বাংলা দ্বিতীয় পত্র
সারাংশ – কিসে হয় মর্যাদা?
কিসে হয় মর্যাদা? দামী কাপড়ে, গাড়ি-ঘােড়ায়, না ঠাকুরদাদার কালের উপাধিতে? না মর্যাদা ঐ সকল জিনিসে নাই। আমি দেখতে চাই তােমার ভিতর, বাহির, তােমার অন্তর। আমি দেখতে চাই, তুমি চরিত্রবান কি না, তুমি কঠিন সত্যের উপাসক কি না? তােমার মাথা দিয়ে কুসুমের গন্ধ বেরােয়, তােমায় দেখলে দাসদাসী দৌড়ে আসে, প্রজারা তোমায় দেখে সন্ত্রস্ত হয়, তুমি মানুষের ঘাড়ে চড়ে হাওয়া খাও, মানুষকে নিয়ে জুতা খােলাও, তুমি দিনের আলােতে মানুষের টাকা আত্মসাৎ কর, বাপ-মা, শ্বশুর-শাশুড়ী তােমায় আদর করেন; আমি তােমায় (অবজ্ঞায়) বলবাে- যাও।
সারাংশ:
মানুষের বেশভূষায় কিংবা বাপ-দাদার উপাধিতে মর্যাদা থাকে না, থাকে তার নিজের মহৎ গুণাবলির মধ্যে। চরিত্রবান হওয়ার মধ্যেই যথার্থ মর্যাদা নিহিত। মহৎ গুণ না থাকলে সমাজের কাছে তার কোনাে মূল্য নেই।