All Job Prepration : Model Test – 01

Table of Contents

১. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি?

  1. ১০
  2. ১১
  3. ১২

০২.‘সুবচন নির্বাসনে’ নাটকটির রচয়িতা কে?

  1. সৈয়দ শামসুল হক
  2. সেলিম আল দীন
  3. আবদুল্লাহ আল মামুন
  4. কল্যাণ মিত্র

০৩.‘যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না’ – এক কথায় কী হবে?

  1. বনস্পতি
  2. পরগাছা
  3. বর্ণচোরা
  4. আগাছা

০৪.‘হাত-ভারি’ বাগধারার অর্থ –

  1. দাতা
  2. কম খরচে
  3. কৃপণ
  4. দরিদ্র

০৫. ‘জঙ্গম’-এর বিপরীতার্থক শব্দ কি?

  1. অরণ্য
  2. সমুদ্র
  3. স্থাবর
  4. পর্বত

০৬. বাংলা সাহিত্যে ‘কিশোর কবি’ নামে পরিচিত কে?

  1. সুধীন্দ্রনাথ দত্ত
  2. বিষ্ণু দে
  3. সুকান্ত ভট্টাচার্য
  4. আব্দুল কাদির

০৭. কোনটি শুদ্ধ বানান?

  1. গৃহিনী
  2. গৃহীনী
  3. গৃহিণি
  4. গৃহিণী

০৮.‘তপোবন’-এর সন্ধি বিচ্ছেদ—

  1. তপঃ + বন
  2. তপ + বন
  3. তপোঃ + বন
  4. তপো + বন

০৯. ‘চাঁদের হাট’-এর অর্থ কি?

  1. আত্মীয় সমাগম
  2. বন্ধুদের সমাগম
  3. গণ্যমান্যদের সমাগম
  4. প্রিয়জন সমাগম

১০.  “বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কাব্যগ্রন্থটি কার রচনা?

  1. ড. আশরাফ সিদ্দীকী
  2. শামসুর রাহমান
  3. সৈয়দ আলী আহসান
  4. সানাউল হক

১১. বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি?

  1. শ্রীকান্ত
  2. অপু
  3. ইন্দ্ৰনাথ
  4. ফটিক

১২. কোন সমাসে ব্যাসবাক্য হয় না?

  1. নিত্য সমাস
  2. দ্বন্দ্ব সমাস
  3. তৎপুরুষ সমাস
  4. কর্মধারয় সমাস

১৩. ‘পুষ্প’-এর সমার্থক শব্দ নয়—

  1. কুসুম
  2. ফুল
  3. অবনী
  4. প্রসূন

১৪. মুনীর চৌধুরী রচিত ‘মুখরা রমণী বশীকরণ’ একটি –

  1. গল্প
  2.  প্ৰবন্ধ
  3. উপন্যাস
  4. অনুবাদ নাটক

১৫. কোন বানানটি শুদ্ধ?

  1. সমভিব্যহারে
  2. সমভিব্যাহারে
  3. সমবিব্যাহারে
  4. সমবিব্যহারে

১৬. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

  1. একাদশ (এক অধিক দশ)
  2. হাতাহাতি (হাতে হাতে যে দ্বন্দ্ব)
  3. মানানোর অভাব (বেমানান)
  4. দুঃখাতীত (দুঃখকে অতীত)

১৭. কোনটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?

  1. লোকে কিনা বলে
  2. তুমি যে আমার কবিতা
  3. গগণে গরজে মেঘ ঘন বরষা
  4. জলে বাষ্প হয়

১৮. ‘ধন হইতে সুখ হয় না।’- বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্ত?

  1. কর্মে ৫মী
  2. অপাদানে ৫মী
  3. করণে ৩য়া
  4. কর্তায় ৭মী

১৯. কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে,

 ভাই ব’লে ডাক যদি দেব গলা টিপে।

হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা,

কেরোলিন বলি উঠে, এসো মোর দাদা। — পক্তিটি কোন কবির রচনা?

  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. শেখ ফজলুল করিম
  3. সত্যেন্দ্রনাথ দত্ত
  4. সুকুমার রায়

২০. ‘হনন করার ইচ্ছা।’– এক কথায় কী হবে?

  1. হননেচ্ছা
  2. জিঘাংসা
  3. হত্যা
  4. অদম্য

২১. He was entrusted —- the care of his uncle. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —

  1. with
  2. at
  3. to
  4. for

২২. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  1. Paper is made of wood.
  2. Paper is made by wood.
  3. Paper is made from wood.
  4. Paper is made with wood.

২৩. কোনটি ‘Feasible শব্দের সমার্থক শব্দ?

  1. Realistic
  2. Impossible
  3. Practical
  4. Difficult

24. ‘Let him sing a song. বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে—

  1. Let a song be sang by him.
  2. Let a song sing by him.
  3. Let a song sang by him.
  4. Let a song be sung by him.

২৫. কোনটি Material Noun ?

  1. Paper
  2. Book
  3. Ring
  4. River

২৬. “The disgruntled man grumbled — his fate’. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

  1. to
  2. on
  3. at
  4. Against

২৭. ‘Bring to book এর অর্থ হচ্ছে—

  1. Rebuke
  2. Valueless person
  3. Books which are lost
  4. Book written by famous writer

২৮. কোনটি শুদ্ধ বানান?

  1. Comemorate
  2. Commemmorate
  3. Comemmorate
  4. Commemorate

২৯. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  1. Suffice to say, he is wrong
  2. Lake Chilka is in Orissa
  3. See the word in the dictionary
  4. There is no place for doubt in it

৩০.  ‘Gender কত প্রকার?

  1. চার প্রকার
  2. দুই প্রকার
  3. তিন প্রকার
  4. পাঁচ প্রকার

৩১. Throw cold water on -এর অর্থ হচ্ছে-

  1. Damp the spirits
  2. Throwing cold water
  3. Ice water
  4. None

৩২. Antonym of the word ‘Fantasy is-

  1. Illusion
  2. Fact
  3. Dream
  4. Credit

৩৩.  ‘He said that he had come to see me’. বাক্যের direct speech হচ্ছে—

  1. He said, “He has come to see you.”
  2. He said, “I have come to see you.”
  3. He said, “I had come to see you.”
  4. He said, “I shall come to see you.”

৩৪.  ‘He is poor but honest. ‘  বাক্যে conjunction কোনটি?

  1. poor
  2. but
  3. honest
  4. he

৩৫.  ‘Mother laughs.’ বাক্যে ‘laughs’ কিসের উদাহরণ?

  1. Intransitive verb
  2. Auxilliary verb
  3. Transitive verb
  4. Causative verb

৩৬.  If we had a boat, we — the river. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে—

  1. will cross
  2. would be crossing
  3. would cross
  4. would make crossed

৩৭. নিচের কোনটি শুদ্ধ বাক্য?

  1. I am feeling unwell
  2. The sceneries here are very beautiful
  3. Let you and I do it
  4. Let you and me do it

৩৮. কোনটি ‘Handy’ শব্দের সমার্থক শব্দ?

  1. Useful
  2. Indifferent
  3. Pessimistic
  4. Airy

৩৯. বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন?

  1. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. তাজউদ্দীন আহমদ্
  3. সৈয়দ নজরুল ইসলাম
  4. ক্যাপ্টেন মনসুর আলী

৪০. কোনটি Reflexive Pronoun?

  1. Each
  2. Who
  3. Myself
  4. He

৪১. যদি কঃখ = ৫ : ৪ এবং ক গ = ৬ : ৫ হয়, তবে গঃখ = ?

  1. ২৫ : ২৪
  2. ২৪ : ২৫
  3. ৩: ২
  4. এর কোনোটিই নয়

৪২. একটি বানর ১৩ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে?

  1. ৮ সেকেন্ড
  2. ১০ সেকেন্ড
  3. ১১ সেকেন্ড
  4. ১২ সেকেন্ড

৪৩. ১৫টি খাসির মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে, ৩টি খাসির মূল্য কত?

  1. ১৪০০ টাকা
  2. ১৫০০ টাকা
  3. ১৬০০ টাকা
  4. ১৮০০ টাকা

৪৪. একটি কোম্পানি দিনে প্রথম ১০০০ টাকা বিক্রির উপর ৫% লাভ করে এবং ১০০০ টাকার অতিরিক্ত বিক্রির উপর ৪% লাভ করে। দিনে মোট ৬০০০ টাকার জিনিস বিক্রি হলে, কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করে?

  1. ২১০ টাকা
  2. ২২০ টাকা
  3. ২২৫ টাকা
  4. ২৫০ টাকা

৪৫. a + b = 12 এবং ab = 35 হলে a2 + b2-এর মান কত?

  1. 214
  2. 74
  3. 149
  4. 24

৪৬. ৩০ জন লোক কোনো কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরজের ১২ দিন পর ১৫ জন লোক চলে গেলে বাকী লোক কত দিনে অবশিষ্ট কাজ সমাধা করতে পারবে?

  1. ২৪ দিনে
  2. ১৫ দিনে
  3. ২০ দিনে
  4. ১২ দিনে

৪৭. এক দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করলেন, প্রথম ৪ দিনের গড় আয় ৪০ টাকা হলে বাকী দিনগুলোর গড় আয় কত টাকা হবে?

  1. ৪৩ টাকা
  2. ৪২ টাকা
  3. ৪৭ টাকা
  4. ৪০ টাকা

৪৮.  ৭, ১০, ১৬, ২৮, ৫২, …….. ধারাটির পরবর্তী সংখ্যা কত?

  1. ৭৫
  2. ১০০
  3. ১০৫
  4. ১৫০

৪৯. √1 + √1 এর বর্গ কত?

  1. √3
  2. 4
  3. 2
  4. 2√1

৫০. দুইটি সংখ্যার গ. সা. গু. ১৬ ও ল. সা. গু. ১৯২। একটি সংখ্যা ৪৮ হলে, অপর সংখ্যাটি কত?

  1. ৬২
  2. ৬৪
  3. ৬৮
  4. ৭০

৫১. a2bc, ab2c, abc2-এর ল.সা.গু. —

  1. Abc
  2. a2b2c2
  3. 1
  4. a3b3c3

৫২. x2 – y2 + 2x + 1 এর একটি উৎপাদক কত? x-y-1

  1. x+y-1
  2. x-y-1
  3. 1-x-y
  4. x+y+1

৫৩. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে ?

  1. ১৫
  2. ১৩
  3. ১২
  4. ১৪

৫৪. (০.০০৪)= কত?

  1. ০.০০১৬
  2. ০.০০০০১৬
  3. ০.০০০১৬
  4. ০.১৬

৫৫. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?

  1. তিনগুণ
  2. চারগুণ
  3. দ্বিগুণ
  4. পাঁচগুণ

৫৬. x – 1/x = 2 হলে,  x4 + 1/x4 = কত?

  1. 34
  2. 32
  3. 31
  4. 30

৫৭. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?

  1. ৮/১১
  2. ৩/৫
  3. ১৩/২৭
  4. ৩৩/৫০

৫৮. 9a2 + 16b2 রাশিটির সাথে কোনটি যোগ করলে পূর্ণ বর্গ হবে?

  1. 12ab
  2. 36ab
  3. 24ab
  4. 144ab

৫৯. কোনো ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে—

  1. ভরকেন্দ্র
  2. অন্তঃকেন্দ্র
  3. পরিকেন্দ্র
  4. লম্ববিন্দু

৬০. ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ ও কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

  1. ১০

৬১. ‘পিসিকালচার’ বলতে কি বোঝায়?

  1. হাঁস-মুরগি পালন
  2. মৌমাছি পালন
  3. মৎস্য চাষ
  4. রেশম চাষ

৬২. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?

  1. চন্দ্রগুপ্ত মৌর্য
  2. ধর্মপাল
  3. আদিশূর
  4. রামপাল

৬৩. DOS (কম্পিউটার সংক্রান্ত) কি?

  1. Disk Operating System
  2. Data Operating Service
  3. Data Operating System
  4. এর কোনোটিই নয়

৬৪. ‘পূর্বাশা’ দ্বীপের অপর নাম –

  1. নিঝুম দ্বীপ
  2. দক্ষিণ তালপট্টি দ্বীপ
  3. কুতুবদিয়া দ্বীপ
  4. সেন্টমার্টিন দ্বীপ

৬৫. ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে?

  1. ১৭৫৭
  2. ১৭৬৯
  3. ১৭৮৯
  4. ১৮১০

৬৬. একজন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?

  1. ৩০৬
  2. ২০৬
  3. ৫০৬
  4. ১১০৬

৬৭. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়—

  1. ইলেকট্রন
  2. অণু
  3. পরমাণু
  4. প্রোটন

৬৮. ‘হেরাল্ড ট্রিবিউন’ প্রকাশিত হয়—

  1. লন্ডন থেকে
  2. প্যারিস থেকে
  3. নিউইয়র্ক থেকে
  4. ওয়াশিংটন থেকে

৬৯. বিদ্যুৎ প্রবাহের একক—

  1. ভোল্ট
  2. ওয়াট
  3. জুল
  4. অ্যাম্পিয়ার

৭০. শিক্ষার মূল লক্ষ্য কি?

  1. মানুষকে সৎ হিসেবে গড়ে তোলা
  2. মূল্যবোধ জাগানো  ও ব্যক্তির গুণাবলির যথার্থ বিকাশ
  3. বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা
  4. বৃত্তিমূলক দক্ষতা বাড়ানো

৭১. মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলে—

  1. সুমেরু
  2. বিষুব রেখা
  3. কুমেরু
  4. দ্রাঘিমা রেখা

৭২. বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী কোনটি?

  1. কর্ণফুলী
  2. হালদা
  3. সাংগু
  4. নাফ

৭৩. আমেরিকা-এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী?

  1. পক প্রণালী
  2. জিব্রাল্টার প্রণালী
  3. বেরিং প্রণালী
  4. মালাক্কা প্রণালী

৭৪. ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়েছিল ইংরেজি কত সালে?

১৭৬৮ সালে

১৭৬৯ সালে

১৭৭০ সালে

১৭৭২ সালে

৭৫. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল?

ক্যাপ্টেন

সিপাহী

হাবিলদার

ল্যান্স নায়েক

৭৬. প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?

  1. বছর
  2. ৬ বছর
  3. ৭ বছর
  4. ১০ বছর

৭৭. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি?

  1. ইরাক
  2. ইরান
  3. সৌদি আরব
  4. কুয়েত

৭৮. জাতীয় সংসদে সংরক্ষিত আসনে মহিলা সদস্য সংখ্যা কত?

  1. ৪০
  2. ৪৫
  3. ৫০
  4. ৬০

৮০. পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?

  1. ১৯৫০ সালে
  2. ১৯৪৭ সালে
  3. ১৯৪৮ সালে
  4. ১৯৫৪ সালে
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top