বাগেরহাটের নামকরনের বিষয়ে একাধিক মতবাদ প্রচলিত থাকলেও সবচেয়ে গ্রহনযোগ্য মত হল-
বাগেরহাট শহরের পাশ দিয়ে প্রবাহিত ভৈরব নদীর উত্তর দিকের হাড়িখালী থেকে বর্তমান নাগের বাজার পর্যন্ত ভৈরব নদীর যে লম্বা বাঁক রয়েছে পূর্বে সে বাঁকে বর্তমান পুরাতন বাজার এলাকায় একটি হাট বসত। আর এ হাটের নাম অনুসারে স্থানটির নাম হয় বাঁকেরহাট। কালক্রমে বাঁকেরহাট পরিবর্তিত হয়ে বর্তমান বাগেরহাট নামের উতপত্তি।