১. বাক্যের তিনটি গুণ কি কি?
- আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়
- আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
- যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়
- কোনোটিই নয়
২. সমাস ভাষাকে কি করে?
- সংক্ষেপ করে
- বিস্তৃত করে
- অর্থের রূপান্তর ঘটায়
- অর্থপূর্ণ করে
৩. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
- মৃত্যুক্ষুধা
- ঝিলিমিলি
- আলেয়া
- মধুমালা
৪. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-
- বিভক্তি
- ধাতু
- কৃৎ
- প্রত্যয়
৫. কাঁচি কোন্ ধরনের শব্দ?
- আরবি
- ফারসি
- হিন্দি
- তুর্কি
৬. কোনটি শুদ্ধ বানান?
- শকেট
- সকট
- শকট
- সকোট
৭. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
- বাক্ + দান = বাগদান
- পর + পর = পরস্পর
- উৎ + ছেদ = উচ্ছেদ
- সম + সার = সংসার
৮. ‘সাঁঝের মায়া’ কার লেখা?
- কাজী নজরুল ইসলাম
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
- বেগম সুফিয়া কামাল
- সানাউল হক
৯. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’- কে বলেছেন?
- চণ্ডীদাস
- বিদ্যাপতি
- রামকৃষ্ণ পরমহংস
- বিবেকানন্দ
১০. ‘খগ’ শব্দটির অর্থ কি?
- ঘোড়া
- বাঘ
- মানুষ
- পাখি
১১. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের আবিষ্কর্তা-
- হরপ্রসাদ শাস্ত্রী
- বড় চণ্ডীদাস
- বসন্তরঞ্জন রায়
- বিদ্বদ্বল্লভ সুকুমার সেন
১২. ‘বেনের মেয়ে’ উপন্যাসের রচয়িতা-
- হরপ্রসাদ শাস্ত্রী
- রমেশচন্দ্র দত্ত
- জসীমউদ্দীন
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৩. ‘ঠকচাচা’ চরিত্রটি কোন গ্রন্থভুক্ত?
- আনোয়ারা
- চাচা কাহিনী
- আলালের ঘরের দুলাল
- নদীবক্ষে
১৪. এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে বলে –
- বাক্য
- অক্ষর
- শব্দ
- বর্ণ
১৫. ‘তণ্ডুল’ শব্দের অর্থ
- রুটি
- চাল
- আটা
- চুলা
১৬. ‘নবান্ন’ নাটক লিখেছেন-
- সৈয়দ ওয়ালীউল্লাহ
- অমৃতলাল বসু
- নূরুল মোমেন
- বিজন ভট্টাচার্য
১৭. ‘শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই’– এখানে ‘ভুঁই’ কোন কারকে কোন বিভক্তি?
- কর্মে ৭মী
- করণে শূন্য
- অধিকরণে ৭মী
- কর্মে শূন্য
১৮. ‘সাপের খোলস’ এককথায় প্রকাশ-
- নির্মোক
- কৃত্তি
- অজিন
- করভ
১৯. বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ — পক্তিটির রচয়িতা কে?
- আবদুল কাদির
- জসীমউদ্দীন
- সত্যেন্দ্রনাথ দত্ত
- নবীনচন্দ্র সেন
২০. ‘অগস্ত্য যাত্রা’ বাগধারাটির অর্থ কি?
- শুরু করা
- তাড়াতাড়ি শেষ করা
- শেষ বিদায়
- বিশ্বাস করা
২১. Choose the adjective form of the following words :
- Excite
- Excitement
- Exciting
- Excitingly
22. ‘Back up’ means –
- stop
- support
- explode
- continue
২৩. If the rain continues we shall have to ‘call off the game. Here call off means –
- Enjoy
- Watch
- Postpone or Cancel
- Continue
২৪. He is not interested___cycling.
- with
- for
- at
- in
25. She __ home yesterday.
- has come
- had come
- have come
- came
২৬. The antonym of the word ‘Eternal’ is –
- Permanent
- Essential
- Temporary
- Unnecessary
27. Which sentence is correct?
- I lodged a complaint.
- I made a complain.
- lodged a complained.
- Do not complaint any more.
২৮. Which word is in masculine gender ?
- Cow
- Bitch
- Nun
- Ox
২৯. The interrogative form of the sentence “He is a great scholar”
- Is he a big scholar ?
- Is not he a great Scholar?
- Is he not a great scholar?
- Is he a great scholar?
30. Which one is in singular number?
- Phenomena
- Criterion
- Oases
- Ultimata
31. What is the passive voice of “Who did this?”
- By whom was this done?
- Who has done this?
- By whom this has been done ?
- Whom did this?
৩২. Aroma শব্দটির সঠিক synonym কোনটি ?
- Food
- Fruits
- Fragrance
- Colourless
৩৩. সঠিক বানানের শব্দ কোনটি?
- Collataral
- Colatteral
- Collateral
- Colateral
34. Time and tide for none.
- wait
- waited
- waiting
- will wait
৩৫. The news of his death struck us like a — from the blue.
- thunder
- bolt
- bullet.
- Lightning
৩৬. ‘Black sheep’ means-
- A sheep of black colour
- Big sheep
- Wicked sheep
- Costly sheep
৩৭. What is the synonym of ‘adjourn?
- to run
- to cry
- to laugh
- to stop
৩৮. Let’s have a cup of tea? Add a question tag to this sentence.
- have we?
- haven’t we?
- shall we?
- shan’t we?
৩৯. Which one is the correct statement?
- Do as I tell you
- Man is mortal
- Does I tell you
- Past is went
৪০. She said to him, “I will call you as soon as possible”. Which of the following is correct indirect form of speech?
- She told that she will call him as soon as possible
- She told him she called him as soon as possible
- She told him that she would call him as soon as possible
- She told him she would call him as soon as possible
৪১. ৫, ৯, ১, ৪ অংকগুলো দ্বারা ৫০০০ এর চেয়ে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যায়?
- ৮টি
- ১২টি
- ১৮টি
- ১৬টি
৪২. দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের অংশ। সংখ্যা দুইটির অনুপাত কত?
- ৩:১
- ২:৩
- ৮:১
- ২:১
৪৩. একটি স্কুলে ৪৫০ জন শিক্ষার্থী আছে এবং তার মধ্যে ১৮% ছাত্রী। ঐ স্কুলে কতজন ছাত্রী আছে?
- ৮১ জন
- ৮২ জন
- ৮৩ জন
- ৮৪ জন
৪৪. টাকায় ১০টা দরে আম ক্রয় করে টাকায় ৮টা দরে বিক্রয় 88. করলে শতকরা কত লাভ হয়?
- ২৭%
- ২৬%
- ২৫%
- ২৪%
৪৫. ৭টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৩টির গড় ২১ । সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত?
- ৬১
- ৩৪.৩
- ৩৫
- ৬৫
৪৬. দুটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল.সা.গু. যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?
- ১১২ , ১৪৮
- ১০৮, ১৪৪
- ১৪৪, ২০৪
- ১৪৪, ২০৮
৪৭. দু’ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। ১ম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। ২য় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারে?
- ২২ দিনে
- ২০ দিনে
- ২৪ দিনে
- ২৬ দিনে
৪৮. ৪৮ ঘণ্টায় ৬০ কিমি বেগে ১০০ মিটার দীর্ঘ একটি টেন ৩০০ মিটার একটি দীর্ঘ প্লাটফরম অতিক্রম করতে কত সময় নেবে?
- ২৪ সেকেন্ড
- ২৪ মিনিট
- ২০ সেকেন্ড
- ২০ মিনিট
৪৯. বিশেষ ক্রমানুযায়ী সাজানো ১১, ১৩, ১৯, ২৯, ৪৩, ৬১, . ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে?
- ৭৪
- ৭৭
- ৭৯
- ৮৩
৫০. গমের মূল্য ১৫% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায় । ১ কেজি গমের বর্তমান মূল্য কত ?
- ৬ টাকা
- ৭ টাকা
- ৮ টাকা
- ৯ টাকা
৫১. ২৫ গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত ৪ ; ১। গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত ৫:১ হবে?
- ৬ গ্রাম
- ৫ গ্রাম
- ১০ গ্রাম
- ২০ গ্রাম
৫২. দু’টি কোণের একটি সাধারণ বাহু থাকলে এবং কোণ দু’টি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হলে কোণ দু’টিকে বলে—
- সন্নিহিত কোণ
- বিপ্রতীপ কোণ
- পূরক কোণ
- সম্পূরক কোণ
৫৪. a3 – 21a-20 রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি?
