HSC জীব বিজ্ঞান – অণুজীব MCQ
চতুর্থ অধ্যায়: অণুজীব
১. নিচের কোন হেপাটাইটিস সবচেয়ে মারাত্মক?
ক) হেপাটাইটিস
খ) হেপাটাইটিস বি
গ) হেপাটাইটিস ডি
ঘ) হেপাটাইটিস ই
সঠিক উত্তরঃ খ) হেপাটাইটিস বি
২. ‘হাড় ভাঙ্গা জ্বর’ নিচের কোন জ্বরের আরেকটি নাম?
ক) ডেঙ্গুজ্বর
খ) ম্যালেরিয়া জ্বর
গ) বাতজ্বর
ঘ) সাধারণ জ্বর
সঠিক উত্তরঃ ক) ডেঙ্গুজ্বর
৩. ব্যাকটেরিওলজির জনক কে?
ক) এরেনবার্গ
খ) রবার্টহুক
গ) লুই পাস্তুর
ঘ) লিউয়েন হুক
সঠিক উত্তরঃ ঘ) লিউয়েন হুক
৪. ব্যাকটেরিয়া শব্দের অর্থ কী?
ক) দন্ড
খ) বিষ
গ) বৃষ্টির ফোটা
ঘ) ক্ষুদ্র প্রাণী
সঠিক উত্তরঃ ক) দন্ড
৫. ব্যাকটেরিয়া সর্বনিম্ন কত তাপমাত্রা পর্যন্ত বাঁচতে পারে?
ক) – ২০০ ডিগ্রী সে.
খ) – ১৭০ ডিগ্রী সে.
গ) – ১২০ ডিগ্রী সে.
ঘ) – ১০০ ডিগ্রী সে.
সঠিক উত্তরঃ খ) – ১৭০ ডিগ্রী সে.
৬. কোন ব্যাকটেরিয়া পাটের আশ ছড়াতে সাহায্য করে?
ক) Lactobacillus
খ) Clostridium
গ) Nitrosonomonas
ঘ) Azotobacter
সঠিক উত্তরঃ খ) Clostridium
৭. Plasmodium vivax এর সুপ্তকাল কত দিন?
ক) ৮-২৫
খ) ১১-১৬
গ) ১২-২৫
ঘ) ১৫-৩০
সঠিক উত্তরঃ গ) ১২-২৫
৮. ম্যালেরিয়া জ্বর সৃষ্টির পর্যায়ে পরজীবীর কোন দশাটি দেখা যায়?
ক) মেরোজয়েট
খ) স্পোরোজয়েট
গ) ক্রিপ্টোমেরোজয়েট
ঘ) ক্রিপ্টোজয়েট
সঠিক উত্তরঃ ক) মেরোজয়েট
৯. ম্যালেরিয়া রোগে আক্রান্ত মানুষের _
i. রক্তশূন্যতা দেখা দেয়
ii. শ্লীহা বড় হয়ে যায়
iii. বারবার পাতলা পায়খানা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তরঃ ক) i ও ii
১০. ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়__
i. তেল অপসারণে
ii. আ্যাসিটোন তৈরিতে
iii. ভিটামিন তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তরঃ ঘ) i, ii ও iii
১১. ডেঙ্গু রোগের লক্ষণ কি?
i. চোখের সাদা অংশ হলুদ হওয়া
ii. চামড়ায় ছোট ছোট লাল ফুসকুড়ি
iii. সমগ্র শরীরে ব্যথা অনুভব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তরঃ খ) i ও iii
১২. ‘ভাইরাস’ শব্দের অর্থ কী?
ক) উপকারি
খ) অপকারি
গ) বিষ
ঘ) সংক্রামক
সঠিক উত্তরঃ গ) বিষ
১৩. আ্যাস্টিবায়োটিক কাদের দেহে কোন রূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে অক্ষম?
ক) ভাইরাস
খ) ব্যাকটেরিয়া
গ) ছত্রাক
ঘ) শৈবাল
সঠিক উত্তরঃ ক) ভাইরাস
১৪. ভাইরাস এর মাথার দ্বিস্তরী প্রোটিন নির্মিত আবরণকে কী বলে?
ক) প্লাজমামেমব্রেন
খ) কলার
গ) জিনোম
ঘ) ক্যাপসিড
সঠিক উত্তরঃ ঘ) ক্যাপসিড
১৫. কোথায় দ্বিসূত্রক RNA দেখা যায়?
ক) ব্যাকটেরিওফাজ
খ) কলিফাজ
গ) রিওভাইরাস
ঘ) ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
সঠিক উত্তরঃ গ) রিওভাইরাস
১৬. রিও ভাইরাসে কোনটি থাকে?
ক) এক সূত্রক DNA
খ) দ্বি সূত্রক DNA
গ) এক সুত্রক RNA
ঘ) দ্বি-সূত্রক RNA
সঠিক উত্তরঃ ঘ) দ্বি-সূত্রক RNA
১৭. কোন ভাইরাসটি পাউরুটি আকৃতির?
ক) T2 ফায
খ) ভ্যাক্সিনিয়া
গ) HIV
ঘ) TMV
সঠিক উত্তরঃ খ) ভ্যাক্সিনিয়া
১৮. সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে কী বলে?
ক) ভিরিয়ন
খ) ক্যাপসোমিয়ার
গ) পেপলোমিয়ার
ঘ) নিউর্লিওক্যাপসিড
সঠিক উত্তরঃ ঘ) নিউর্লিওক্যাপসিড
১৯. মানবদেহে বসন্ত রোগ সৃষ্টি করে কোন ভাইরাস?
ক) ভেরিওলা
খ) রুবিওলা
গ) র্যাবিস
ঘ) H1V1
সঠিক উত্তরঃ ক) ভেরিওলা
২০. টিউলিপ ফুলের পাপড়িতে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে কোন অপুজীব?
ক) ব্যাকটেরিয়া
খ) ভাইরাস
গ) ছত্রাক
ঘ) শৈবাল
সঠিক উত্তরঃ খ) ভাইরাস
২১. কোন বিজ্ঞানী ব্যাকটেরিওফাযের নামকরণ করেন?
ক) F.C. Bawden
খ) A. Mayer
গ) N.W. Pirie
ঘ) d’ Herelle
সঠিক উত্তরঃ ঘ) d’ Herelle
২২. পেপের রিং স্পট রোগের জন্য দায়ী নিচের কোন ভাইরাসটি?
ক) H1N1
খ) T2 ফায
গ) HIV
ঘ) PRSV
সঠিক উত্তরঃ ঘ) PRSV
২৩. কোনটি সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী?
ক) র্যাবিস
খ) ভেরিওলা
গ) রুবিওলা
ঘ) H1N1
সঠিক উত্তরঃ ঘ) H1N1
২৪. নিচের কোনটি PRSV এর প্রাকৃতিক বাহক?
ক) এফিড
খ) মাছি
গ) পিঁপড়া
ঘ) তেলাপোকা
সঠিক উত্তরঃ ক) এফিড