Bin মানে হল ঝুড়ি। Dust Bin মানে হল ময়লার ঝুড়ি। আর Recycle Bin হল এমন একটা ঝুড়ি যেখান থেকে ফেলে দেওয়া জিনিস আবার ব্যাবহার করা যায়। পিসিতে এই ব্যবস্থার নাম হল Recycle Bin. Recycle Bin ফল এমন একটা স্থান বা সিস্টেম যার মাধ্যমে আপনার মুছে ফেলা কোন কিছু সংরক্ষণ করা হয়। এবং আপনার প্রয়োজন পরলে আপনি সেখান থেকে কিছু Restore ও করতে পারবেন। এখন কথা হল Recycle Bin এ যায়গা আসে কোত্থেকে? আপনার ড্রাইভগুলো থেকেই Automatically কিছু যায়গা বরাদ্দ রাখা হয় Recycle Bin এর জন্য। ইচ্ছা করলে এর পরিমাণ বাড়ানো যায়।