HSC জীব বিজ্ঞান (প্রথম পত্র)- জীব প্রযুক্তি MCQ

Table of Contents

একাদশ অধ্যায় : জীব প্রযুক্তি

১. Biotechnology শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

  1. Haberlandt
  2. Dr. M. A. Karim
  3. Karl Ereky
  4. Waksmant

২. টিস্যু কালচারের পথিকৃত বলা হয় কাকে? (জ্ঞান)

  1. নিউটন
  2. হার্বার ল্যান্ড
  3. এরিস্টটল 
  4. ডারউইন

৩. উদ্ভিদের টিস্যু কালচারে ব্যবহৃত বিভাজনক্ষম অঙ্গ কোনটি? (জ্ঞান)

  1. কাণ্ড
  2. বয়স্ক পাতা
  3. শীর্ষমুকুল
  4. ফল

৪. প্রতিটি সজীব উদ্ভিদ কোষের সম্পূর্ণ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতাকে কী বলে? (জ্ঞান)

  1. ক্লোনিং
  2. টটিপোটেন্সি
  3. স্বপরাগায়ন
  4. পিউর লাইন

৫. টিস্যু কালচারের জন্য মৌলিক পুষ্টি উপাদান সমৃদ্ধ আবাদ মাধ্যমকে কি বলে? (জ্ঞান)

  1. Basal Medium
  2. Agar Medium
  3. Khops Solution
  4. Axenic Culture

৬. আবাদ মাধ্যমে এক্সপ্লান্ট স্থাপন করাকে কী বলে? (জ্ঞান)

  1. ইনোকুলেশন
  2. ট্রান্সপ্লান্টেশন
  3. স্টেরিলাইজেশন 
  4. রেপ্লিকেশন

৭. আণবিক কাঁচি নামে পরিচিত কোনটি? (অনুধাবন)

  1. রেসট্রিকশন এনজাইম
  2. লাইগেজ এনজাইম
  3. লাইপেজ এনজাইম 
  4. হাইড্রোলেজ এনজাইম

৮. রেস্ট্রিকশান এনজাইম কি কাজে ব্যবহৃত হয়? (জ্ঞান)

  1. mRNA নির্দিষ্ট অংশ কাটতে
  2. Amino Acid জোড়া লাগাতে
  3. tRNA নির্দিষ্ট অংশ কাটতে 
  4. DNA এর নির্দিষ্ট অংশ কাটতে

৯. ক্রোমোসোম বহির্ভূত বৃত্তাকার DNA অণুকে কী বলা হয়? (জ্ঞান)

  1. প্লাজমিড
  2. মেসোসোম
  3. ডলিউটিন
  4. রাইবোসোম

১০. E. coli ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম কে প্লাজমিডের সন্ধান পান? (জ্ঞান)

  1. Haberlandt
  2. Laderberg
  3. Morgan
  4. Strasburger

১১. প্লাজমিডের আণবিক ওজন কত? (জ্ঞান)

  1. প্রায় 104 – 200 x 104 dalton
  2. প্রায় 105 200 x 105 daiton
  3. প্রায় 106 – 200 x 106 daiton
  4. প্রায় 106– 300 x 106 dalton

১২. প্লাজমিড পাওয়া যায় কোনটিতে? (জ্ঞান)

  1. শৈবালে
  2. ব্যাকটেরিয়ায়
  3. মসে
  4. ফার্ণ

১৩. সুপার রাইস উদ্ভাবনের জন্য কোন উদ্ভিদ থেকে বিটা ক্যারোটিন ও লৌহ তৈরির জিন প্রতিস্থাপন করা হয়েছে? (জ্ঞান)

  1. ড্যাফোডিল 
  2. জ্যাপনিকা
  3. গোল্ডেন রাইস
  4. আমন

১৪. সুপার রাইস-এ কোন ভিটামিন থাকে?

  1. ভিটামিন 
  2. ভিটামিন-সি
  3. ভিটামিন-১ 
  4. ভিটামিন-ডি

১৫. ইনসুলিন প্রাণীর কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়?

  1. অন্তঃক্ষরা গ্রন্থি
  2. বহিঃক্ষরা গ্রন্থি
  3. অগ্ন্যাশয়
  4. পিত্তথলি

১৬. কোন হরমোনটি জীবপ্রযুক্তির মাধ্যমে তৈরি করা যায়? (জ্ঞান)

  1. অক্সিন
  2. জিবেরেলিন
  3. সাইটোকাইনিন
  4. সোমাটোট্রপিন

১৭. সুগার বাগ কোনটি ভাঙতে সক্ষম? (জ্ঞান)

  1. হাইড্রোকার্বন
  2. কার্বনেট
  3. পিউরিন
  4. অ্যারোমেটিক যৌগ

১৮. ডলি ভেড়ার ক্লোন তৈরিতে কোন কোষ ব্যবহার করা হয়েছে? (জ্ঞান)

  1. স্তনগ্রন্থি কোষ 
  2. ত্বকের কোষ
  3. পায়ের কোষ 
  4. আঙ্গুলের কোষ

১৯. জীবের মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কাকে?

  1. ইডিওগ্রাম
  2. জিনোম  
  3. ক্যারিওটাইপ
  4. সাইটোটাইপ

২০. সূর্যমুখীর সালফার অ্যামিনো অ্যাসিড (অনুধাবন)

i. ক্লোভার ঘাসে স্থানান্তর করা যায়

Ii. ঘাসে স্টার্চের পরিমাণ বাড়ায়

iii. ভেড়ার লোম অপেক্ষাকৃত উন্নত করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

) i  iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

২১.  মানুষের ইনসুলিন হরমোন__ (উচ্চতর দক্ষতা)

i. অগ্নাশয় থেকে নির্গত হয়

ii. রক্তে গ্লুকোজ পরিপাক করে

iii. রক্তে অক্সিজেন পরিবহন করে

নিচের কোনটি সঠিক?

) i  ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

২২. ইন্টারফেরন প্রোটিন (প্রয়োগ)

i. মানুষের কোষ থেকে নির্গত হয়

ii. ক্যান্সার প্রতিরোধ করে

iii.জীব প্রযুক্তির প্রথম চিকিৎসা দ্রব্য

নিচের কোনটি সঠিক?

) i  ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

২৩. প্লাজমিড-এর ক্ষেত্রে প্রযোজ্য-(অনুধাবন)

i. এটি চক্রাকার

ii. অল্প সংখ্যক জিন ধারণ করে

iii. দ্বিসূত্রক DNA

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

) i, ii  iii

২৪. টিস্যু কালচার প্রযুক্তিতে (অনুধাবন)

i. জীবাণুমুক্ত পরিবেশের প্রয়োজন

ii. পুষ্টি মাধ্যমের প্রয়োজন

iii. অম্লীয় মাধ্যম প্রয়োজন

নিচের কোনটি সঠিক?

) i  ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

২৫.টিস্যু কালচার করার উদ্দেশ্য হলো— (অনুধাবন)

i. উদ্ভিদের উৎপাদন বৃদ্ধি

ii. উদ্ভিদের প্রজনন

iii. উদ্ভিদের জীবন রহস্য জানা

নিচের কোনটি সঠিক?

) i  ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

Views: 67 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top