Paragraph: A Moonlit Night

Paragraph Writing

A Moonlit Night

In the autumn the sky remains cloudless and the moon looks like a big silver disc. The silvery light of the moon floods the earth and the sky. The moon’s rays reflect on seas, rivers, ponds and hills. When the moon’s light falls on the waves of water, it sparkles like a diamond. The smooth rays of the moon please our eyes and mind. The natural beauty of a moonlit night cannot be realized without seeing. Mothers can make their babies sleep singing the songs of stars and moon. The grandmothers tell their grandchildren various stories. The whole nature takes a new form and everywhere is bright. A moonlit night spreads a feeling of joy in all objects of nature. The moonlit night reminds us the mystery of creation of Allah.

অনুবাদঃ

অনুচ্ছেদ রচনা

একটি চন্দ্রালোকিত রাত

শরত্কালে আকাশ মেঘলাবিহীন থাকে এবং চাঁদ দেখতে একটি বড় রুপার থালার মতো লাগে। চাঁদের রুপালী আলো পৃথিবী ও আকাশকে প্লাবিত করে। চাঁদের রশ্মি সমুদ্র, নদী, পুকুর এবং পাহাড়ের উপর প্রতিফলিত হয়। যখন চাঁদের আলো জলের উপরে পড়ে তখন তা হীরার মতো ঝকঝকে দেখায়। চাঁদের মসৃণ রশ্মি আমাদের চোখ ও মনকে গুগ্ধ করে। চাঁদনী রাতের প্রাকৃতিক সৌন্দর্য না দেখে উপলব্ধি করা যায় না। মায়েরা তাদের বাচ্চাদের তারা এবং চাঁদের গান গাইতে গাইতে ঘুম পড়ায়। ঠাকুরমা তাদের নাতী-নাতনীদের বিভিন্ন গল্প বলে। চারিদিক উজ্জ্বল আলোয় ভরে থাকে এবং পুরো প্রকৃতি একটি নতুন রূপ নেয়। একটি চাঁদনী রাত প্রকৃতির সমস্ত বস্তুতে আনন্দের অনুভূতি ছড়িয়ে দেয়। চাঁদনি রাত আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর সৃষ্টির রহস্য।

একই বিষয়ে আরও কয়েকটি Paragraph নিম্নে উল্লেখ করা হল। শ্রেণিভেদে সকল ছাত্র-ছাত্রীবৃন্দ তাদের নিজ নিজ পছন্দের ও শ্রেণি উপযোগী Paragraph টি পড়ার সুযোগ পাবেন।

১. A Moonlit Night for class 8,9,10 & SSC

২. A Moonlit NightNight

A Moonlit Night

A moonlit night is a captivating scene that fills the heart with peace and wonder. The moon, radiant and full, casts its gentle glow over the earth, creating a serene and enchanting atmosphere. Trees and fields bathe in the soft light, their shadows dancing gracefully. The stillness of the night is broken only by the soothing whispers of a gentle breeze and the occasional chirping of crickets. The moon’s reflection on rivers and ponds creates a magical illusion, as if the water holds a treasure of scattered pearls. People often sit outside, basking in the calmness, while poets and dreamers find endless inspiration in the beauty of such a night. A moonlit night is not just a visual delight but also a spiritual experience, a reminder of the harmony and elegance of nature.

Views: 145 Views

Leave a Reply

Scroll to Top