|

সেই অস্ত্র – MCQ

proshna featured

3 min read

Advertisements

সেই অস্ত্র

আহসান হাবীব


আহসান হাবীবের জন্ম কোন জেলায়?

ক) কুমিল্লা
খ) নোয়াখালী
গ) পিরোজপুর
ঘ) ফেনী

পৃথিবীর মানুষ আজ বড় বেশি ধ্বংসাত্মক হয়ে উঠেছে। ‘সেই অস্ত্র কবিতানুসারে কোন জিনিসটি পারে মানুষের এই ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে?

ক) বিশ্বাস
খ) সহনশীলতা
গ) ভালোবাসা
ঘ) প্রতিযোগিতা

সেই অস্ত্র কবিতায় বার বার বিধ্বস্ত হওয়া কোন নগরীর কথা উল্লেখ আছে?

ক) ট্রয়
খ) এথেন্স
গ) রোম
ঘ) স্পার্টা

মানব বসতির বুকে মুহুর্তের অগ্যুৎপাত কেন?

ক) মানুষের প্রতি মানুষের জিঘাংসার কারণে
খ) মানুষের প্রতি মানুষের ভালোবাসার কারণে
গ) মানুষের প্রতি মানুষের অশ্রদ্ধার কারণে
ঘ) আগুনের প্রতি ভালোবাসার কারণে

কবির কাঙ্ক্ষিত অস্ত্র উত্তোলিত হলে নদী কেমন হবে?

ক) আরও বেগবান
খ) আরও উত্তাল
গ) আরও কল্লোলিত
ঘ) আরও দীঘল

‘অমোঘ’ শব্দের অর্থ কী?

ক) অব্যর্থ
খ) চিরন্তন
গ) অনন্ত
ঘ) চরম

হিংসা ও করাল গ্রাসে অনেকেই কী শূন্য হয়ে পড়ে?

ক) সম্পদ শূন্য
খ) অর্থশূন্য
গ) মানবিকতাশূন্য
ঘ) অন্তঃসারশন্য

‘যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত’ বাক্যটিতে প্রকাশ পেয়েছে–

i. শান্তির অস্ত্রের প্রতীক্ষা
ii. মারণাস্ত্র পরাভূত করার আকাঙ্খা
iii. শান্তির বীজ বপন করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

আরও পড়ুনঃ

0
0
0
0
0

Download Post

Similar Posts

  • |

    তোমার দেখা একটি ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট পত্র লেখ।

    4 min read Table of Contents তোমার দেখা একটি ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট পত্র লেখ। অথবা, মনে কর, তুমি রাজশাহীর হাসিব। ঐতিহাসিক স্থান ভ্ৰমণের অভিজ্ঞতা জানিয়ে তােমার ঢাকার বন্ধু হাফিজের কাছে একটি পত্র লেখ। অথবা, মনে কর, তুমি দিনাজপুরের জীতু; তােমার বন্ধু নওগাঁর রোকন। ঐতিহাসিক স্থান ভ্ৰমণের অভিজ্ঞতা জানিয়ে তােমার বন্ধুকে একখানা পত্র…

  • |

    রেইনকোট: HSC বাংলা ১ম পত্র MCQ [PDF & QUIZ]

    5 min read Table of Contents রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস ‘চিলেকোঠার সেপাই’ গ্রন্থটির লেখক কে? ‘রেইনকোট’ গল্পে কোন অঞ্চলের কাহিনি বিধৃত? ‘সব ভেস্তে দিল’__ এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে? ‘রেইনকোট’ গল্পের ইসহাক কোন মাসের শুরু থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে? বর্তমানে ইসহাককে কী বলে চালিয়ে দেওয়া যায়? ‘রেইনকোট’ গল্পে কে বলেছে এসব হলো পাকিস্তানের…

  • সাহিত্যিক পরিচিতিঃ শামসুর রহমান

    2 min read Table of Contents সাহিত্যিক পরিচিতি শামসুর রহমান ০১. শামসুর রহমান কত সালে জন্মগ্রহন করেন? ০২. শামসুর রহমান কী দিয়ে তার কর্মজীবন শুরু করেন? ০৩. কত সালে শামসুর রহমান সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেন? ০৪. শামসুর রহমান কোথায় সাংবাদিকতা শুরু করেন? ০৫. কত খ্রিষ্টাব্দে শামসুর রহমান “দৈনিক পাকিস্তান” পত্রিকায় যোগদান করেন? ০৬….

  • |

    আমি কিংবদন্তির কথা বলছি – MCQ

    4 min read Table of Contents আমি কিংবদন্তির কথা বলছি – MCQ আবু জাফর ওবায়দুল্লাহ আবু জাফর ওবায়দুল্লাহর কবিতার মুল বিষয় কোনটি? কবির পূর্বপুরুষ কী ছিলেন? ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবির পূর্বপুরুষ কীসের কথা বলতেন? যে কর্ষণ করে তাকে কী বলা হয়? (জ্ঞান) কবি যখন বলেন “কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা” তখন কী হয়?…

  • |

    বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত MCQ

    5 min read Table of Contents বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত HSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বগ্রামের মেরুদন্ড কোনটি? কোনটি বিশ্বগ্রাম ধারণার সাথে সম্পর্কিত? ইন্টারনেট-এর মাধামে কর্মসংস্থানের সুযোগকে কী বলে? বিশ্বগ্রামের জনক কে? Herbert Marshall Mciuhan তার কোন বইয়ে প্রথম বিশ্বগ্রামের ধারণা দেন? কোনটি ব্যবসায়ের সাথে সম্পর্কিত? কয়টি বৈশিষ্ট্যের ওপর ডেটা কমিউনিকেশনের কার্যকারিতা নির্ভর করে? ব্লগ…

  • |

    সিরাজউদ্দৌলা: HSC বাংলা ১ম পত্র MCQ

    5 min read Table of Contents সিরাজউদ্দৌলা সিকান্দার আবু জাফর ‘নাটক’ শব্দের আভিধানিক অর্থ কী? সিরাজউদ্দৌলার ব্যক্তিত্ব ও প্রজ্ঞা কীসের শিল্প মানসকে স্পর্শ করেছে? ‘সিরাজউদ্দৌলা’ নাটকটি কয়টি অঙ্ক ও দৃশ্যে রচিত? ‘কলিমদ্দি দফাদার’ সব সময় পাকিস্তানি বাহিনীর সঙ্গে থাকলেও অন্তরালে মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে সহায়তা করেন। তার চরিত্রের কোন বিশেষ দিকটি রাইসুল জুহালার কর্মকাণ্ডে প্রতিভাত হয়?…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *