চাঁদে কোন শব্দ করলে তা শোনা যায় না কারন, চাঁদের কোন বায়ু মন্ডল নেই। আমরা এটা নিশ্চয় জানি, শব্দ শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না। শব্দকে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য অবশ্যই কোন না কোন মাধ্যম প্রয়োজন। যেমনঃ পৃথিবীতে আমরা কথা বললে বা মেঘের গর্জন, গাড়ির হর্ন ইত্যাদি শুনতে পাই, কারন আমাদের পৃথিবিতে আছে বিস্তৃত বায়ুমন্ডল।