All Job Prepration: Model Test – 05
১. ‘শ্রীকান্ত’ শরত্চন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি-
- ছোটগল্প
- নাটক
- ভ্রমণকাহিনী
- উপন্যাস
২. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি?
- ব্যাসবাক্য
- সমস্ত পদ
- সমস্যমান পদ
- সমাসবাক্য
৩. ‘কুল কাঠের আগুন’ বাগধারার সঠিক অর্থ কোনটি?
- তীব্র জ্বালা
- কাঠের পুতুল
- চির অশান্তি
- রাবণের চিতা
৪. যার আগমনের কোনো তিথি নেই— এক কথায় কী?
- ভিখারী
- অতিথি
- শরণার্থী
- একাদশে বৃহস্পতি
৫. অহিনকুল (অহি ও নকুল) কোন সমাস?
- কর্মধারয়
- বহুব্রীহি
- দ্বন্দ
- দ্বিগু
৬. ‘পাহাড় সমান ঢেউয়ের বুকে নৌকা আমার ভাসে, মেঘ-মুকুলের পাহাড় থেকে ঝড়ের ঝাপটা আসে।’ —এই কবিতাংশটুকু কোন কবির রচনা?
- সুফিয়া কামাল
- আবু জাফর ওবায়দুল্লাহ
- শামসুর রাহমান
- আহসান হাবীব
৭. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?
- নবীনচন্দ্র সেন
- মনমোহন বসু
- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- সৈয়দ শামসুল হক
৮. কোনটি শুদ্ধ বানান?
- সর্বাঙ্গীণ
- সৰ্ব্বাঙ্গীন
- সর্বাঙ্গীন
- সর্বাঙ্গণ
৯. ‘এই বনে বাঘের ভয় নাই” বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- অপাদানে ষষ্ঠী
- কর্মে ষষ্ঠী
- কর্তায় সপ্তমী
- করণে সপ্তমী
১০. ‘সপ্তর্ষি’ শব্দটি কোন সমাস?
- দ্বিগু সমাস
- বহুব্রীহি সমাস
- তৎপুরুষ সমাস
- দ্বন্দ্ব সমাস
১১. ‘উন্নয়ন’ এর সন্ধি বিচ্ছেদ—
- উৎ + নয়ন
- উন্ন + য়ন
- উৎ + য়ন
- উৎ + অন
১২. ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’ এই পঙক্তির বিক্ষুব্ধ কবির নাম?
- শামসুর রাহমান
- মহাদেব সাহা
- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
- নির্মলেন্দু গুণ
১৩. ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন্ কাব্যের অন্তর্ভুক্ত?
- বিষের বাঁশী
- সাম্যবাদী
- নতুন চাঁদ
- সিন্ধু হিন্দোল
১৪. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
- উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে
- ভিন্ন অর্থ প্রকাশে
- নতুন শব্দ গঠনে
- অব্যয় ও শব্দাংশে
১৫. ‘জয়গুণ’ কোন উপন্যাসের চরিত্র?
- সূর্যদীঘল বাড়ী
- হাজার বছর ধরে
- সারেং বৌ
- জোহরা
১৬. ‘উচ্ছ্বাস’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
- স্ফুরণ
- উদ্ভাসিত
- স্ফীতি
- বিকাশ
১৭. কোনটি শুদ্ধ বানান?
- দন্ড
- স্পন্দন
- লুণ্ঠন
- কন্টক
১৮. ‘নদীর মাছ সুস্বাদু’ – বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন্ বিভক্তি?
- কর্তায় যষ্ঠী
- কর্মে ষষ্ঠী
- অপাদানে ষষ্ঠী
- অধিকরণে ষষ্ঠী
১৯. ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?
- জীবনানন্দ দাশ
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- কবি জসীমউদ্দীন
২০. ‘সংক্ষিপ্ত’-এর বিপরীত শব্দ কি?
- চওড়া
- প্রসারিত
- প্রশস্ত
- বিস্তৃত
২১. Abstract noun of the word ‘Obey’ is
- Obedient
- Obediently
- Obedience
- None of them
২২. কোন বাক্যটি শুদ্ধ?
- It rained for three days
- Bread and butter are necessary
- It has been raining for three days
- Shahid can do anything what he likes
২৩. কোনটি Conjunction?
- out
- for
- or
- very
24. ‘With open arms’ এর অর্থ হচ্ছে
- Warmly
- With beautiful arm
- With long arm
- With strong arm
২৫. ‘Our team is better than yours’ বাক্যে ‘team’ শব্দটি কোন প্রকারের noun?
- Common noun
- Collective noun
- Material noun
- Abstract noun
২৬. ‘Canon’ শব্দটির বহুবচন-
- Canones
- Canon
- Canons
- Cannons
29. He is afflicted ___ gout বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
- to
- with
- of
- on
২৮. ‘Bitter শব্দটির Verb হচ্ছে—
- Bitter
- Embitter
- Bitterness
- Bitterify
২৯. ‘ Please’ শব্দটির Noun হচ্ছে-
- Pleased
- Pleasure
- Pleasing
- Pleaseness
৩০. Numbering শব্দটির Verb হচ্ছে—
- Number
- Numerous
- Numerate.
- Numbering
31. She asked me, ‘Are you happy in your new job? বাক্যটির Indirect form হচ্ছে
- She asked me if I was happy in my new job
- She asked me if I have been happy in my new job
- She asked me whether I am happy in my new job
- She asked me if I had been happy in my new job
৩২. ‘Deformed’ শব্দটির Synonym হচ্ছে –
- Crippled
- Handsome
- Beautiful
- Determine
৩৩. ‘My brother has no interest music. ‘ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে—
- for
- with
- on
- in
৩৪. He is devoid ___ sense. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
- in
- of
- at
- in
৩৫. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
- I have read the first and second chapters of the book.
- This is the most unique opportunity
- Four soldiers were wounded and one killed
- Let him to know all in details
৩৬. He has a great apathy ___ his studies. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
- to
- towards
- for
- of
৩৭. কোনটি শুদ্ধ বানান?
- Greivance
- Grievance
- Griveance
- Grieveance
৩৮. কোনটি শুদ্ধ বানান?
- Heterogenous
- Heterogeneous
- Heteroganeous
- Hetrogeneous
৩৯. ‘All at once’— phrase-টির অর্থ হলো—
- Suddenly
- Quickly
- Slowly
- Gradually
৪০. We must listen to his words. বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-
- His words must be listened to
- His words should be listened to
- His words ought to be listened to
- His words may be listened to
৪১. ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন অনুত্তীর্ণ হলে উত্তীর্ণ পরীক্ষার্থীর শতকরা হার
- ৫৩%
- ৬১%
- ৬০%
- ৬৫%
৪২. পিতা ও ২ সন্তানের বয়সের গড় ৩০ বছর। ২ সন্তানের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?
- ৫০ বছর
- ৬০ বছর
- ৫৫ বছর
- ৪০ বছর
৪৩. টাকায় ৬টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে ২০% লাভ হবে?
- ৭টা
- ৫টা
- ৩টা
- ৪টা
৪৫. x3 – y3 = 513 এবং x – y = 3 হলে xy-এর মান কত?
- 35
- 45
- 54
- 55
৪৬. ৩ × ০.৩ ÷ ২= কত?
- ১
- ০.৬
- ২
- ০.৪৫
৪৭. ৩, ৪, ৭, ১১, ১৮, ২৯, …. ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
- ৪০
- ৪৭
- ৫৫
- ৬০
৪৮. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৮ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে-
- ১৬√৩ বর্গমিটার
- ২০√৩ বর্গমিটার
- ৬৪√৩ বর্গমিটার
- ৩২√৩ বর্গমিটার
৪৯. ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে?
- ৩:১
- ১:২
- ২:১
- ৪:১
৫. (০.২×০.০২×০.০০২) ÷ (০.০১×০.০৪) এর মান কত?
- ০.২
- ০.০২
- ০.০০১
- ০.০০২
৫১. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোটি বৃহত্তম ?
- ২/৩
- ৩/৪
- ৪/৫
- ৫/৭
৫২. একজন সাইকেল আরোহী ঘণ্টায় y কিমি বেগে x কিমি এবং y ঘণ্টায় ৭ কিমি বেগে q কিমি যান। ভ্রমণে তার গড় P গতিবেগ কত?
- x+p/y+q
- xy+pq/2
- xy+pq/y+q
- x+p/(x/y+p/q)
৫৩. যদি ১০টি বলদ ২০ দিনে ৫০ বিঘা জমি চাষ করতে পারে, তবে ১২টি বলদ ১৫ দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে?
- ৪২ বিঘা
- ৪৪ বিঘা
- ৪৫ বিঘা
- ৪৮ বিঘা
৫৪. a – 1/a = 5 √3 হলে a2 + 1/a2 = কত?
- 60√3
- 60
- 70√3
- 77
55. 2x + 15 = 27-4x কে সমাধান করলে x এর মান হবে—
- -1
- 2
- -2
- 3
৫৬. ৬০ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
- ৯০
- ৭০
- ৮০
- ৯৮
৫৭. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
- ২.০৫৭৩৪
- ০.২০৫৭৩৪
- ০.০২০৫৭৩৪
- ২০.৫৭৩৪
৫৮. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম ?
- ২/৫
- ৩/৭
- ৪/৯
- ৫/১১
৫৯. ১/৫, ৩/৮, ৫/১১, ৭/১৪ ধারাটির পরবর্তী সংখ্যা কত?
- ৮/১৫
- ৯/১৬
- ৯/১৭
- ১০/১৭
৬০. একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ২ মিটার বেশি হলে, দৈর্ঘ্য ও প্রস্থ হবে যথাক্রমে—
- ১০ মি, ৮ মি
- ১২ মি, ১০ মি
- ১৪ মি, ১২ মি
- ৮ মি. ৬ মি
৬১. নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে?
- ১৯০০ সাল
- ১৯০১ সাল
- ১৯০২ সাল
- ১৯০৩ সাল
৬২. একজন ভালো শিক্ষকের কি কি যোগ্যতা ও দক্ষতা দরকার?
- জ্ঞানী ও শিক্ষিত হতে হবে
- সব বিষয়ে ব্যুৎপত্তি থাকা দরকার
- পড়ানো ও শাসন করার দক্ষতা
- পড়ানো, সঠিক পরিচালনা ও গাইড করা
৬৩. সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়—
- রাত্রিতে
- মধ্যাহ্নে
- সকালে
- অপরাহ্নে
৬৪. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি—
- বি এ সিদ্দীকী
- খাজা ওয়াসীউদ্দীন
- ড. কামাল হোসেন
- হুমায়ুন রশীদ চৌধুরী
৬৫. কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়?
- নগরায়ন
- শিল্পায়ন
- বাসস্থান
- শিক্ষা
৬৬. মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে
- ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
- টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়
- টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
- রেডিও লাইনের সংযোগ সাধন হয়
৬৭. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
- কামরুল হাসান
- জয়নুল আবেদিন
- হামিদুজ্জামান খান
- হাসেম খান
৬৮. সোনারগাঁও-এর পূর্বনাম কি ছিল?
- চন্দ্রদ্বীপ
- সুধারাম
- গৌড়
- সুবর্ণগ্রাম
৬৯. স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট-
- সৈয়দ নজরুল ইসলাম
- মুহম্মদ উল্লাহ
- শেখ মুজিবুর রহমান
- আবু সাঈদ চৌধুরী
৭০. ভারত-শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?
- পক প্রণালী
- বেরিং প্রণালী
- মালাক্কা প্রণালী
- ডোভার প্রণালী
৭১. ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে—
- ১৭ এপ্রিল ১৯৭১
- ২৬ মার্চ ১৯৭১
- ৬ ডিসেম্বর ১৯৭১
- ১৬ ডিসেম্বর ১৯৭১
৭২. কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- স্পীকার
- প্রধান বিচারপতি
৭৩. স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী হয়েছিল—
- একবার
- দুইবার
- তিনবার
- চারবার
৭৪ . স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত ?
- লন্ডনে
- প্যারিসে
- দি হেগে
- কানাডায়
৭৫. গোধুলীর কারণ কি?
- প্রতিফলন
- বিক্ষেপণ
- প্রতিসরণ
- ব্যতিচার
৭৬. পৃথিবীর শক্তির মূল উৎস-
- অভিকর্ষ শক্তি
- মাধ্যাকর্ষণ শক্তি
- পারমাণবিক শক্তি
- সূর্য
৭৭. বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?
- দ্রাঘিমা রেখা
- বিষুব রেখা
- মকরক্রান্তি রেখা
- কর্কটক্রান্তি রেখা
৭৮. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয়
- কালুরঘাট, চট্টগ্রাম
- শ্রীমঙ্গল, মৌলভীবাজার
- নাটোর, রাজশাহী
- মুজিবনগর, মেহেরপুর
৭৯. বরেন্দ্রভূমি বলা হয়-
- ময়নামতি ও লালমাই পাহাড়কে
- শালবন বিহারকে
- মধুপুর ও ভাওয়ালের গড়কে
- রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিম অঞ্চলকে
৮০. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল?
- ১২টি
- ৯টি
- ১৪টি
- ১১টি