HSC জীব বিজ্ঞান (১ম পত্র) – উদ্ভিদ শারীরতত্ত্ব MCQ

Table of Contents

নবম অধ্যায় : উদ্ভিদ শারীরতত্ত্ব

১. উদ্ভিদের জীবনধারণের জন্য অত্যাবশ্যকীয় মৌল উপাদান কতটি? (জ্ঞান)

  1. ১৫টি 
  2. ১৭টি
  3. ১৬টি 
  4. ১৮টি

২. কোন আয়ন সবচেয়ে দ্রুতগতিতে শোষিত হয়?

  1. K+
  2. Ca++
  3. So4
  4. Na+

৩. আয়ন বিনিময় মতবাদ সমর্থন করেন কোন বিজ্ঞানী? (জ্ঞান)

  1. Jonney
  2. Stavens
  3. Robertson
  4. Donnan

৪. কোনটি সক্রিয় পরিশোষণ মতবাদ ? (জ্ঞান)

  1. CO2 মতবাদ 
  2. কন্ট্যাকট একচেঞ্জ মতবাদ
  3. ডোন্যান সাম্যাবস্থা
  4. লেসিথিন মতবাদ

৫. আয়ন বাহক মতবাদ প্রদান করেন কোন বিজ্ঞানী? (জ্ঞান)

  1. Hopeman
  2. Steward
  3. Turner
  4. Vander Honet

৬. বিষম পৃষ্ঠ পাতার কোন ত্বকে পত্ররন্ধ পাওয়া যায়? (অনুধাবন)

  1. ঊর্ধ্বত্বক 
  2. বহিঃত্বক
  3. নিম্নঃত্বক
  4. অন্তঃত্বক

৭. উদ্ভিদদেহে প্রস্বেদনের প্রধান অঙ্গ কোনটি? (জ্ঞান)

  1. কতৃর্কীয় কোষ
  2. পত্ররন্ধ্র
  3. লেন্টিসেল
  4. গ্রন্থি টিস্যু

৮. কাষ্ঠল উদ্ভিদের মূলের বা কাণ্ডের ত্বকে ক্ষুদ্রাকৃতির ছিদ্র কী নামে পরিচিত? (জ্ঞান)

  1. লেন্টিসেল
  2. পেরিডার্ম
  3. ফেলোডার্ম
  4. কর্ক

৯. শ্বেতসার-গ্লুকোজ আন্তঃরূপান্তর মতবাদ প্রদান করেন কোন বিজ্ঞানী? (জ্ঞান)

  1. Loyed
  2. Hill
  3. Imamura
  4. Fujin

১০. লুণ্ডিগার্ডের আয়ন শোষণ মতবাদ অনুসারে (অনুধাবন)

i.আয়ন শোষনে শ্বসনিক শক্তি ব্যবহৃত হয় 

ii. কোষে ক্যাটায়ন শোষিত হয়

iii. কোষে অ্যানায়ন শোষিত হয় 

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

১১. উদ্ভিদের সনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান)

  1. Kranz Anatomy
  2. Low CO₂ affinify
  3. Lower Photorespiration
  4. Low efficiency

১২. কোন আলোতে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয়? (জ্ঞান)

  1. কমলা
  2. বেগুনি
  3. সবুজ
  4. লাল

১৩. কোনটি ক্লোরোফিলের গুরুত্বপূর্ণ উপাদান? (জ্ঞান)

  1. K+
  2. Mn
  3. Mg
  4. Cl

১৪. কোন বিজ্ঞানী ‘ল অব মিনিমাম’ প্রস্তাব করেন?

  1. ব্ল্যাকম্যান
  2. ড্যান নীল
  3. লিবিগ
  4. কামেন

১৫. কোনটিকে জৈবমুদ্রা বলা হয়? (জ্ঞান)

  1. AMP
  2. ATP
  3. FAD
  4. NAD

১৬. কোনটি জৈব ছুরি? (জ্ঞান)

  1. Eco-RI
  2. Ecoli
  3. Colicin
  4. Vibriocin

১৭. মাইকোলাইসিসে সরাসরি কত অণু ATP তৈরি হয়? (জ্ঞান)

১৮. এক অণু অ্যাসিটাইল CoA ক্রেবস চক্রের কত অণু GTP উৎপন্ন করে? (জ্ঞান) –

  1. এক অণু 
  2. তিন অণু
  3. দুই অণু
  4. ছয় অণু

১৯. অলিক এসিডের R.Q. এর মান কত? (জ্ঞান)

  1. 5.0
  2. 5.33
  3. 5.2
  4. 0.71

২০. কত ডিগ্রী সে. তাপমাত্রায় শ্বসনের হার সর্বনিম্ন অবস্থায় পৌঁছায়? (জ্ঞান)

  1. ২৫-৩০
  2. ৩০-৪০
  3. ৪০-৪৫
  4. ৪৫-৫০

২১. শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি? (জ্ঞান)

  1. তাপমাত্রা
  2. পানি
  3. এনজাইম
  4. CO2  এর ঘনত্ব

২২. রক্ষীকোষে CO2 এর ঘনত্ব বৃদ্ধি পেলে— (অনুধাবন)

i. পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় 

ii. প্রস্বেদনের হার কমে যায়

iii. পত্ররন্ধ্র খুলে যায়।

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

২৩. সালোকসংশ্লেষণের অন্ধকার, পর্যায়ের বিক্রিয়াসমূহ— (প্রয়োগ)_

i.আলোর অনুপস্থিতিতে ঘটে 

i.ATP ও NADPH+H’ উৎপন্ন করে 

iii.ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় সংঘটিত হয় 

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

২৪. আখ, ভুট্টা উদ্ভিদের পাতায়– (প্রয়োগ)

i.বলয় আকারের বান্ডলসীথ ক্লোরোপ্লাস্ট থাকে

ii.শুধমাত্র মেসোফিল ক্লোরোপ্লাস্ট থাকে

iii.Kranz Anatomy দেখা যায় 

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

২৫. সবাত শ্বসনের গ্লাইকোলাইসিস ধাপে (প্রয়োগ)

i. ২টি ATP খরচ হয়

ii. 2NADH + H+ বিজারিত হয়

iii. 2FADH + H+ বিজারিত হয়

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

২৬. পরিবেশে CO2 এর ঘনত্ব বৃদ্ধি পেলে –(প্রয়োগ)

i. পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়

ii. শ্বসনের হার কমে যায় 

iii. গ্যাস বিনিময় বেড়ে যায়

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

২৭. ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত পদার্থ কোনটি? (জ্ঞান)

  1. ম্যালিক এসিড 
  2. সাইট্রিক এসিড
  3. অকজালিক এসিড
  4. ল্যাক্টিক এসিড

উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও :

উচ্চ ও নিম্নশ্রেণির উভয় জীবেরা খাদ্য ভেঙ্গে শক্তি উৎপাদন করে তাদের শক্তি উৎপাদনের প্রক্রিয়ার মধ্যে ভিন্নতা থাকলেও উভয়কেই একটি অভিন্ন পথ অতিক্রম করতে হয়।

২৮. উদ্দীপকের অভিন্ন পথ কোনটি? (অনুধাবন)

  1. গ্লাইকোলাইসিস
  2. অ্যাসিটাইল COA
  3. ক্রেবস চক্র
  4. ETS

২৯. উদ্দীপকের বর্ণিত প্রক্রিয়াটি (উচ্চতর দক্ষতা)

i. O2 এর ঘনমাত্রার সাথে সম্পর্কিত

ii. এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত

iii. সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয় 

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii
Views: 101 Views
❤️ 2
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top