কামউনিকেশন সিস্টেমস ও কম্পিউটার নেটওয়ার্কিং MCQ

 কামউনিকেশন সিস্টেমস ও কম্পিউটার নেটওয়ার্কিং MCQ

HSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

দ্বিতীয় অধ্যায়


ডেটা কমিউনিকেশনের মূল উপাদান কতটি?

ক) ৩টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৬টি

সঠিক উত্তরঃ গ) ৫টি

নিচের কোনটি ডেটা কমিউনিকেশনের উৎস?

ক) মডেম
খ) ক্যাবল
গ) কম্পিউটার
ঘ) টেলিফোন লাইন

সঠিক উত্তরঃ গ) কম্পিউটার

ডিজিটাল সংকেতকে এনালগ সংকেতে রূপান্তরের ডিভাইস কোনটি?

ক) রাউটার
খ) হাব
গ) মডেম
ঘ) সুইচ

সঠিক উত্তরঃ গ) মডেম

যার মধ্য দিয়ে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে কী বলে?

ক) প্রেরক
খ) প্রাপক
গ) মাধ্যম
ঘ) গন্তব্য

সঠিক উত্তরঃ গ) মাধ্যম

ব্যান্ডউইথ কী?

ক) ডেটা প্রবাহের হার
খ) ডেটা প্রবাহের মাধ্যম
গ) ডেটা প্রবাহের দিক
ঘ) ডেটা প্রবাহের পদ্ধতি

সঠিক উত্তরঃ ক) ডেটা প্রবাহের হার

আরও পড়ুনঃ সংখ্যা ও ডিজিটাল ডিভাইস​ MCQ

IPS-এর পূর্ণনাম কী?

ক) Internet Service Provider
খ) Internet Server Provider
গ) Intern Service Provider
ঘ) Internet Service Product

সঠিক উত্তরঃ ক) Internet Service Provider

Mbps-এর পূর্ণ নাম কী?

ক) Megabye per second
খ) Megabit per second
গ) Megabig per second
ঘ) Megabits per second

সঠিক উত্তরঃ ঘ) Megabits per second

একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইডথ কত?

ক) 1800 bps
খ) 2700 bps
গ) 5400 bps
ঘ) 600 bps

সঠিক উত্তরঃ খ) 2700 bps

স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না কোন ট্রাসমিশনে?

ক) সিনক্রোনাস
খ) অ্যাসিনক্রোনাস
গ) আইসোক্রোনাস
ঘ) ক্রিপটোক্রোনাস

সঠিক উত্তরঃ খ) অ্যাসিনক্রোনাস

আরও পড়ুনঃ ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML – MCQ

কোন প্রক্রিয়ায় প্রেরক তাৎক্ষণিকভাবে ডেটা ট্রান্সমিশন করতে পারে?

ক) সিনক্রোনাস
খ) আ্যাসিনক্রোনাস
গ) আইসোক্রোনাস
ঘ) মান্টিকাস্ট

সঠিক উত্তরঃ খ) আ্যাসিনক্রোনাস

অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা

❤️ Love (0)
😂 Haha (0)
😢 Sad (0)
😡 Angry (0)

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Comment Here: