HSC জীব বিজ্ঞান প্রথম পত্র - শৈবাল ও ছত্রাক MCQ

Apr 18, 2024 - 23:09
 0  23
HSC জীব বিজ্ঞান প্রথম পত্র - শৈবাল ও ছত্রাক MCQ
HSC জীব বিজ্ঞান প্রথম পত্র - শৈবাল ও ছত্রাক MCQ

HSC জীব বিজ্ঞান প্রথম পত্র

পঞ্চম অধ্যায় 

শৈবাল ও ছত্রাক MCQ


০১. শৈবালের সজ্জিত খাদ্য কোনটি?

  1. স্টার্চ
  2. গ্লুকোজ
  3. গ্লাইকোজেন
  4. ল্যাকটোজ

০২. এককোষী নিশ্চল শৈবাল কোনটি? (জ্ঞান)

  1. Pediastrum
  2. Euglena
  3. Chlorococcus
  4. Hydrodictyon

০৩. কোন শৈবালের দেহ পাতার ন্যায় ? (অনুধাবন)

  1. Ulothrix
  2. Ulva
  3. M Sargassum
  4. Chara

০৪. কোনটি সমাঙ্গদেহী শৈবাল? (জ্ঞান)

  1. Ulothrix
  2. Chara
  3. Fucus
  4. Ulva

০৫. অগ্নি শৈবাল হিসেবে পরিচিত কোনটি? -(অনুধাবন)

  1. Euglenophyta
  2. Pyrrhophyta
  3. Chrysophyta
  4. Phaeophyta

০৬. কোনটিতে অটোম্পোর পাওয়া যায়? (জ্ঞান)

  1. Microspora
  2. Scenedesmus
  3. Pediastrum
  4. Sphaerella

০৭. Ulothrix-এর ক্লোরোপ্লাস্ট এর আকৃতি কোনটি?

  1. পেয়ালা
  2. জালিকাকার
  3. সর্পিলাকার
  4. ফিতাকৃতি

০৮. Ulothric এর ম্যাক্রোচলরেণুতে কতটি ফ্লাজেলা থাকে? (জ্ঞান)

  1. ২টি
  2. ৩১টি
  3. ৪টি
  4. ৮টি

০৯. ছত্রাকের দেহ কী দ্বারা গঠিত? (জ্ঞান)

  1. মাইসেলিয়াম
  2. লিপোপ্রোটিন
  3. প্রোটিন
  4. লিপিড

১০. ছত্রাকের কোষ প্রাচীর কী দ্বারা তৈরি? (জ্ঞান)

  1. সেলুলোজ
  2. প্রোটিন
  3. লিপিড
  4. কার্বোহাইড্রেট

১১. ছত্রাকের সঞ্চিত খাবার কী? (জ্ঞান)

  1. স্টার্চ
  2. প্রোটিন
  3. গ্লাইকোজেন
  4. লিপিড

১২. ছত্রাকের জননাঙ্গ কোন ধরনের? (জ্ঞান)

  1. বহুকোষী
  2. আদিকোষী
  3. এককোষী
  4. অকোষীয়

১৩. ঈস্ট ব্যবহার করে নিচের কোনটি তৈরি করা হয়? (জ্ঞান)

  1. মিষ্টি
  2. পাউরুটি
  3. দই
  4. পনির

১৪. Agaricus –এর সঞ্চিত খাদ্য কোনটি? (জ্ঞান)

  1. স্টার্চ
  2. তৈল বিন্দু
  3. সেলুলোজ
  4. গ্লাইকোজেন

১৫. কোন ছত্রাকে Coenocytic মাইসেলিয়াম থাকে?

  1. Penicillium
  2. Agaricus
  3. M Aspergillus
  4. Mucor

১৬. কোনটি বিষাক্ত Agaricus ? (জ্ঞান)

  1. Agaricus bitorquis
  2. Agaricus brunnescens
  3. Agaricus campestris
  4. Agaricus xanthodermus

১৭. আলুর বিলম্বিত ধ্বসা রোগের জন্য দায়ী কোনটি? (অনুধাবন)

  1. Agaricus
  2. Phytophthora
  3. Aspergillus
  4. Penicillium

১৮. লাইকেনে শৈবাল ও ছত্রাক কী হিসেবে অবস্থান করে?

  1. মিথোজীবী
  2. পরজীবী
  3. মৃতজীবী
  4. পরভোজী

১৯. নিচের কোনটিকে অন্তঃমিথোজীবী মনে করা হয়।

  1. রাইবোজোম
  2. সেন্ট্রিওল
  3. গলগি বস্তু
  4. ক্লোরোপ্লাস্ট

২০. ফলিওজ লাইকেন হয়ে থাকে (অনুধাবন)

i. পাতার ন্যায় ও শাখান্বিত

ii. খণ্ডিত বা ঢেউ খেলানো কিনারা বিশিষ্ট

iii. নলাকার বা ফিতার ন্যায়

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

২১. Agaricus —এর ব্যাসিডিয়াম থেকে উদ্ভূত জাইগোট নিউক্লিয়াস বিভাজিত হবার পর (উচ্চতর দক্ষতা)

i. ক্যারিওগ্যামি ঘটায়

ii. নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ও কোষপ্রাচীরে আবৃত হয়

iii. ব্যাসিডিওরেণু গঠন করে

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

২২. ছত্রাকের দেহ প্রাচীর গঠিত হয়- (প্রয়োগ)

i. পেকটিন দ্বারা

ii. কাইটিন দ্বারা

iii. সেলুলোজ দ্বারা

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

২৩. শৈবালে সংঘটিত দ্বিবিভাজন—-

i. অঙ্গজ জনন প্রক্রিয়া

ii. এককোষী শৈবালে ঘটে

iii. অযৌন জনন প্ৰক্ৰিয়া

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

২৪. শৈবালের দেহকোষ পুরু প্রাচীর দ্বারা আবৃত অবস্থায় প্রচুর খাদ্য সঞ্চয় করে বিশেষ রেণুতে পরিণত হয় যা― (অনুধাবন)

i. প্রতিকূল অবস্থা পাড়ি দিতে সক্ষম

ii. অ্যাকিনিটি নামে পরিচিত

iii. অটোম্পোর নামে পরিচিত

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

কবির মিয়ার আলুক্ষেতে কিছু আলুগাছের পাতা হরিদ্রাভ হলো। সেগুলো মরে গিয়ে বাদামী রঙ ধারণ করল। কিছু গাছ মারা গেল এবং উৎকট গন্ধ সৃষ্টি করলো।  স্থানীয় কৃষি কর্মকর্তা বললেন, এগুলো একটি ছত্রাক দ্বারা আক্রান্ত হয়েছে ।

২৫. উদ্দীপক ছত্রাকটি অনুকূল পরিবেশে কিসের মাধ্যমে ছাড়ায়? (প্রয়োগ)

  1. কনিডিয়া
  2. অয়ডিয়া
  3. গোনিডিয়া
  4. জুওস্পোর

২৬. উদ্দীপক ছত্রাকটি দমন করা যায়— (দক্ষতা)

i. আলু রোদে শুকিয়ে

ii. সিক্ত পরিবেশে আলু সংগ্রহ করে

iii. আলু হিমাগারে সংরক্ষণ করে

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

অনুচ্ছেদ পড়ে প্রশ্নের উত্তর দাও:

করিদ সাহেব রাস্তায় হাঁটতে গিয়ে গাছের উপর কিছু ধূসর বর্ণের আলগা সবুজাভ আবরণ দেখে সেগুলোকে ল্যাবরেটরিতে পরীক্ষা করিয়ে দেখলেন এদের কয়েকটির থ্যালাস পাতলা ও শক্ত খোলক বিশিষ্ট। কয়েকটিতে পাতার ন্যায় কিনারা রয়েছে, আবার কিছু চ্যাপ্টা বা সূত্রাকার।

২৭. ফরিদ সাহেবের দেখা জীবগুলো কী ছিল? (অনুধাবন)

  1. শৈবাল
  2. লাইকেন
  3. ছত্রাক
  4. মস

২৮. ফরিদ সাহেবের দেখা জীবগুলো (প্রয়োগ)

i. বিষাক্ত হলে পশু পাখির মৃত্যুর কারণ ঘটায়

ii. বায়ুর দূষণ নির্দেশক হিসেবে বিবেচিত

iii. ঘরের সৌন্দর্য্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow