ঢাকার নাম করনের ইতিহাস নিয়ে মতপার্থক্য থাকলেও সবচেয়ে গ্রহনযোগ্য মতবাদ হচ্ছে-
সেন বংশের রাজা বল্লাল সেন একদিন বুড়িগঙ্গার তীরে ভ্রমণ করছিলেন। তখন নিকটবর্তী জঙ্গলে হিন্দু দেবী দুর্গার একটি বিগ্রহ (মূর্তী) খুঁজে পান। পরবর্তীতে রাজা বিগ্রহের জন্য ঐ এলাকায় একটি দূর্গা মন্দির স্থাপন করেন। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিলো, তাই বল্লাল সেন মন্দিরের নাম দেন 'ঢাকেশ্বরী মন্দির'। মন্দিরের নাম অনুসারে কালক্রমে স্থানটির নাম ঢাকেশ্বরী থেকে ঢাকা হিসেবে পরিচিতি পায়।