দ্বাদশ অধ্যায়
জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ
১. ICBN স্বীকৃত সর্বনিম্ন স্তর কোনটি?(জ্ঞান)
ক) প্রজাতি
খ) গোত্র
গ) গণ
ঘ) বৰ্গ
২. কোনটির নাম প্রকাশের জন্য দ্বিপদ নামকরণ প্রথা ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক) প্রজাতি
খ) গোত্র
গ) বৰ্গ
ঘ) গণ
৩. কোনটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ? (জ্ঞান)
ক) পদ্ম
খ) হাইড্রিলা
গ) কচুরিপানা
ঘ) শাপলা
৪. ভাসমান জলজ উদ্ভিদে বিদ্যমান টিস্যু কোনটি? (জ্ঞান)
ক) কোলেনকাইমা
খ) প্যারেনকাইমা
গ) অ্যারেনকাইমা
ঘ) স্কেরেনকাইমা
৫. পদ্ম ফুলের বৈজ্ঞানিক নাম কী? (জ্ঞান)
ক) Nymphaea pubescens
খ) Nelumbo nucifera
গ) Enhydra factuns
ঘ) Pistia stratiotes
৬. মরুজ উদ্ভিদের পাতা কোন ধরনের? (জ্ঞান)
ক) ক্ষুদ্র ও রসালো
খ) চওড়া ও পাতলা
গ) নরম ও কোমল
ঘ) নরম ও স্পঞ্জি
৭. আকন্দের বৈজ্ঞানিক নাম কী? (জ্ঞান)
ক) Calotropis procera
খ) Cassia alata
গ) Ficus bengalensis
ঘ) Acacia nilotica
৮. জরায়ুজ অঙ্কুরোদগম কোন উদ্ভিদে দেখা যায়? (জ্ঞান)
ক) ম্যানগ্রোভ
খ) মরুজ
গ) জলজ
ঘ) মেসোফাইট
৯. সুন্দরী গাছের বৈজ্ঞানিক নাম কোনটি? (জ্ঞান)
ক) Heritiera fomes
খ) Acanthus ilicifolius
গ) Avicennia alba
ঘ) Excoecaria agallocha
১০. মহাসাগরের জলরাশিকে কয়টি অঞ্চলে ভাগ করা যায়? (জ্ঞান)
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
১১. বাংলাদেশের পত্রঝরা বনাঞ্চল কোনটি? (জ্ঞান)
ক) সুন্দরবন
খ) সিলেট বন
গ) শালবন
ঘ) মধুবন
১২. সেগুনের বৈজ্ঞানিক নাম কোনটি? (জ্ঞান)
ক) Tectona grandis
খ) Albizia procera
গ) Azadiracta indica
ঘ) Acacia nilotica
১৩. IUCN কী ধরনের সংগঠন ? (জ্ঞান)
ক) অর্থনৈতিক
খ) সামাজিক
গ) পরিবেশবাদী
ঘ) রাজনৈতিক
১৪. Red Data Book কত সালে প্রকাশিত হয়? (জ্ঞান)
ক) ১৯৬৪
খ) ১৯৮০
গ) ১৯৭৮
ঘ) ১৯৮২
১৫. বাংলাদেশে কতটি বিলুপ্ত প্রায় ভাস্কুলার উদ্ভিদের তালিকা করা হয়েছে? (জ্ঞান)
ক) ১০৫
খ) ১০৬
গ) ১০৭
ঘ) ১০৮
১৬. বাংলাদেশের এন্ডেমিক উদ্ভিদ কোনটি? (জ্ঞান)
ক) Knema bengalensis
খ) Areca catechu
গ) Acacia nilotica
ঘ) Tectona grandis
১৭. নিচের কোনটি তালি পাম এর বৈজ্ঞানিক নাম?
ক) Aldrovanda vesiculosa
খ) Corypha taliera
গ) Licuala peltata
ঘ) Knena bengalensis
১৮. বিলুপ্তপ্রায় উদ্ভিদ হলো— (অনুধাবন)
i. Corypha taliera
ii. Knema bengalensis
iii. Shorea robusta
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৯. টাঙ্গুয়ার হাওড় কোন জেলায় অবস্থিত? (জ্ঞান)
ক) হবিগঞ্জ
খ) সুনামগঞ্জ
গ) মৌলভীবাজার
ঘ) সিলেট
২০. বাংলাদেশে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হিসেবে সু-পরিচিত নিচের কোনটি? (জ্ঞান)
ক) শ্যালা
খ) হাকালুকি
গ) হালদা
ঘ) কর্ণফুলী
২১. কোনটি বাংলাদেশের একমাত্র গেম রিজার্ভ? (জ্ঞান)
ক) রামসাগর
খ) ডুলাহাজরা
গ) টেকনাফ
ঘ) মাধবকুন্ডু
২২. ইকোপার্ক কোনটি? (অনুধাবন)
ক) রেমা-ক্যালেঙ্গা
খ) মধুপুর জাতীয় উদ্যান
গ) টেকনাফ গেইম রেজার্ভ
ঘ) বাঁশখালী
২৩. লবণাক্ত মাটির উদ্ভিদের ক্ষেত্রে——— (অনুধাবন)
i. নিউমেটাফোরের সাহায্যে শ্বাসকার্য চালায়
ii. বীজে জরায়ুজ অঙ্কুরোদগম ঘটায়
iii. অঙ্কুরিত বীজ ভ্রূণ মূলের ভারে মাটিতে এসে পড়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪. উপকূলীয় বনাঞ্চলের উদ্ভিদের (অনুধাবন)
i. শাখাগুলো গম্বুজ আকৃতির
ii. মূল খাটো প্রকৃতির
iii. মূল লম্বা প্রকৃতির
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫. বাংলাদেশের বনভূমির – (অনুধাবন)
i. বৃষ্টিপাতের পরিমাণ ২১৫ সে. মি.
ii. শীতকালের তাপমাত্রা ১৭.৮° সে.
iii. গড় আর্দ্রতা ৭০% এর কম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৬. মরুজ উদ্ভিদের অনেক সদস্যের কাণ্ডে (অনুধাবন)
i. শিরদাড়া থাকে
ii. খাঁজ থাকে
iii. স্পঞ্জি প্যারেনকাইমা বেশি থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৭. মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদের- (অনুধাবন)
i. দেহ সম্পূর্ণভাবে পানিতে নিমজ্জিত থাকে
ii. কোনো অংশ পানির সংস্পর্শে থাকে না
iii. দেহ মূলের সাহায্যে মাটির সাথে আবদ্ধ থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৮. জলজ উদ্ভিদের অভিযোজনে সহায়তা করে (উচ্চতর দক্ষতা)
i. কিউটিকলের অনুপস্থিতি
ii. কোলেনকাইমা টিস্যু
iii. অ্যারেনকাইমা টিস্যু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ )i, ii ও iii
২৯. পপুলেশনে জীব সংখ্যার পরিবর্তন ঘটায়-(উচ্চতর দক্ষতা)
i. অভিযোজন
ii. অভিবাসন
iii. বহির্গমন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii