আঠারো দশকের শেষের
দিকের ঘটনা। ফরাসি
বিদ্রোহ তখন পুরোদমে
চলছে। ঠিক সেই সময় ১৭৭২
সালে ফ্রান্সের লিঁওতে
জন্ম নেয় এক আজব শিশু। যার
নাম রাখা হয় তারারে।
আজব শিশু বলা হচ্ছে কারণ
কুকুর থেকে বিড়াল অথবা
যেকোনো প্রাণী গিলে
খেয়ে ফেলতেন তিনি।
যদিও তারারে বেঁচে
ছিলেন মাত্র ২৬ বছর। কিন্তু
তাকেই মূলত বলা হয় পৃথিবীর
সবচেয়ে ক্ষুধার্ত মানুষ।