সারাংশ: খুব ছােট ছিদ্রের মধ্য দিয়ে যেমন সূর্যকে দেখা যায়

বাংলা দ্বিতীয় পত্র

খুব ছােট ছিদ্রের মধ্য দিয়ে যেমন সূর্যকে দেখা যায়


খুব ছােট ছিদ্রের মধ্য দিয়ে যেমন সূর্যকে দেখা যায়, তেমনি ছােট ছােট কাজের ভেতর দিয়েও কোন ব্যক্তির চরিত্র ফুটে ওঠে। বস্তুত মর্যাদাপূর্ণভাবে ও সুচারুরূপে সম্পন্ন ছােট ছােট কাজেই চরিত্রের পরিচয়। অন্যের প্রতি আমাদের ব্যবহার কীরূপ তাই হচ্ছে আমাদের চরিত্রের শ্রেষ্ঠ পরীক্ষা। বড়, ছােট ও সমতূল্যের প্রতি সুশােভন ব্যবহার আনন্দের নিরবচ্ছিন্ন উৎস।

সারাংশ:

চরিত্র মানবজীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আর চরিত্র প্রকাশ পায় তার ভালাে কাজের মাধ্যমে, তা যত ছােটই হােক। ছােট বড় সবার সাথে ভালাে ব্যবহারই চরিত্রের পরিচয় এবং আনন্দের উৎস।

❤️ Love (0)
😂 Haha (0)
😢 Sad (0)
😡 Angry (0)

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Comment Here: