Skip to content

HSC জীব বিজ্ঞান (১ম পত্র) নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ MCQ

সপ্তম অধ্যায়: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ


০১. নগ্নবীজি উদ্ভিদে কোনটি উপস্থিত? (অনুধাবন)

  1. দলমণ্ডল
  2. গর্ভাশয়
  3. ডিম্বক
  4. বৃত্তি

০২. বর্তমানে কতটি গণের নগ্নবীজী উদ্ভিদ পাওয়া যায়?

  1. ৫৩
  2. ৬৩
  3. ৭৩
  4. ৮৩

০৩. বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?

০৪. Cycas এর পাতা কীরূপ? (অনুধাবন)

  1. সরল পাতা
  2. পক্ষল যৌগিক
  3. দ্বিপক্ষল যৌগিক
  4. ত্রিপক্ষল যৌগিক

০৫. নিষেকের পূর্বে কোনটিতে শস্য উৎপন্ন হয়? (অনুধাবন)

  1. মসে
  2. ফাৰ্ণে
  3. জিমনোস্পার্মে
  4. এনজিওস্পার্মে

০৬. কোনটিকে পাম ফার্ন বলা হয়? (জ্ঞান)

  1. Pinus
  2. Cycas
  3. Wolffia
  4. Gnetum

০৭. কোনটি Cycas এর বৈশিষ্ট্য? (অনুধাবন)

  1. কাণ্ড শাখা প্রশাখা যুক্ত
  2. গ্যামিটোফাইট
  3. সমরেণুপ্রসূ
  4. পক্ষল যৌগিক পত্রবিশিষ্ট

০৮. Cycas এ অযৌন জনন কীসের মাধ্যমে হয়? (জ্ঞান)

  1. কোরালয়েড মূল
  2. মুকুল
  3. মাইক্রোস্পোর
  4. ডিম্বক

০৯. Cycas এর আর্কিগোনিয়ামে কতটি ডিম্বানু থাকে? (জ্ঞান)

১০. পুংরেণুর বাইরের স্তরটিকে কী বলে? (জ্ঞান)

  1. এক্সাইন
  2. ইনটাইন
  3. পুংকেশর
  4. পুংধানী

১১. Cycas এর শুক্রাণুর আকৃতি কীরূপ? (জ্ঞান)

  1. বেলনাকার
  2. মোচাকৃতির
  3. লাটিমাকৃতির
  4. পেয়ালাকৃতির

১২. উদ্ভিদকূলের সর্ববৃহৎ শুক্রাণু কোনটিতে পাওয়া যায়? (জ্ঞান)

  1. Mangifera
  2. Pteris
  3. Cycas
  4. Sequoia

১৩. বাংলাদেশে প্রাপ্ত আবৃতবীজী উদ্ভিদের গোত্রের সংখ্যা কত? (জ্ঞান)

  1. ১০০
  2. ১৫০
  3. ২০০
  4. ২৫০

১৪. বাংলাদেশের সবচেয়ে ছোট আবৃতবীজী উদ্ভিদ কোনটি? (প্রয়োগ)

  1. Hopea odorata
  2. Eucalyptus
  3. Wolffia arrhiza
  4. Dipterocaprpus

১৫. টেপাল কার অংশ? (জ্ঞান)

  1. দলমণ্ডল
  2. বৃত্তি
  3. পুষ্পপুট
  4. উপবৃতি

১৬. পুংপুষ্পের সাংকেতিক চিহ্ন কোনটি? (জ্ঞান)

  1. %

১৭. Poaceae গোত্রটি পূর্বে কী নামে পরিচিত ছিল?

  1. Malvaceae
  2. Liguminosac
  3. Graminae
  4. Crusiferae

১৮. জবা ফুলের অমরাবিন্যাস কোন ধরনের? (জ্ঞান)

  1. অক্ষীয়
  2. গাত্রীয়
  3. প্রান্তীয়
  4. শীর্ষদেশীয়

১৯. বহুমূত্র রোগে কোনটি উপকারী? (জ্ঞান)

  1. জবা
  2. ধুতুরা
  3. স্থলপদ্ম
  4. ঢেঁড়শ

২০. Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য হলো এর (অনুধাবন)

i. মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকে

ii. পাপড়ির বিন্যাস টুইস্টেড

iii. পরাগরেণু ছোট ও মসৃণ

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

২১. জবা ফুল ব্যবহৃত হয়— (প্রয়োগ)

i. চুল পড়া বন্ধে

ii. মাথা ঠাণ্ডা করতে

iii. চুল লাল করতে

নিচের কোনটি সঠিক?

  1. i ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

২২. Poaceae গোত্রের ফলের বৈশিষ্ট্য-

i. ক্যারিওপসিস

ii. ভ্রূণ স্কুটেলাম

iii. বীজ অসস্যল

নিচের কোনটি সঠিক?

  1. i ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

২৩. ফাহিম নার্সারি থেকে একটি আম গাছ কিনে আনলো। এ গাছের- (উচ্চতর দক্ষতা) –

i. বীজে দুটি বীজপত্র থাকে

ii. পাতায় শিরাবিন্যাস সমান্তরাল

iii. ফুল পেন্টামেরাস বা টেট্রামেরাস

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

২৪. Cycas এর মূলকে কোলারয়েড বলার কারণ- (প্রয়োগ)

i. মূলের শীর্ষ স্ফীত থাকে

ii. দেখতে প্রবালের মতো

iii. নেমাটোড দ্বারা আক্রান্ত হয়

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

২৫. Cycas এর শনাক্তকারী বৈশিষ্ট্য হলো এতে- (প্রয়োগ)

i. কোরালয়েড মূল উপস্থিত

i. পাতা সরল

iii. সঙ্গীকোষ অনুপস্থিত

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

২৬. নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না, ফলে (উচ্চতর দক্ষতা)

i. সস্য হ্যাপ্লয়েড

ii. নিষেকের পূর্বে সস্য সৃষ্টি হয়

iii. ফল সৃষ্টি হয় না

নিচের কোনটি সঠিক?

  1. i ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *