You are currently viewing All Job Prepration: Model Test – 05
JOB PREPRATION MODEL TEST 05

All Job Prepration: Model Test – 05

All Job Prepration: Model Test – 05

১. ‘শ্রীকান্ত’ শরত্চন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি-

  1. ছোটগল্প                                                                   
  2. নাটক
  3. ভ্রমণকাহিনী
  4. উপন্যাস

২. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি?

  1. ব্যাসবাক্য
  2. সমস্ত পদ
  3. সমস্যমান পদ
  4. সমাসবাক্য

৩. ‘কুল কাঠের আগুন’ বাগধারার সঠিক অর্থ কোনটি?

  1. তীব্র জ্বালা
  2. কাঠের পুতুল
  3. চির অশান্তি
  4. রাবণের চিতা

৪. যার আগমনের কোনো তিথি নেই— এক কথায় কী?

  1. ভিখারী
  2. অতিথি
  3. শরণার্থী
  4. একাদশে বৃহস্পতি

৫. অহিনকুল (অহি ও নকুল) কোন সমাস?

  1. কর্মধারয়
  2. বহুব্রীহি
  3. দ্বন্দ
  4. দ্বিগু

৬. ‘পাহাড় সমান ঢেউয়ের বুকে নৌকা আমার ভাসে, মেঘ-মুকুলের পাহাড় থেকে ঝড়ের ঝাপটা আসে।’ —এই কবিতাংশটুকু কোন কবির রচনা?

  1. সুফিয়া কামাল
  2. আবু জাফর ওবায়দুল্লাহ
  3. শামসুর রাহমান
  4. আহসান হাবীব

৭. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?

  1. নবীনচন্দ্র সেন
  2. মনমোহন বসু
  3. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  4. সৈয়দ শামসুল হক

৮. কোনটি শুদ্ধ বানান?

  1. সর্বাঙ্গীণ
  2. সৰ্ব্বাঙ্গীন
  3. সর্বাঙ্গীন
  4. সর্বাঙ্গণ

৯. ‘এই বনে বাঘের ভয় নাই” বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  1. অপাদানে ষষ্ঠী
  2. কর্মে ষষ্ঠী
  3. কর্তায় সপ্তমী
  4. করণে সপ্তমী

১০. ‘সপ্তর্ষি’ শব্দটি কোন সমাস?

  1. দ্বিগু সমাস
  2. বহুব্রীহি সমাস
  3. তৎপুরুষ সমাস
  4. দ্বন্দ্ব সমাস

১১. ‘উন্নয়ন’ এর সন্ধি বিচ্ছেদ—

  1. উৎ + নয়ন
  2. উন্ন + য়ন
  3. উৎ + য়ন
  4. উৎ + অন

১২. ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’ এই পঙক্তির বিক্ষুব্ধ কবির নাম?

  1. শামসুর রাহমান
  2. মহাদেব সাহা
  3. রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
  4. নির্মলেন্দু গুণ

১৩. ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন্ কাব্যের অন্তর্ভুক্ত?

  1. বিষের বাঁশী
  2. সাম্যবাদী
  3. নতুন চাঁদ
  4. সিন্ধু হিন্দোল

১৪. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-

  1. উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে
  2. ভিন্ন অর্থ প্রকাশে
  3. নতুন শব্দ গঠনে
  4. অব্যয় ও শব্দাংশে

১৫. ‘জয়গুণ’ কোন উপন্যাসের চরিত্র?

  1. সূর্যদীঘল বাড়ী
  2. হাজার বছর ধরে
  3. সারেং বৌ
  4. জোহরা

১৬. ‘উচ্ছ্বাস’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?

  1. স্ফুরণ
  2. উদ্ভাসিত
  3. স্ফীতি
  4. বিকাশ

১৭. কোনটি শুদ্ধ বানান?

  1. দন্ড
  2. স্পন্দন
  3. লুণ্ঠন
  4. কন্টক

১৮. ‘নদীর মাছ সুস্বাদু’ – বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন্ বিভক্তি?

  1. কর্তায় যষ্ঠী
  2. কর্মে ষষ্ঠী
  3. অপাদানে ষষ্ঠী
  4. অধিকরণে ষষ্ঠী

১৯. ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?

  1. জীবনানন্দ দাশ
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. কাজী নজরুল ইসলাম
  4. কবি জসীমউদ্দীন

২০. ‘সংক্ষিপ্ত’-এর বিপরীত শব্দ কি?

  1. চওড়া
  2. প্রসারিত
  3. প্রশস্ত
  4. বিস্তৃত

২১. Abstract noun of the word ‘Obey’ is

  1. Obedient
  2. Obediently
  3. Obedience
  4. None of them

২২. কোন বাক্যটি শুদ্ধ?

  1. It rained for three days
  2. Bread and butter are necessary
  3. It has been raining for three days
  4. Shahid can do anything what he likes

২৩. কোনটি Conjunction?

  1. out
  2. for
  3. or
  4. very

24. ‘With open arms’ এর অর্থ হচ্ছে

  1. Warmly
  2. With beautiful arm
  3. With long arm
  4. With strong arm

২৫. ‘Our team is better than yours’ বাক্যে ‘team’ শব্দটি কোন প্রকারের noun?

  1. Common noun
  2. Collective noun
  3. Material noun
  4. Abstract noun

২৬. ‘Canon’ শব্দটির বহুবচন-

  1. Canones
  2. Canon
  3. Canons
  4. Cannons

29. He is afflicted ___ gout বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

  1. to
  2. with
  3. of
  4. on

২৮. ‘Bitter শব্দটির Verb হচ্ছে—

  1. Bitter
  2. Embitter
  3. Bitterness
  4. Bitterify

২৯. ‘ Please’ শব্দটির Noun হচ্ছে-

  1. Pleased
  2. Pleasure
  3. Pleasing
  4. Pleaseness

৩০. Numbering শব্দটির Verb হচ্ছে—

  1. Number
  2. Numerous
  3. Numerate.
  4. Numbering

31. She asked me, ‘Are you happy in your new job? বাক্যটির Indirect form হচ্ছে

  1. She asked me if I was happy in my new job
  2. She asked me if I have been happy in my new job
  3. She asked me whether I am happy in my new job
  4. She asked me if I had been happy in my new job

৩২. ‘Deformed’ শব্দটির Synonym হচ্ছে –

  1. Crippled
  2. Handsome
  3. Beautiful
  4. Determine

৩৩. ‘My brother has no interest music. ‘ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে—

  1. for
  2. with
  3. on
  4. in

৩৪. He is devoid ___ sense. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

  1. in
  2. of
  3. at
  4. in

৩৫. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  1. I have read the first and second chapters of the book.
  2. This is the most unique opportunity
  3. Four soldiers were wounded and one killed
  4. Let him to know all in details

৩৬. He has a great apathy ___ his studies. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

  1. to
  2. towards
  3. for
  4. of

৩৭. কোনটি শুদ্ধ বানান?

  1. Greivance
  2. Grievance
  3. Griveance
  4. Grieveance

৩৮. কোনটি শুদ্ধ বানান?

  1. Heterogenous
  2. Heterogeneous
  3. Heteroganeous
  4. Hetrogeneous

৩৯. ‘All at once’— phrase-টির অর্থ হলো—

  1. Suddenly
  2. Quickly
  3. Slowly
  4. Gradually

৪০. We must listen to his words. বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-

  1. His words must be listened to
  2. His words should be listened to
  3. His words ought to be listened to
  4. His words may be listened to

৪১. ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন অনুত্তীর্ণ হলে উত্তীর্ণ পরীক্ষার্থীর শতকরা হার

  1. ৫৩%
  2. ৬১%
  3. ৬০%
  4. ৬৫%

৪২. পিতা ও ২ সন্তানের বয়সের গড় ৩০ বছর। ২ সন্তানের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?

  1. ৫০ বছর
  2. ৬০ বছর
  3. ৫৫ বছর
  4. ৪০ বছর

৪৩. টাকায় ৬টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে ২০% লাভ হবে?

  1. ৭টা
  2. ৫টা
  3. ৩টা
  4. ৪টা

৪৫. x3 – y3 = 513 এবং x – y = 3 হলে xy-এর মান কত?

  1. 35
  2. 45
  3. 54
  4. 55

৪৬. ৩ × ০.৩ ÷ ২= কত?

  1. ০.৬
  2. ০.৪৫

৪৭. ৩, ৪, ৭, ১১, ১৮, ২৯, …. ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

  1. ৪০
  2. ৪৭
  3. ৫৫
  4. ৬০

৪৮. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৮ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে-

  1. ১৬বর্গমিটার
  2. ২০√৩ বর্গমিটার
  3. ৬৪√৩ বর্গমিটার
  4. ৩২√৩ বর্গমিটার

৪৯. ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে?

  1. ৩:১
  2. ১:২
  3. ২:১
  4. ৪:১

৫. (০.২×০.০২×০.০০২) ÷ (০.০১×০.০৪)  এর মান কত?

  1. ০.২
  2. ০.০২
  3. ০.০০১
  4. ০.০০২

৫১. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোটি বৃহত্তম ?

  1. ২/৩
  2. ৩/৪
  3. ৪/৫
  4. ৫/৭

৫২. একজন সাইকেল আরোহী ঘণ্টায় y কিমি বেগে x কিমি এবং y ঘণ্টায় ৭ কিমি বেগে q কিমি যান। ভ্রমণে তার গড় P গতিবেগ কত?

  1. x+p/y+q
  2. xy+pq/2
  3. xy+pq/y+q
  4. x+p/(x/y+p/q)

৫৩. যদি ১০টি বলদ ২০ দিনে ৫০ বিঘা জমি চাষ করতে পারে, তবে ১২টি বলদ ১৫ দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে?

  1. ৪২ বিঘা
  2. ৪৪ বিঘা
  3. ৪৫ বিঘা
  4. ৪৮ বিঘা

৫৪. a – 1/a = 5 √3 হলে a2 + 1/a2 = কত?

  1. 60√3
  2. 60
  3. 70√3
  4. 77

55. 2x + 15 = 27-4x কে সমাধান করলে x এর মান হবে—

  1. -1
  2. 2
  3. -2
  4. 3

৫৬. ৬০ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?

  1. ৯০
  2. ৭০
  3. ৮০
  4. ৯৮

৫৭. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?

  1. ২.০৫৭৩৪
  2. ০.২০৫৭৩৪
  3. ০.০২০৫৭৩৪
  4. ২০.৫৭৩৪

৫৮. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম ?

  1. ২/৫
  2. ৩/৭
  3. ৪/৯
  4. ৫/১১

৫৯. ১/৫, ৩/৮, ৫/১১, ৭/১৪  ধারাটির পরবর্তী সংখ্যা কত?

  1. ৮/১৫
  2. ৯/১৬
  3. ৯/১৭
  4. ১০/১৭

৬০. একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ২ মিটার বেশি হলে, দৈর্ঘ্য ও প্রস্থ হবে যথাক্রমে—

  1. ১০ মি, ৮ মি
  2. ১২ মি, ১০ মি
  3. ১৪ মি, ১২ মি
  4. ৮ মি. ৬ মি

৬১. নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে?

  1. ১৯০০ সাল
  2. ১৯০১ সাল
  3. ১৯০২ সাল
  4. ১৯০৩ সাল

৬২. একজন ভালো শিক্ষকের কি কি যোগ্যতা ও দক্ষতা দরকার?

  1. জ্ঞানী ও শিক্ষিত হতে হবে
  2. সব বিষয়ে ব্যুৎপত্তি থাকা দরকার
  3. পড়ানো ও শাসন করার দক্ষতা
  4. পড়ানো, সঠিক পরিচালনা গাইড করা

৬৩. সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়—

  1. রাত্রিতে
  2. মধ্যাহ্নে
  3. সকালে
  4. অপরাহ্নে

৬৪. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি—

  1. বি এ সিদ্দীকী
  2. খাজা ওয়াসীউদ্দীন
  3. ড. কামাল হোসেন
  4. হুমায়ুন রশীদ চৌধুরী

৬৫. কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়?

  1. নগরায়ন
  2. শিল্পায়ন
  3. বাসস্থান
  4. শিক্ষা

৬৬. মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে

  1. ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
  2. টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়
  3. টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
  4. রেডিও লাইনের সংযোগ সাধন হয়

৬৭. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

  1. কামরুল হাসান
  2. জয়নুল আবেদিন
  3. হামিদুজ্জামান খান
  4. হাসেম খান

৬৮. সোনারগাঁও-এর পূর্বনাম কি ছিল?

  1. চন্দ্রদ্বীপ
  2. সুধারাম
  3. গৌড়
  4. সুবর্ণগ্রাম

৬৯. স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট-

  1. সৈয়দ নজরুল ইসলাম
  2. মুহম্মদ উল্লাহ
  3. শেখ মুজিবুর রহমান
  4. আবু সাঈদ চৌধুরী

৭০. ভারত-শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?

  1. পক প্রণালী
  2. বেরিং প্রণালী
  3. মালাক্কা প্রণালী
  4. ডোভার প্রণালী

৭১. ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে—

  1. ১৭ এপ্রিল ১৯৭১
  2. ২৬ মার্চ ১৯৭১
  3. ডিসেম্বর ১৯৭১
  4. ১৬ ডিসেম্বর ১৯৭১

৭২. কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?

  1. রাষ্ট্রপতি
  2. প্রধানমন্ত্রী
  3. স্পীকার
  4. প্রধান বিচারপতি

৭৩. স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী হয়েছিল—

  1. একবার
  2. দুইবার
  3. তিনবার
  4. চারবার

৭৪ . স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত ?

  1. লন্ডনে
  2. প্যারিসে
  3. দি হেগে
  4. কানাডায়

৭৫. গোধুলীর কারণ কি?

  1. প্রতিফলন
  2. বিক্ষেপণ
  3. প্রতিসরণ
  4. ব্যতিচার

৭৬. পৃথিবীর শক্তির মূল উৎস-

  1. অভিকর্ষ শক্তি
  2. মাধ্যাকর্ষণ শক্তি
  3. পারমাণবিক শক্তি
  4. সূর্য

৭৭. বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?

  1. দ্রাঘিমা রেখা
  2. বিষুব রেখা
  3. মকরক্রান্তি রেখা
  4. কর্কটক্রান্তি রেখা

৭৮. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয়

  1. কালুরঘাট, চট্টগ্রাম
  2. শ্রীমঙ্গল, মৌলভীবাজার
  3. নাটোর, রাজশাহী
  4. মুজিবনগর, মেহেরপুর

৭৯. বরেন্দ্রভূমি বলা হয়-

  1. ময়নামতি ও লালমাই পাহাড়কে
  2. শালবন বিহারকে
  3. মধুপুর ও ভাওয়ালের গড়কে
  4. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিম অঞ্চলকে

৮০. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল?

  1. ১২টি
  2. ৯টি
  3. ১৪টি
  4. ১১টি
Views: 20 Views
❤️ Love (0)
😂 Haha (0)
😢 Sad (0)
😡 Angry (0)

Leave a Reply