সপ্তম অধ্যায়: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ
০১. নগ্নবীজি উদ্ভিদে কোনটি উপস্থিত? (অনুধাবন)
- দলমণ্ডল
- গর্ভাশয়
- ডিম্বক
- বৃত্তি
০২. বর্তমানে কতটি গণের নগ্নবীজী উদ্ভিদ পাওয়া যায়?
- ৫৩
- ৬৩
- ৭৩
- ৮৩
০৩. বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?
- ৩
- ৪
- ৫
- ৬
০৪. Cycas এর পাতা কীরূপ? (অনুধাবন)
- সরল পাতা
- পক্ষল যৌগিক
- দ্বিপক্ষল যৌগিক
- ত্রিপক্ষল যৌগিক
০৫. নিষেকের পূর্বে কোনটিতে শস্য উৎপন্ন হয়? (অনুধাবন)
- মসে
- ফাৰ্ণে
- জিমনোস্পার্মে
- এনজিওস্পার্মে
০৬. কোনটিকে পাম ফার্ন বলা হয়? (জ্ঞান)
- Pinus
- Cycas
- Wolffia
- Gnetum
০৭. কোনটি Cycas এর বৈশিষ্ট্য? (অনুধাবন)
- কাণ্ড শাখা প্রশাখা যুক্ত
- গ্যামিটোফাইট
- সমরেণুপ্রসূ
- পক্ষল যৌগিক পত্রবিশিষ্ট
০৮. Cycas এ অযৌন জনন কীসের মাধ্যমে হয়? (জ্ঞান)
- কোরালয়েড মূল
- মুকুল
- মাইক্রোস্পোর
- ডিম্বক
০৯. Cycas এর আর্কিগোনিয়ামে কতটি ডিম্বানু থাকে? (জ্ঞান)
- ১
- ২
- ৩
- ৪
১০. পুংরেণুর বাইরের স্তরটিকে কী বলে? (জ্ঞান)
- এক্সাইন
- ইনটাইন
- পুংকেশর
- পুংধানী
১১. Cycas এর শুক্রাণুর আকৃতি কীরূপ? (জ্ঞান)
- বেলনাকার
- মোচাকৃতির
- লাটিমাকৃতির
- পেয়ালাকৃতির
১২. উদ্ভিদকূলের সর্ববৃহৎ শুক্রাণু কোনটিতে পাওয়া যায়? (জ্ঞান)
- Mangifera
- Pteris
- Cycas
- Sequoia
১৩. বাংলাদেশে প্রাপ্ত আবৃতবীজী উদ্ভিদের গোত্রের সংখ্যা কত? (জ্ঞান)
- ১০০
- ১৫০
- ২০০
- ২৫০
১৪. বাংলাদেশের সবচেয়ে ছোট আবৃতবীজী উদ্ভিদ কোনটি? (প্রয়োগ)
- Hopea odorata
- Eucalyptus
- Wolffia arrhiza
- Dipterocaprpus
১৫. টেপাল কার অংশ? (জ্ঞান)
- দলমণ্ডল
- বৃত্তি
- পুষ্পপুট
- উপবৃতি
১৬. পুংপুষ্পের সাংকেতিক চিহ্ন কোনটি? (জ্ঞান)
- %
- ♂
- ♀
- ⊕
১৭. Poaceae গোত্রটি পূর্বে কী নামে পরিচিত ছিল?
- Malvaceae
- Liguminosac
- Graminae
- Crusiferae
১৮. জবা ফুলের অমরাবিন্যাস কোন ধরনের? (জ্ঞান)
- অক্ষীয়
- গাত্রীয়
- প্রান্তীয়
- শীর্ষদেশীয়
১৯. বহুমূত্র রোগে কোনটি উপকারী? (জ্ঞান)
- জবা
- ধুতুরা
- স্থলপদ্ম
- ঢেঁড়শ
২০. Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য হলো এর (অনুধাবন)
i. মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকে
ii. পাপড়ির বিন্যাস টুইস্টেড
iii. পরাগরেণু ছোট ও মসৃণ
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
২১. জবা ফুল ব্যবহৃত হয়— (প্রয়োগ)
i. চুল পড়া বন্ধে
ii. মাথা ঠাণ্ডা করতে
iii. চুল লাল করতে
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
২২. Poaceae গোত্রের ফলের বৈশিষ্ট্য-
i. ক্যারিওপসিস
ii. ভ্রূণ স্কুটেলাম
iii. বীজ অসস্যল
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
২৩. ফাহিম নার্সারি থেকে একটি আম গাছ কিনে আনলো। এ গাছের- (উচ্চতর দক্ষতা) –
i. বীজে দুটি বীজপত্র থাকে
ii. পাতায় শিরাবিন্যাস সমান্তরাল
iii. ফুল পেন্টামেরাস বা টেট্রামেরাস
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
২৪. Cycas এর মূলকে কোলারয়েড বলার কারণ- (প্রয়োগ)
i. মূলের শীর্ষ স্ফীত থাকে
ii. দেখতে প্রবালের মতো
iii. নেমাটোড দ্বারা আক্রান্ত হয়
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
২৫. Cycas এর শনাক্তকারী বৈশিষ্ট্য হলো এতে- (প্রয়োগ)
i. কোরালয়েড মূল উপস্থিত
i. পাতা সরল
iii. সঙ্গীকোষ অনুপস্থিত
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
২৬. নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না, ফলে (উচ্চতর দক্ষতা)
i. সস্য হ্যাপ্লয়েড
ii. নিষেকের পূর্বে সস্য সৃষ্টি হয়
iii. ফল সৃষ্টি হয় না
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1