- (a+2)
- (a-2)
- (a+1)
- (a-1)
৫৫. x2 + y2 = 8 এবং xy= 7 হলে (x + y)2-এর মান কত?
- 14
- 16
- 22
- 30
৫৬. কোনো ত্রিভুজের তিন কোণের দ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে?
- ভরকেন্দ্র
- অন্তঃকেন্দ্র
- স্পর্শক
- ব্যাসার্ধ
৫৭. সমাধান করুন : – = –
- 0
- 1
- 2
- 3
৫৮. 4a2 + 11a + 6 = 0 হলে a =?
- -2
- -0.75
- 2
- ক এবং খ উভয়ই
৫৯. √1 + √1 এর বর্গ কত?
- √2
- 4
- √3
- 2√1
৬০. Log 10x = 2 হলে, x এর মান কত?
- 1
- 10
- 100
- 0
৬১. বলধা গার্ডেন অবস্থিত কোথায়?
- গাজীপুর
- ঢাকা
- খুলনা
- নারায়ণগঞ্জ
৬২. বুড়িমারি স্থলবন্দর কোথায়?
- রংপুর
- লালমনিরহাট
- পঞ্চগড়
- সাতক্ষিরা
৬৩. বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?
- উত্তরা গণভবন
- বঙ্গভবন
- গণভবন
- রাষ্ট্রপতি ভবন
৬৪. কোন দেশ দুটি মহাদেশের অন্তর্ভুক্ত?
- মিশর
- হন্ডুরাস
- তুরস্ক
- পাকিস্তান
৬৫. কোন দেশটি পারমানবিক শক্তিধর দেশ নয়?
- পাকিস্তান
- জার্মানি
- যুক্তরাজ্য
- চীন
৬৬. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
- পেট্রোলিয়াম
- কয়লা
- বায়োগ্যাস
- প্রাকৃতিক গ্যাস
৬৭. মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে কতটি আন্তঃনদী রয়েছে?
- ২টি
- ৩টি
- ১টি
- ৪টি
৬৮. এক গিগাবাইট (Gigabyte) = ?
- ১০৬ বাইট
- ১০৯ বাইট
- ১০১২ বাইট
- ১০১৫ বাইট
৬৯. জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন?
- রাষ্ট্রপতি
- চীফ হুইপ
- প্রধানমন্ত্রী
- স্পীকার
৭০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে ‘জাতির জনক’ ঘোষণা করা হয়?
- ৭ মার্চ ১৯৭১
- ২৬ মার্চ ১৯৭১
- ১৬ ডিসেম্বর ১৯৭১
- ৩ মার্চ ১৯৭১
৭১. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়?
- ১১টি
- ১০টি
- ৯টি
- ৭টি
৭২. রক্তশূন্যতা দেখা দেয় কোনটির অভাবে?
- আয়রন
- ক্যালসিয়াম
- ভিটামিন-এ
- আয়োডিন
৭৩. বাংলার রাজধানী হিসেবে সোনারগাও-এর পত্তন করেন কে?
- সম্রাট আকবর
- সুবেদার ইসলাম খান
- শাহজাদা আজম
- ঈশা খাঁ
৭৪. টেলিফোনের আবিষ্কারক কে?
- মাইকেল ফ্যারাডে
- আলেকজান্ডার গ্রাহাম বেল
- চার্লস ডারউইন
- ফ্রেডারিক এংগেলস্
৭৫. কোন রোগে ইনসুলিন ব্যবহৃত হয়?
- ডায়াবেটিস
- কলেরা
- হাম
- ম্যালেরিয়া
৭৬. সতীদাহ প্রথা কে বিলোপ করেন?
- লর্ড বেন্টিংক
- রামমোহন রায়
- বিদ্যাসাগর
- হান্টার
৭৭. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
- মঈনুল হোসেন
- জয়নুল আবেদীন
- হামিদুর রহমান
- এস এম সুলতান
৭৮. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ফ্রান্সের প্যারিস নগরীতে
- যুক্তরাজ্যের লন্ডন শহরে
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে
- সুইজারল্যান্ডের জেনেভাতে
৭৯. পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি?
- শনি
- বুধ
- শুক্র
- মঙ্গল
৮০. বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য ?
- ASEAN
- APEC
- IME
- কোনোটিরই নয়