বাংলা ভাষার 'সাধু রীতি' সুনির্ধারিত ব্যাকরণের অনুসরন করে
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় লিখেছেন:
‘মনের ভাব-প্রকাশের জন্য, বাগ-যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন, কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত, স্বতন্ত্রভাবে অবস্থিত, তথা বাক্যে প্রযুক্ত, শব্দসমষ্টিকে ভাষা বলে।’
অর্থাৎ, মানুষ মনের ভাব প্রকাশের জন্য যে শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহার করে তাকে ভাষা বলে। মনের ভাব প্রকাশের মাধ্যম এই ভাষা অঞ্চল, সম্প্রদায় ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সকল ক্ষেত্রে ভাষার বিভিন্ন আঞ্চলিক রূপ ব্যকরনের সঠিক নিয়ম মেনে চলে না। মানুষ নিজেদের মতো করে শব্দকে ব্যবহার করে মনের ভাব প্রকাশ করে।
বাংলা ভাষার এমন বিভিন্ন কথ্য ও আঞ্চলিক রূপ সকল ক্ষেত্রে ব্যকরনের নিয়ম অনুসরন করে না।