প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতা "রাজা হর্ষবর্ধন"।
- রাজা হর্ষবর্ধন ছিলেন উত্তর ভারতের এক খ্যাতনামা সম্রাট যিনি ৬০৬ থেকে ৬৪৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত পাঞ্জাব থেকে মধ্য ভারত পর্যন্ত এলাকা শাসন করেন।
- শ্রীহর্ষবর্ধন ছিলেন পুষ্পভূতি রাজবংশের শ্রেষ্ঠ রাজা।
- চীনা পরিব্রাজক হিউয়েন সাং তাঁর আতিথ্য নিয়েছিলেন।
রাজা হর্ষবর্ধন রচিত গ্রন্থাবলী হচ্ছেঃ
- নাগানন্দ
- প্রিয়দর্শিকা
- রত্নাবলী
এই তিনটি গ্রন্থই সংস্কৃত ভাষায় রচিত নাটক।