সারাংশ: সময় ও স্রোত কারও অপেক্ষায় বসে থাকে না

বাংলা দ্বিতীয় পত্র

সময় ও স্রোত কারও অপেক্ষায় বসে থাকে না


সময় ও স্রোত কারও অপেক্ষায় বসে থাকে না। চিরকাল চলতে থাকে। সময়ের নিকট অনুনয় কর, একে ভয় দেখাও, ভ্রুক্ষেপও করবে না, সময় চলে যাবে আর ফিরবে না। নষ্ট স্বাস্থ্য ও হারানাে ধন পুনঃপ্রাপ্ত হওয়া যায়; কিন্তু সময় একবার গত হয়ে গেলে আর ফিরে আসে না। গত সময়ের জন্য অনুশােচনা করা নিষ্ফল। যতই কাঁদ না কেন, গত সময় কখনও ফিরে আসবে না। সময় সদা বহমান। কোনাে শক্তিই পারে না সময়কে ধরে রাখতে। হারিয়ে যাওয়া সব সম্পদই পুনরুদ্ধার করা সম্ভব, কিন্তু গত হয়ে যাওয়া সময়কে ফিরে পাবার কোনােই উপায় নেই।

সারাংশ

সময় চিরবহমান। শত চেষ্টা করলেও সময়ের গতিকে কেউ রুদ্ধ করতে পারে না। চেষ্টা ও শ্রম দিয়ে হয়তো ভগ্ন-স্বাস্থ্য বা ধ্বংস হওয়া ধন পুনরায় উদ্ধার করা যায়। কিন্তু চলে যাওয়া সময় কোন কিছুর বিনিময়ে ফিরে পাওয়া সম্ভব নয়।  তাই সময়ের কাজ সময়ে করা উচিত। 

❤️ Love (0)
😂 Haha (0)
😢 Sad (0)
😡 Angry (0)

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Comment Here: