HSC Exam Question – Bangla First Paper – 2024

Table of Contents

HSC Exam Question – Bangla First Paper – 2024

যশোর বোর্ড ২০২৪


“তোমার দিলে কি ময়লা আছে” – কার দিল?

  • দুদু মিঞা
  • মতলুর খাঁ
  • তাহেরের বাপ
  • আক্কাস

সঠিক উত্তরঃ তাহেরের বাপ


‘সোনার তরী’ কবিতায় ‘বিদেশ’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • পরলোক
  • অচেনা জগৎ
  • চিরায়ত শিল্পলোক
  • মহাকাল

সঠিক উত্তরঃ চিরায়ত শিল্পলোক


‘বিদ্রোহী’ কবিতায় কবির অশান্ত হয়ে ওঠার কারণ?

  • নিপীড়িত মানবতার জন্য
  • হারানো ঐতিহ্য ফিরে পেকে
  • স্বাধীনতার জন্য
  • একাকিত্ব ও হতাশা থেকে

সঠিক উত্তরঃ নিপীড়িত মানবতার জন্য


‘রেইনকোট’ গল্পের নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন?

  • ভূগোল
  • আরবি
  • পদার্থ
  • কেমিস্ট্রি

সঠিক উত্তরঃ কেমিস্ট্রি


“এভাবে মৃত্যুবরণ করে কি লাভ হবে?” উক্তিটি কার?

  • বঙ্গবন্ধুর স্ত্রীর
  • সিভিল সার্জনের
  • জেল সুপারের
  • মহিউদ্দীন সাহেবের

সঠিক উত্তরঃ সিভিল সার্জনের


খেলার মাঠে মারামারির সময় ইন্দ্রনাথ শ্রীকান্তকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে। সেই থেকে অনাত্মীয়, দুঃসাহসী ও হৃদয়বান ইন্দ্রনাথের সাথে শ্রীকান্তের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীকালে ইন্দ্রের অনেক দুঃসাহসী কর্মের সঙ্গী হয় শ্রীকান্ত।

উক্ত তুলনার কারণ কী?

i. পরস্পর অনাত্মীয়
ii. হৃদয়ের ঐশ্বর্য
iii. দুঃসাহসী কাজের সঙ্গী

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

সঠিক উত্তরঃ i, ii ও iii


কোন ঘটনায় জমিলার চোখ দুঃখ বেদনার অর্থহীনতায় হারিয়ে যায়?

  • অসম বিবাহ
  • মজিদের নিষ্ঠুরতা
  • খ্যাংটা বুড়ির বিলাপ
  • আমেনা বিবির তালাক

সঠিক উত্তরঃ খ্যাংটা বুড়ির বিলাপ


“শুধু ওই একটি পথেই আবার আমরা উভয়ে উভয়ের কাছাকাছি আসতে পারি”- কোন পথ?

  • দেশপ্রেম
  • আত্মবিশ্বাস
  • আত্মবিসর্জন
  • যুদ্ধ-চালিয়ে যাওয়া

সঠিক উত্তরঃ দেশপ্রেম


সহকর্মীদের পরামর্শে নাম-পরিচয়হীন একটি বেসরকারি সংস্থাকে গ্রামের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করার অনুমতি প্রদান করেন নব-নির্বাচিত চেয়ারম্যান আসিফ তালুকদার। কিছুদিন পর নানা-প্রলোভন দেখিয়ে গ্রামবাসীর কাছে কোটি টাকার চাঁদা হাতিয়ে নিয়ে সংস্থাটি চলে যায়। এই ঘটনায় অনুতপ্ত চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করেন।

উদ্দীপকের বেসরকারি সংস্থা ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়?

  • লবণের ইজারা
  • আলিনগরের সন্ধি
  • পলাশির যুদ্ধের নেতৃত্ব
  • কৃষ্ণবল্লভের মুক্তি

সঠিক উত্তরঃ লবণের ইজারা


অনুপম তার মামাকে ‘ফল্গুর বালি’ বলার কারণ, তিনি-

  • নদীর মতোই গতিশীল
  • দয়া-মায়াহীন
  • পরিবারের সর্বময় কর্তা
  • লোভীপ্রকৃতির মানুষ

সঠিক উত্তরঃ পরিবারের সর্বময় কর্তা


নলবাড়ি গ্রামের সামনের বড় রাস্তাটি প্রতিবছর বন্যায় ভেঙে যায়। ঐ গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি ভাঙা রাস্তার ওপর বাঁশের সেতু নির্মাণ করে পথচারীদের কাছে সারাবছর চাঁদা আদায় করেন। মানুষের উপকার করছেন বলে তিনি গৌরবও করেন। পরবর্তীকালে নবনির্বাচিত চেয়ারম্যান হোসেন আলীর আর্থিক সহযোগিতা, উৎসাহ ও পরামর্শে গ্রামবাসী সেখানে একটি কালভার্ট নির্মাণ করেন। ফলে মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটে।

উদ্দীপকের প্রভাবশালী ব্যক্তির ভূমিকা ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের সাথে কীভাবে সম্পর্কিত?

  • বাহবা কুড়ানোর প্রবণতা
  • মানুষের জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল
  • চাটুকার ও তাবেদার শ্রেণির জন্মদান
  • সামাজিক বিভক্তিকরণের মনোভাব

সঠিক উত্তরঃ মানুষের জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল


নজরুলের মতে আত্মাকে চিনলে কী আসে?

  • আত্মমর্যাদা
  • আত্মসম্মান
  • আত্মবিশ্বাস
  • আত্মনির্ভরতা

সঠিক উত্তরঃ আত্মনির্ভরতা


নজরুল কোন অপবাদকে ‘মন্দের ভালো’ বলেছেন?

i. বিদ্রোহ
ii. দম্ভ
iii. অহঙ্কার

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

সঠিক উত্তরঃ ii ও iii


নলবাড়ি গ্রামের সামনের বড় রাস্তাটি প্রতিবছর বন্যায় ভেঙে যায়। ঐ গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি ভাঙা রাস্তার ওপর বাঁশের সেতু নির্মাণ করে পথচারীদের কাছে সারাবছর চাঁদা আদায় করেন। মানুষের উপকার করছেন বলে তিনি গৌরবও করেন। পরবর্তীকালে নবনির্বাচিত চেয়ারম্যান হোসেন আলীর আর্থিক সহযোগিতা, উৎসাহ ও পরামর্শে গ্রামবাসী সেখানে একটি কালভার্ট নির্মাণ করেন। ফলে মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটে।

‘মানব-কল্যাণ’ প্রবন্ধের আলোকে চেয়ারম্যান হোসেন আলীর ভূমিকাকে কী বলা যায়?

  • সোপান রচনা
  • ঔদার্য প্রদর্শন
  • টেকসই উন্নয়ন
  • যোগ্য নেতৃত্ব

সঠিক উত্তরঃ সোপান রচনা


খেলার মাঠে মারামারির সময় ইন্দ্রনাথ শ্রীকান্তকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে। সেই থেকে অনাত্মীয়, দুঃসাহসী ও হৃদয়বান ইন্দ্রনাথের সাথে শ্রীকান্তের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীকালে ইন্দ্রের অনেক দুঃসাহসী কর্মের সঙ্গী হয় শ্রীকান্ত।

উদ্দীপকের খেলার মাঠের ঘটনাটি ‘বিলাসী’ গল্পের কোন বিষয়ের সাথে তুলনীয়?

  • গ্রামের ছেলেমেয়েদের রূঢ় জীবন
  • ন্যাড়া কর্তৃক বিলাসীকে রক্ষার চেষ্টা
  • ‘সেবাপরায়ণ বিলাসীর উদার হৃদয়
  • মৃত্যুঞ্জয়কে বাঁচানোর ব্যর্থ চেষ্টা

সঠিক উত্তরঃ ন্যাড়া কর্তৃক বিলাসীকে রক্ষার চেষ্টা


“যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি।” এই বাক্যে প্রকাশ পেয়েছে –

  • সশস্ত্র প্রতিরোধ
  • মানবিক জীবনযুদ্ধ
  • বলিষ্ঠ প্রতিবাদ
  • অস্তিত্বের সংগ্রাম

সঠিক উত্তরঃ অস্তিত্বের সংগ্রাম


গরিবের মেয়ে পিয়ারী একদিন আশ্রয় খুঁজেছিল ধনীর দুলাল অজেনের মধ্যে। অজেন তার মূল্য দেয়নি। হারিয়ে যাওয়া পিয়ারী একদিন দেখতে পায় করোনা আক্রান্ত অজেন একাকী পড়ে আছে হাসপাতালের বিছানায়। সুখের দিনে চারপাশ ঘিরে থাকত যারা, তারা কেউ কাছে নেই। দিনরাত্ সেবা দিয়ে পিয়ারী অজেনকে সুস্থ করে তোলে। অতীতে অবজ্ঞা ও অবহেলার কথা তার একবারও মনে পড়েনি।

উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ?

  • তাহারেই পড়ে মনে
  • বিলাসী
  • প্রতিদান
  • মানব-কল্যাণ

সঠিক উত্তরঃ প্রতিদান


ভোরের ঠান্ডা বাতাসে বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে মুক্তিযুদ্ধের গল্প শোনে কিশোর রাশেদ। কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে দাঁড়িয়ে তার কিশোর কল্পনায় ভেসে ওঠে ছাত্র-জনতার বিশাল মিছিল। লাল ফুলের পাপড়ি দলিত করে ওরা এগিয়ে চলে সচিবালয়ের দিকে। তাদের হাতে, ব্যানারে বাংলা বর্ণমালা। রাশেদের চোখে অশ্রু, বুকের ভেতর আনন্দের ফোয়ারা।

‘ফেব্রুয়ারী ১৯৬৯’ কবিতার যে দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে-

i. মুক্তিযুদ্ধে ভয়ঙ্কর স্মৃতি
ii. ছাত্র-জনতার বিশাল মিছিল
iii. লাল ফুলের পাপড়ি দলিত করা

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

সঠিক উত্তরঃ i ও ii


ভোরের ঠান্ডা বাতাসে বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে মুক্তিযুদ্ধের গল্প শোনে কিশোর রাশেদ। কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে দাঁড়িয়ে তার কিশোর কল্পনায় ভেসে ওঠে ছাত্র-জনতার বিশাল মিছিল। লাল ফুলের পাপড়ি দলিত করে ওরা এগিয়ে চলে সচিবালয়ের দিকে। তাদের হাতে, ব্যানারে বাংলা বর্ণমালা। রাশেদের চোখে অশ্রু, বুকের ভেতর আনন্দের ফোয়ারা।

উদ্দীপকে শেষ লাইনের সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ?

  • ঝলকিত রক্তের বুদ্বুদ, স্মৃতিগন্ধে ভরপুর
  • শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়
  • এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রুজলে
  • কেউ বা ভীষণ জেদী, দারুণ বিপ্লবে ফেটে পড়া

সঠিক উত্তরঃ এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রুজলে


‘আঠারো বছর বয়স’ কবিতা অনুসারে ‘তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা’ কীসের?

  • অসহায় ও একাকিত্বের
  • ব্যর্থতার গ্লানির
  • অন্যায়-অবিচারের
  • নানামুখী মতবাদের

সঠিক উত্তরঃ অন্যায়-অবিচারের


‘বিদ্রোহী’ কবিতায় কবি কার বুকের ‘ক্রন্দন-শ্বাস’?

  • হুতাশীর
  • উৎপীড়িতের
  • অবমানিতের
  • বিধবার

সঠিক উত্তরঃ বিধবার


‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন দিকটি পাঠকের অন্তর ছুঁয়ে যায়?

  • নাটকীয় উপস্থাপন
  • সংলাপধর্মিতা
  • সুললিত ছন্দ
  • বসন্ত বন্দনা

সঠিক উত্তরঃ সুললিত ছন্দ


‘সোনার তরী’ কবিতায় “যারে খুশি তারে দাও” উক্তিতে প্রকাশ পেয়েছে-

i. মহাকাল অনন্ত ও অসীম
ii. সৃষ্টির মাঝে বাঁচার আকুতি
iii. সৃষ্টির প্রতি গভীর ভালোবাসা

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

সঠিক উত্তরঃ i ও iii


“খোদার জিনিস খোদায় তুইলা লইয়া গেছে” উক্তিটি কার?

  • হাসুনির মায়ের
  • রহিমার
  • মজিদের
  • খালেক ব্যাপারীর

সঠিক উত্তরঃ মজিদের


“ঠাট্টার সম্পর্কটিকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই”- উক্তিটি কার?

  • অনুপম
  • অনুপমের মামা
  • কল্যাণী
  • শম্ভুনাথ বাবুর

সঠিক উত্তরঃ শম্ভুনাথ বাবুর


সহকর্মীদের পরামর্শে নাম-পরিচয়হীন একটি বেসরকারি সংস্থাকে গ্রামের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করার অনুমতি প্রদান করেন নব-নির্বাচিত চেয়ারম্যান আসিফ তালুকদার। কিছুদিন পর নানা-প্রলোভন দেখিয়ে গ্রামবাসীর কাছে কোটি টাকার চাঁদা হাতিয়ে নিয়ে সংস্থাটি চলে যায়। এই ঘটনায় অনুতপ্ত চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করেন।

উদ্দীপকের চেয়ারম্যানের সাথে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সিরাজ চরিত্রের মিল কোথায়?

i. সহকর্মীদের পরামর্শ
ii. সরলতা ও শুভবোধ
iii. স্বেচ্ছায় পদত্যাগ

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

সঠিক উত্তরঃ i ও ii


“ওগো কবি অভিমান করেছ কি তাই” কবির অভিমানের কারণ কী?

  • ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে
  • প্রিয়জন নীরবে চলে গেছে
  • কেউ বসন্তের কথা স্মরণ করে দেয়নি
  • মাঘের সন্ন্যাসী শূন্য হাতে বিদায় নিয়েছে

সঠিক উত্তরঃ ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে


‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবির অনুরাগ ছুঁয়ে গেছে-

  • মুক্তিযুদ্ধকে
  • সাহিত্যকে
  • শিল্পকে
  • সংস্কৃতিকে

সঠিক উত্তরঃ সংস্কৃতিকে


গরিবের মেয়ে পিয়ারী একদিন আশ্রয় খুঁজেছিল ধনীর দুলাল অজেনের মধ্যে। অজেন তার মূল্য দেয়নি। হারিয়ে যাওয়া পিয়ারী একদিন দেখতে পায় করোনা আক্রান্ত অজেন একাকী পড়ে আছে হাসপাতালের বিছানায়। সুখের দিনে চারপাশ ঘিরে থাকত যারা, তারা কেউ কাছে নেই। দিনরাত্ সেবা দিয়ে পিয়ারী অজেনকে সুস্থ করে তোলে। অতীতে অবজ্ঞা ও অবহেলার কথা তার একবারও মনে পড়েনি।

উক্ত সাদৃশ্যের কারণ কী?

i. সমৃদ্ধ হৃদয়বৃত্তি
ii. উভয়ের অসহায়ত্ব
iii. নির্মোহ ঔদার্য

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

সঠিক উত্তরঃ i ও iii


‘রেইনকোট’ গল্পে রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কারণ কী?

  • সামরিক শক্তি
  • ভৌগোলিক অবস্থান
  • মৌসুমি জলবায়ু
  • বন্ধুরাষ্ট্র হিসেবে

সঠিক উত্তরঃ মৌসুমি জলবায়ু

Views: 11 Views

Leave a Reply

Scroll to Top