বাংলাদেশ জাতীয় সভার নাম হল বাংলা নববর্ষ- পহেলা বৈশাখ।
*.বর্ষা উৎসব।
*.নবান্ন উৎসব।
*.পৌষ মেলা।
*.বসন্ত বরণ -পহেলা ফাল্গুন ।
*.নৌকা বাইচ।
*.বাউল উৎসব।
*.জাতীয় পিঠা উৎসব।
*.ঘুড়ি উৎস।
পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়। এটি বাঙালির একটি সর্বজনীন লোকউৎসব।
কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয় নববর্ষ।
আর এই দিনটিতে সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে।