সারমর্ম: হে চির-দীপ্ত, সুপ্তি ভাঙাও
হে চির-দীপ্ত, সুপ্তি ভাঙাও হে চির-দীপ্ত, সুপ্তি ভাঙাওজাগার গানে,তোমার শিখাটি উঠুক জ্বলিয়াসবার প্রাণে।ছায়া ফেলিয়াছে প্রলয়ের নিশা,আঁধারে ধরণী হারায়েছে দিশাতুমি দাও বুকে অমৃতের তৃষাআলোর ধ্যানে।ধ্বংস-তিলক আঁকে চক্রীরাবিশ্ব-ভালে;হৃদয়-ধর্ম বাঁধা পড়ি ফাঁদেস্বার্থ-জালে,মৃত্যু জ্বালিছে…