতই কৃপণা? ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন বসুমতী কেন তুমি এতই কৃপণা?কত খোঁড়া খুঁড়ি করে পাই শস্যকণা।দিতে যদি হয় দে মা প্রসন্ন সহাস,কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি?শুনিয়া ঈষৎ হাসি কহে বসুমতি-আমার গৌরব তাতে সামান্যই বাড়ে,তোমার গৌরব তাহে একেবারে ছাড়ে। সারমর্ম: শ্রমলব্ধ সম্পদে…

  • সারমর্ম: শুধু গাফলতে, শুধু খেয়ালের ভুলে

    1 min readশুধু গাফলতে, শুধু খেয়ালের ভুলে ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন শুধু গাফলতে, শুধু খেয়ালের ভুলে,দরিয়া-অথই ভ্রান্তি নিয়াছি তুলে,আমাদেরি ভুলে পানির কিনারে মুসাফির দল বসিদেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা, শশী। সারমর্ম: নানা ভুল-ভ্রান্তি, দায়িত্ব-কর্তব্যে অবহেলার কারণে জাতীয় জীবন আজ সংকটাপূর্ণ। জাতীয় নেতৃত্বের ভুলের কারণে সমগ্র জাতির জীবনে নেমে এসেছে ঘোর অমানিশা। এ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *