|

HSC জীব বিজ্ঞান (১ম পত্র) ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা MCQ

safi image 67bd908817095

6 min read

Advertisements

Table of Contents

ষষ্ঠ অধ্যায়: ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা


০১. লিভার ওয়ার্ট কোনটিকে বলে? (জ্ঞান)

  1. Agaricus
  2. Cycas
  3. Riccia
  4. Pteris

০২. রেণুধর পর্যায়ের প্রথম কোষ কোনটি? (জ্ঞান)

  1. ভ্রূণ
  2. কলা
  3. জাইগোট
  4. গ্যামেট

০৩. স্পোরোফাইট আদি প্রকৃতির এবং থ্যালাসের মধ্যে নিমজ্জিত থাকে কোন উদ্ভিদে? (অনুধাবন)

  1. Semibarbula
  2. Marchantia
  3. Riccia
  4. Funaria

০৪. বাংলাদেশে Riccia গণের কয়টি প্রজাতি রয়েছে? (জ্ঞান)

  1. ৪০
  2. ৪২
  3. ৪৩
  4. ৪৫

০৫. Riccia-র প্রধান দেহটি কোন প্রকৃতির? (জ্ঞান)

  1. গ্যামিটোফাইটিক
  2. স্পোরোফাইটিক
  3. অশাখ
  4. সূত্রাকার

০৬. নিম্নের কোনটিতে দ্ব্যাগ্র শাখা বিশিষ্ট থ্যালাস দেখা যায়? (জ্ঞান)

  1. Riccia
  2. Pieris
  3. Azolia
  4. Anthoceros

০৭. কোনটি পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে? (জ্ঞান)

  1. Riccia
  2. Agaricus
  3. Pieris Spirogyra
  4. Musci

০৮. লিভারওয়ার্ট বলা হয় কাদেরকে? (জ্ঞান)

  1. Anthocerotae
  2. Hepaticae
  3. Pteridophyta
  4. Musci

০৯. Riccia-এর শুক্রাণু কয় ফ্ল্যাজেলা বিশিষ্ট? (জ্ঞান)

১০. টেরিডোফাইটের স্পোরোফাইট দশার প্রথম কোষ কোনটি? (অনুধাবন)

  1. উস্পোর
  2. শুক্রাণু
  3. স্পোর
  4. ডিম্বাণু

১১. নিচের কোন উদ্ভিদের ক্ষেত্রে কুন্ডলিত মুকুল পত্র বিন্যাস আদি বৈশিষ্ট্য? (অনুধাবন)

  1. Cycas
  2. Riccia
  3. Pteris
  4. Ulothrix

১২. র্যামেন্টা কী? (জ্ঞান)

  1. বাদামী রোম
  2. রাকিসের আবরণ
  3. অস্থানিক মূল
  4. পার্শ্বশিরা

১৩. নিচের কোনটির কান্ড রাইজোম জাতীয়? (জ্ঞান)

  1. Pteris
  2. Oryza
  3. Riccia
  4. Cycas

১৪. কোনটি স্পোরোফাইটিক উদ্ভিদ? (জ্ঞান)

  1. Riccia
  2. Pteris
  3. Agaricus
  4. Ulothrix

১৫. ফার্নের পাতাকে কী বলা হয়? (জ্ঞান)

  1. রাইজোম
  2. র‍্যামেন্টা
  3. সোরাস
  4. ফ্রন্ড

১৬. Pteris এর প্রতিটি পত্রকখণ্ডকে কী বলে? (জ্ঞান)

  1. রাকিস
  2. ক্রোজিয়ার
  3. পিনা
  4. ফ্রড

১৭. Pteris এ কোন প্রকারের ভাস্কুলার বান্ডল পাওয়া যায়? – (অনুধাবন)

  1. হ্যাড্রোসেন্ট্রিক
  2. মুক্ত সমপার্শ্বীয়
  3. লেপ্টোসেন্ট্রিক
  4. বন্ধ সমপার্শ্বীয়

১৮. Pteris এর গ্যামিটোফাইটিক পর্যায়ের প্রথম প্রতিনিধি কোনটি? (জ্ঞান)

  1. গ্যামেট
  2. অ্যান্থেরিডিয়া
  3. প্রোথেলাস
  4. স্পোর

১৯. Pteris-এর কাণ্ড (অনুধাবন)

i. ছোট, দৃঢ়, শায়িত

ii. রাইজোমে রূপান্তরিত

iii. বড় ও নরম

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii 3 iii

২০. Pteris উদ্ভিদ Riccia উদ্ভিদ হতে বেশি উন্নত, কারণ— (প্রয়োগ)

i. মূল দেহ স্পোরোফাইটিক

ii. উদ্ভিদ সমাঙ্গদেহী

ii. ভাস্কুলার টিস্যু বিদ্যমান

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii 3 iii

২১. Pteris এ অ্যান্থেরিডিয়া— (অনুধাবন)

i. প্রোথেলাস থেকে উৎগত

ii. একস্তর পুরু বন্ধ্যা আবরণ বিশিষ্ট

iii. কয়েক স্তর পুরু আরবণ বিশিষ্ট

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

২২. Riccia একটি ব্রায়োফাইট উদ্ভিদ, যার (অনুধাবন)

i. যৌন জনন উগ্যামাস প্রকৃতির

ii. জননাঙ্গ এককোষী

iii. জননাঙ্গ বন্ধ্যাকোষের আবরণ যুক্ত

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii 3 iii

২৩. মস উদ্ভিদের দেহ —— (অনুধাবন)

i. পরিবহন টিস্যুবিহীন

ii. কাণ্ড ও পাতায় বিভক্ত

iii. কোলেনকাইমা কোষ দিয়ে

গঠিত নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii 3 iii

২৪. Riccia-র সঞ্চয়ী অঞ্চল — (অনুধাবন)

i. প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত

ii. স্টার্চ সঞ্চয় করে

iii. গ্লাইকোজেন সঞ্চয় করে

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:

জাহিদ চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বেড়াতে গিয়ে পাম জাতীয় এক ধরনের বৃক্ষ দেখল যাতে ফল উৎপন্ন হয় না, পাতা কুন্ডলিত এবং পক্ষল যৌগিক ।

২৫. জাহিদের দেখা উদ্ভিদটির কাণ্ড (অনুধাবন)

i. অশাখ

ii. স্থূল

iii. বেলনাকার

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

২৬. উল্লিখিত উদ্ভিদটির কোন অংশ স্ট্রোবিলাস তৈরি করে? (প্রয়োগ)

  1. গর্ভাশয়
  2. শল্কপত্র
  3. পুংরেণুপত্র
  4. স্ত্রীরেণুপর
0
0
0
0
0

Download Post

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *