প্রিয় অমিত,
আগামী ১২ জানুয়ারী, বুধবার ২০২১ আমার ১৬ তম জন্মদিন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার কারনে এই দিন বিশেষ কোন আনুষ্ঠানিকতা নেই। ঘরোয়া এই অনুষ্ঠানে পরিবারের সদস্য ব্যতিত কেবল তোমাকেই আমন্ত্রন জানাচ্ছি।
—মাসুদ
প্রিয় আলমগীর,
তোর বিয়েতে না আসতে পারায় দুঃখ প্রকাশ করছি। কি করবো বল, আজ তোর আর আমার ভৌগলিক দুরত্ব যে অনেকটা! যাই হোক, তোদের দাম্পত্য জীবন সুখের হোক, এই শুভকামনা রইল। ভালো থাকিস।
—শুভ
প্রিয় সবুজ,
অতিতের তিক্ততাকে ভুলিয়ে নতুন উদ্দমে পথ চলার অনুপ্রেরনা নিয়ে প্রতি বছর আমাদের মাঝে আসে বাংলা নববর্ষ। নতুন বছরের প্রারম্ভে দাঁড়িয়ে করোনা মহামারির অবসান ঘটিয়ে আবার নির্মল পৃথিবীর প্রত্যাশা নিয়ে তোমাকে জানাই-
শুভ নববর্ষ ১৪২২
—ফরিদ
বইমেলা সম্পর্কে বন্ধুকে একটি খুদে বার্তা লেখো।
প্রিয় অতনু,
আজ বিকালে সুজন আর আমি বই মেলায় গিয়েছিলাম। এবারের বইমেলায় বেশ কিছু নতুন লেখকের বইসহ আরও অনেক বিখ্যাত লেখকের নতুন বই এসেছে। আমি একটি সায়েন্স ফিকশন কিনলাম আর সুজন একটি উপন্যাস কিনেছে। সময় করে তুমিও একবার এসো।
—অর্পনা
শিক্ষা সফরের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা লেখো।
প্রিয় রূপা,
কুয়াকাটা সমুদ্র সৈকতে তিন দিনের শিক্ষা সফর শেষে গতকাল বাড়ি ফিরেছি। ঐ তিনটি দিন আমার জীবনের স্বরনীয় হয়ে থাকবে কেননা শিক্ষক ও বন্ধুদের সঙ্গে এই তিনটি দিন খুবই চমৎকার সময় কাটিয়েছি। বন্ধু, তুই খুব মিস করলি।
—মিতা
বন্ধুকে আরোগ্য লাভের কথা জানিয়ে একটি খুদে বার্তা লেখো।
বিজ্ঞান মেলায় উপস্থিত অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা লেখো।
প্রিয় আমিন,
সবুজ আর আমি এখন বিজ্ঞান মেলায়। ক্ষুদে বিজ্ঞানীদের বেশ কিছু আবিষ্কার আমাকে আবাক করেছে, যা তোমাকে SMS এ বলা সম্ভব নয়, হাতে সময় থাকলে চলে আসো।
—রাহাত
❤️ Love (0)
😂 Haha (0)
😢 Sad (0)
😡 Angry (0)
👍 Like (0)