You are currently viewing প্রোগ্রামিং ভাষা MCQ

প্রোগ্রামিং ভাষা MCQ

প্রোগ্রামিং ভাষা MCQ

HSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

পঞ্চম অধ্যায়


সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিক ভাবে সাজানোর নির্দেশমালাকে কী বলে?

ক) হার্ডওয়্যার 

খ) ফার্মওয়্যার

গ) প্রোগ্রাম 

ঘ) সফটওয়্যার 

সঠিক উত্তরঃ গ) প্রোগ্রাম 

সফটওয়্যার তৈরির জন্য কী প্রয়োজন? 

ক) হার্ডওয়্যার 

খ) প্রোগ্রাম

গ) কম্পিউটার ভাষা

ঘ) ফার্মওয়্যার 

সঠিক উত্তরঃ গ) কম্পিউটার ভাষা

কম্পিউটার কোন ধরনের ভাষা বোঝে?

ক) English Language

খ) Spoken Language

গ) Machine Language

ঘ) Customized Language

সঠিক উত্তরঃ গ) Machine Language

আরও পড়ুনঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত MCQ

প্রথম স্তরের ভাষা বলা হয় কোনটিকে?  

ক) যান্ত্রিক ভাষা 

খ) অ্যাসেম্বলি ভাষা

গ) উচ্চস্তরের ভাষা 

ঘ) নিম্নস্তরের ভাষা

সঠিক উত্তরঃ ক) যান্ত্রিক ভাষা 

কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি? 

ক) মেশিন ভাষা 

খ) অ্যাসেম্বলি ভাষা

গ) দ্বিতীয় প্রজন্মের ভাষা

ঘ) পঞ্চম প্রজন্মের ভাষা

সঠিক উত্তরঃ ক) মেশিন ভাষা 

কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে?

ক) মেশিন ভাষা

খ) হাই লেভেল ভাষা

গ) আ্যাসেম্বলি ভাষা

ঘ) তৃতীয় প্রজন্মের ভাষা

সঠিক উত্তরঃ ক) মেশিন ভাষা

কোন ভাষা দিয়ে কম্পিউটারের মেমরি অ্যাড্রেসের সঙ্গে সরাসরি সংযোগ সাধন সম্ভব? 

ক) মেশিন ভাষা

খ) হাইলেভেল ভাষা

গ) আ্যাসেস্বলি ভাষা

ঘ) চতুর্থ প্রজন্মের ভাষা

সঠিক উত্তরঃ ক) মেশিন ভাষা

কোন ভাষায় প্রোগ্রাম কম্পিউটার সংগঠনের নিয়ন্ত্রণের উর্ধ্বে থাকে?

ক) উচ্চস্তরের ভাষা 

খ) নিম্নস্তরের ভাষা

গ) মেশিন ভাষা 

ঘ) কৃত্রিম ভাষা 

সঠিক উত্তরঃ ক) উচ্চস্তরের ভাষা 

মেশিন নিয়ন্ত্রণ, সিমুলেশন, বৈজ্ঞানিক পরীক্ষা ইত্যাদি কাজে ব্যবহৃত হয় কোনটি?

ক) Algol

খ) CSL

গ) Coral-66

ঘ) QBE

সঠিক উত্তরঃ খ) CSL

C++ এর আবিষ্কারক কে?

ক) বিচি ডেনিস 

খ) বায়ার্ন স্ট্রাউস্ট্রপ

গ) ল্যারি এরিকসন 

ঘ) বব মাইনর

সঠিক উত্তরঃ খ) বায়ার্ন স্ট্রাউস্ট্রপ

আরও পড়ুনঃ প্রোগ্রামিং ভাষা MCQ

কোন ভাষাকে কম্পিউটার প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়?

ক) C

খ) C++

গ) C-

ঘ) ORACLE

সঠিক উত্তরঃ ক) C

4 GL এর পূর্ণরূপ কী? 

ক) Forth Generation Language

খ) Four Generation Language

গ) Forth General Language

ঘ) Four General Language

সঠিক উত্তরঃ ক) Forth Generation Language

কোন প্রজন্মের ভাষাকে ননপ্রসিডিউর ভাষা বলা হয়? 

ক) ১ম প্রজন্ম 

খ)  ২য় প্রজন্ম

গ) ৩য় প্রজন্ম 

ঘ) ৪র্থ প্রজন্ম 

সঠিক উত্তরঃ ঘ) ৪র্থ প্রজন্ম 

আ্যাসেম্বলার কী?

ক) একটি মেশিন 

খ) ব্রাউজার

গ) প্রিন্টার 

ঘ) সফটওয়্যার

সঠিক উত্তরঃ ঘ) সফটওয়্যার

ভুল সংশোধনের প্রক্রিয়াকে কি বলা হয়?

ক) Encoding

খ) Debugging

গ) Decoding

ঘ) Correction

সঠিক উত্তরঃ খ) Debugging

আ্যালগরিদম কী?

ক) পর্যায়ক্রম 

খ) সিদ্ধান্তক্রম

গ) অনুক্রমিক 

ঘ) ফ্লোচার্ট 

সঠিক উত্তরঃ খ) সিদ্ধান্তক্রম

কোন মডেলে পুরো সমস্যাকে বিভিন্ন অংশে ভাগ করা হয়?

ক) ভিজুয়্যাল প্রোগ্রামিং

খ) স্ট্রাকচার্ড প্রোগ্রামিং

গ) অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং

ঘ) ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং

সঠিক উত্তরঃ খ) স্ট্রাকচার্ড প্রোগ্রামিং

‘সি’ ভাষা কোন ধরণের মডেল অনুসরণ করে?

ক) ওপিপি 

খ) ভিজুয়েল

গ) স্ট্রাকচার্ড 

ঘ) ইভেন্ট ড্রাইভেন

সঠিক উত্তরঃ গ) স্ট্রাকচার্ড 

সি ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরন করে?

ক) স্ট্রাকচার্ড 

খ) অবজেক্ট ওরিয়েন্টেড

গ) ভিজ্যুয়াল 

ঘ) ইভেন্ট ড্রাইভেন 

সঠিক উত্তরঃ ক) স্ট্রাকচার্ড 

‘C’ এর জনক কে?

ক) Dennis Ritche

খ)Bill Gates

গ) Lady Ada Augusta

ঘ)Bjarne Stroustrup

সঠিক উত্তরঃ ক) Dennis Ritche

আরও পড়ুনঃ সংখ্যা ও ডিজিটাল ডিভাইস​ MCQ

পলিমরফিজম নিচের কৌন ভাষার বৈশিষ্ট্য? 

ক)  সি

খ) ভিজ্যুয়েল বেসিক

গ) জাভা 

ঘ) ওরাকল 

সঠিক উত্তরঃ ক)  সি

সি কোন স্তরের ভাষা?

ক) নিম্ন স্তরের ভাষা

খ) মাধ্যম স্তরের ভাষা

গ) উচ্চস্তরের ভাষা

ঘ) অতি উচ্চস্তরের ভাষা 

সঠিক উত্তরঃ খ) মাধ্যম স্তরের ভাষা

ডেটার ধরনকে কী বলে?

ক) প্রোটোটাইপ 

খ) ডেটা টাইপ

গ) ডেটা 

ঘ) তথ্য

সঠিক উত্তরঃ খ) ডেটা টাইপ

ডেটাবেজ ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি? 

ক) বর্ণ → ফিল্ড → রেকর্ড → ডেটাবেজ

খ) ফিল্ড → রেকর্ড → টেবিল → ডেটাবেজ

গ) রেকর্ড → ফিন্ড → তথ্য → ডেটাবেজ

ঘ) রেকর্ড → ফিন্ড → বর্ণ → ডেটাবেজ 

সঠিক উত্তরঃ খ) ফিল্ড → রেকর্ড → টেবিল → ডেটাবেজ

জন্ম সংক্রান্ত উপাত্ত ইনসার্ট করার জন্য কোন ধরনের Data Type ব্যবহার করা হয়? 

ক) Integer

খ) Long Integer

গ) Date/Time

ঘ)String

সঠিক উত্তরঃ গ) Date/Time

ডেটাবেজে টেক্সট ডেটা টাইপে সর্বোচ্চ বর্ণ ব্যবহার করা যায় কতটি?

ক) 255

খ) 256

গ) 257

ঘ) 258

সঠিক উত্তরঃ ক) 255

ফিল্ডের আকার বলতে ফিল্ডের কোনটিকে বোঝায়?

ক) দৈর্ঘ্য বোঝায়

খ) প্রস্থ বোঝায়

গ) বর্ণের দৈর্ঘ্য বোঝায় 

ঘ) বর্ণের প্রস্থ বোঝায়

সঠিক উত্তরঃ গ) বর্ণের দৈর্ঘ্য বোঝায় 

কোন লিস্ট হতে ডেটাটাইপ সিলেক্ট করা যায়? 

ক) ড্রাগ ডাউন লিস্ট

খ) ড্রাগ আপ লিস্ট

গ) ড্রপ ডাউন লিস্ট 

ঘ) ড্রপ বেক লিস্ট

সঠিক উত্তরঃ গ) ড্রপ ডাউন লিস্ট

ডেটাবেজের রেকর্ড বাদ দেওয়ার অপশন কোনটি?

ক) DELETE DATA

খ) DELETE FIELD

গ) DELETE RECORD

ঘ) DELETE ROW

সঠিক উত্তরঃ ঘ) DELETE ROW

Action Query কোনটি?

ক) Update Query

খ) Select Query

গ) Crosstab Query

ঘ) Parameter Query

সঠিক উত্তরঃ ক) Update Query

কুয়েরি কী? 

ক) একটি ডেটাবেজকে নানাভাবে উপস্থাপন করা

খ) ডেটাবেজের বিভিন্ন বিষয়কে অনুসন্ধান করার উপযোগ তৈরি করা

গ) ডেটাবেজকে তালিকা আকারে উপস্থাপন করা

ঘ) স্বয়ংক্রিয়ভাবে সংখ্যা বদলানো

সঠিক উত্তরঃ খ) ডেটাবেজের বিভিন্ন বিষয়কে অনুসন্ধান করার উপযোগ তৈরি করা

ডেটা পরিবর্তনের জন্য কোন স্টেটমেন্ট ব্যবহার হয়?

ক) Rename

খ) Delete

গ) Insert

ঘ) Update

সঠিক উত্তরঃ  ঘ) Update

in-অপারেটর কী নির্দেশ করে?

ক) Null ভেল্যু টেবিলে

খ) ভেল্যু নির্দিষ্ট রেঞ্জে

গ) ভেল্যু টেবিলে প্রতিস্থাপন

ঘ) cONSTANT ভেল্যু

সঠিক উত্তরঃ খ) ভেল্যু নির্দিষ্ট রেঞ্জে

সোহেল সাহেব একজন কোম্পানির এমডি তিনি তার কোম্পানির স্বার্থে একটি তালিকা প্রস্তুত করতে চান, সেখানে যাদের বয়স ৪০ এর উধের্ব তার জন্য তিনি কোন-প্রসেসটি গ্রহণ করবে? 

ক) ডেটা ম্যানেজমেন্ট

খ) ডেটা কমপাইলিং

গ) ডেটা কুয়েরি 

ঘ) ডেটা সর্টিং

সঠিক উত্তরঃ গ) ডেটা কুয়েরি 

ডেটাবেজের অসংখ্য ডেটার মাঝ থেকে সুনিদৃষ্ট তথ্য খুঁজে বের করতে হল কীভাবে করা যায়? 

ক) ম্যাচিং 

খ) সর্টিং

গ) কুয়েরি 

ঘ) ইনডেক্সিং

সঠিক উত্তরঃ গ) কুয়েরি 

What’s your Reaction?
+1
4
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply