সমাসঃ বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে।সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে।
সমাসের উদ্দেশ্য অল্পকথায় অধিক ভাব প্রকাশ করা ।
যেমন: দোয়াত ও কলম = দোয়াতকলম, পীত অম্বর যার = পীতাম্বর।
সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সম+অস(ধাতু)+অ ।
সমাসনিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ।