You are currently viewing HSC ICT MCQ : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস

HSC ICT MCQ : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস

তৃতীয় অধ্যায়: সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস


০১. সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে কী বলে? (জ্ঞান)

  1. সংখ্যা পদ্ধতি
  2. বাইনারি
  3. দশমিক
  4. অক্টাল

০২. প্রাচীন ব্যাবিলনের মানুষ গণনার জন্য কী ব্যবহার করত? (জ্ঞান)

  1. ৪ ধরনের পদ্ধতি
  2. ৩ ধরনের পদ্ধতি
  3. ২ ধরনের পদ্ধতি
  4. ১ ধরনের পদ্ধতি

০৩. কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে? (জ্ঞান)

  1. দশমিক
  2. বাইনারি
  3. অক্টাল
  4. হেক্সাডেসিমেল

০৪. অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক কে? (জ্ঞান)

  1. গটফ্রিজ লিবনিজ
  2. রাজা ৭ম চার্লস
  3. আল খোয়ারিজমিঘে
  4. আল হ্যাজেন

০৫. MSB এর পূর্ণনাম কী? (জ্ঞান)

  1. Most Scientific Bit
  2. Most Significant Byte
  3. Most Significant Bit
  4. Most Sign Bit

০৬. LSB-এর পূর্ণনাম কী? (জ্ঞান)

  1. Latest Significant Bit
  2. Least Significant Bit
  3. Least Sign Byte
  4. Least Scientific Byte

০৭. বাইনারি ডিজিটকে সংক্ষেপে কী বলে? (জ্ঞান)

  1. বিট
  2. বাইট
  3. কিলোবাইট
  4. মেগাবাইট

০৮. ডিজিটাল সার্কিট বোঝানোর জন্য কোন সংখ্যা পদ্ধতিটি উপযোগী? (জ্ঞান)

  1. বাইনারি
  2. দশমিক
  3. হেক্সাডেসিমেল
  4. অকটাল

০৯. কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করে? (জ্ঞান)

  1. বাইনারি
  2. দশমিক
  3. হেক্সাডেসিমেল
  4. অক্টাল

১০. হেক্সাডেসিমেলে 9 এর পরের সংখ্যা কোনটি?

  1. 10
  2. C
  3. B
  4. A

১১. দশমিকে 94 হলে হেক্সাডেসিমেলে কত হবে? (প্রয়োগ)

  1. 6F
  2. 6E
  3. 5E
  4. SE

 ১২. (10011)2 এর 2 এর পরিপূরক কত?

  1. 01101
  2. 01010
  3. 10001
  4. 00110

১৩.  (10111.110)2 (?)16 (প্রয়োগ)

  1. 17.C
  2. 25.D
  3. E.E
  4. FD.C

১৪. দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য কোন কোড ব্যবহৃত হয়? (জ্ঞান)

  1. অকটাল কোড
  2. বিসিডি কোড
  3. অ্যাসকি কোড
  4. ইউনিকোড

১৫. Unicode কত বিটের?

  1. ১৬
  2. ৩২

১৬. বাংলা বর্ণমালা কোন কোডটির অন্তর্ভূক্ত?

  1. BCD
  2. ASCII
  3. UNICODE
  4. EBCDIC

১৭. বাইনারি ডেটাকে একস্থান থেকে অন্যস্থানে সঠিকভাবে প্রেরণের জন্য কোন ধরনের বিট যোগ করা হয়? (জ্ঞান)

  1. ক্যারি বিট
  2. জোন বিট
  3. প্যারিটি বিট
  4. সংখ্যা বিট

১৮. EBCDIC কোড নিচের কোন ধরনের কম্পিউটারে ব্যবহৃত হয়?

  1. ডেফোডিল
  2. আইবিএম
  3. ডেল
  4. এইচপি

১৯. বুলিয়ান অ্যালজেবরার আবিষ্কারক কে?

  1. John Napier
  2. George Boole
  3. Newton
  4. Pascal

২০. বুলিয়ান রাশিমালায় কোন অপারেশন বেশি অগ্রাধিকার পায়? (জ্ঞান)

  1. OR
  2. AND
  3. NOT
  4. NOR

২১. বুলিয়ান নিয়মগুলোকে কী বলে? (জ্ঞান)

  1. অপারেশন
  2. বুলিয়ান স্বতঃসিদ্ধ
  3. অপারেটর
  4. এক্সপ্রেশন

২২.  বুলিয়ান অ্যালজেবরায় A +AB = কত? (প্রয়োগ)

  1. A
  2. B
  3. AB
  4. +

২৩. মৌলিক গেইট হলো- (অনুধাবন)

i. AND

ii. OR

iii. NOR

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

২৪. কোন লজিক গেইটের ইনপুট এবং আউটপুটের সংখ্যা সমান? (জ্ঞান)

  1. AND
  2. OR
  3. NOT
  4. NOR

২৫. কোন লজিক গেটের দুটি ইনপুট একই হলে আউটপুট শূন্য হবে?

  1. OR
  2. X-OR
  3. NOR
  4. X-NOR

২৬. যৌগিক গেইট কোনটি? (জ্ঞান)

  1. AND
  2. OR
  3. NAND
  4. NOT

২৭. নিচের কোনটি মৌলিক লজিক গেইট? (জ্ঞান)

  1. NOR
  2. NAN
  3. OR
  4. X-OR

২৮. Inverter হিসেবে কাজ করে কোনটি?

  1. AND
  2. NAND
  3. NOR
  4. NOT

২৯. NOR গেইটের আউটপুট কোনটির আউটপুটের বিপরীত? (অনুধাবন)

  1. OR
  2. X-OR
  3. AND
  4. X-NOR

৩০. এনকোডারকে কী বলা হয়? (জ্ঞান)

  1. দশমিক থেকে বাইনারি এনকোডার
  2. অকটাল থেকে বাইনারি এনকোডার
  3. হেক্সাডেসিমেল থেকে অকটাল এনকোডার
  4. হেক্সাডেসিমেল এনকোডার

৩১. কোন সার্কিট কম্পিউটারের ভাষাকে ভাষায় পরিণত করে? (জ্ঞান)

  1. এনকোডার
  2. ডিকোডার
  3. কাউন্টার
  4. রেজিস্টার

৩২. অ্যাডার কত প্রকার? (জ্ঞান)

৩৩. Half Adder এর Carry out-এর লজিক ফাংশন কোনটি? (জ্ঞান)

  1. C=AB
  2. C=
  3. C = A+B
  4. C=+

৩৪. কাজের প্রকৃতি অনুসারে রেজিস্টার কত প্রকার ?

  1. 2
  2. 3
  3. 4
  4. 5

৩৫. প্রতি ক্লক পালসে এক বিট ডেটা স্থানান্তরকে কী বলে? (অনুধাবন)

  1. শিফট লেফট স্থানান্তর
  2. শিফট রাইট স্থানান্তর
  3. প্যারালাল স্থানান্তর
  4. সিরিয়াল স্থানান্তর

৩৬. একটি n বিট বাইনারি কাউন্টার কত পর্যন্ত গুণতে পারে? (জ্ঞান)

  1. 0 থেকে n
  2. 0 থেকে 2n-1
  3. 0 থেকে 2n+1
  4. 0 থেকে 2n

৩৭. BCD কাউন্টারের সর্বাধিক স্টেট কতটি? (জ্ঞান)

  1. ৪ টি
  2. ৭ টি
  3. 10 টি
  4. 11 টি

৩৮. টোগল (Toggle) কোনটি? (জ্ঞান)

  1. অবস্থার পরিবর্তন
  2. একই অবস্থায় থাকা
  3. পুনরাবৃত্তি
  4. সার্কিট

৩৯. Resister ব্যবহার করা হয় (অনুধাবন)

i. 0, 1 স্টোর করতে

ii. 0, 1 যোগ করতে

iii. Data Shift করতে

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

৪০. যে সকল গেইট দ্বারা X-NOR গেইট তৈরি করা সম্ভব তা হলো

i. OR গেইট

i. AND গেট

iii. NOT গেইট

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

৪১. NAND গেইট দিয়ে তৈরি করা যায় (অনুধাবন)

i. AND গেইট

ii. NOT গেইট

iii. OR গেইট

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

৪২. ঋণাত্মক সংখ্যার মান জ্ঞাপনের জন্য গঠন হচ্ছে (অনুধাবন)

i. প্রকৃত মান গঠন

ii. ১ এর পরিপূরক গঠন

iii. ২ এর পরিপূরক গঠন

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

৪৩. প্যারিটি বিট হলো- (অনুধাবন)

i. ভগ্নাংশ প্যারিটি

ii. জোড় প্যারিটি

iii. বিজোড় প্যারিটি

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

৪৪. 97 হতে পারে- (অনুধাবন)

i. অক্টাল

ii. হেক্সাডেসিমেল

iii. ডেসিমেল

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

৪৫. পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে প্রয়োজন- (অনুধাবন)

i. সংখ্যাটির মোট অংক

ii. অংকের নিজস্ব মান

iii. অংকের স্থানীয় মান

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং  প্রশ্নের উত্তর দাও ।

শিক্ষক সাবাকে খাতার উপর তার রোল নম্বরটি  লিখতে বললো। কিন্তু সাবার রোল ১০ (দশ) হলেও তার খাতায় সে ১০ এর পরিবর্তে ১২ লিখল এবং বললো এটি একটি সংখ্যা পদ্ধতি।

৪৬. সাবার ব্যবহৃত সংখ্যা পদ্ধতির নাম কী? (উচ্চতর দক্ষতা)

  1. বাইনারি
  2. দশমিক
  3. অক্টাল
  4. হেক্সাডেসিমেল

৪৭. সাবার ব্যবহৃত সংখ্যা পদ্ধতিটির বৈশিষ্ট্য হলো— (অনুধাবন)

i. এ পদ্ধতির অঙ্ক হলো ০ থেকে ৭ পর্যন্ত

ii. এ পদ্ধতির ভিত্তি হলো ৮

iii. এ পদ্ধতির জটিল হিসাব নিকাশে ব্যবহৃত

হয় নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উদ্দীপকের আলোকে ২১৪ ও ২১৫ নং প্রশ্নের উত্তর দাও :

 লজিক গেইট সংক্রান্ত আলোচনা শেষে শিক্ষক বোর্ডে লিখলেন-  + EF + EG

৪৮. উদ্দীপকের সমীকরণটির ফলাফল কত? (প্রয়োগ)

  1. EF
  2. F
  3. E
  4. G

৪৯. উদ্দীপকের সমীকরণের ফলাফলের সাথে H যোগ করে NOT গেইট-এর ভিতর দিয়ে পরিচালিত করা হলে তৈরি হবে  – (প্রয়োগ)

i. যৌগিক গেইট

ii. নর গেইট

iii. সর্বজনীন গেইট

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও ii
Views: 51 Views
❤️ Love (0)
😂 Haha (0)
😢 Sad (0)
😡 Angry (0)

Leave a Reply