আন্তর্জাতিক চুক্তি ও সনদ

Questions related to the আন্তর্জাতিক চুক্তি ও সনদ category.

1.

কোন চুক্তির মাধ্যমে বসনিয়া যুদ্ধের সমাপ্তি ঘটে?

জেনেভা কনভেনশন
প্যারিস চুক্তি
ডেটন চুক্তি
ভার্সাই চুক্তি
Explanation: ডেটন চুক্তি (Dayton Agreement) হলো একটি শান্তি চুক্তি যা ১৯৯৫ সালে স্বাক্ষরিত হয় এবং এর মাধ্যমে বসনিয়া ও হার্জেগোভিনায় সাড়ে তিন বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটে। এটি বিসিএস পরীক্ষার জন্য একটি বহুল জিজ্ঞাসিত প্রশ্ন।
107
2.

পরিবেশ বিষয়ক 'क्योटो প্রোটোকল' কত সালে স্বাক্ষরিত হয়?

১৯৯২
২০০৫
১৯৯৭
২০১৫
Explanation: क्योटो প্রোটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা গ্রীনহাউস গ্যাস নির্গমন হ্রাসের লক্ষ্যে প্রণীত হয়েছিল। এটি ১৯৯৭ সালে জাপানের কিয়োটো শহরে স্বাক্ষরিত হয়। পরিবেশ বিষয়ক চুক্তিগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ।
107
3.

যুদ্ধাহত ও যুদ্ধবন্দীদের সাথে মানবিক আচরণ নিশ্চিত করার জন্য কোন সনদটি প্রণীত হয়েছে?

মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র
হেগ কনভেনশন
জেনেভা কনভেনশন
রোম সংবিধি
Explanation: জেনেভা কনভেনশন হলো একাধিক আন্তর্জাতিক চুক্তির সমষ্টি যা যুদ্ধকালীন সময়ে মানবিক বিষয়াবলী, বিশেষ করে যুদ্ধাহত সৈনিক, যুদ্ধবন্দী এবং বেসামরিক নাগরিকদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করে।
128
4.

প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে কোন চুক্তির মাধ্যমে?

প্যারিস চুক্তি
লন্ডন চুক্তি
ভার্সাই চুক্তি
বার্লিন চুক্তি
Explanation: ভার্সাই চুক্তি (Treaty of Versailles) প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটায়। এটি ১৯১৯ সালে জার্মানি এবং মিত্রশক্তির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির কঠোর শর্তাবলীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হিসেবে দেখা হয়।
110
5.

জাতিসংঘের 'মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র' কখন গৃহীত হয়?

১৯৪৫
১৯৫২
১৯৪৮
১৯৭১
Explanation: মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র (Universal Declaration of Human Rights) হলো একটি যুগান্তকারী দলিল যা মানুষের মৌলিক অধিকারগুলোকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়। এটি ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়।
145
6.

বাংলাদেশ ও ভারতের মধ্যে 'গঙ্গার পানি বণ্টন চুক্তি' কত সালে স্বাক্ষরিত হয়?

১৯৭২
১৯৯১
১৯৯৬
২০০১
Explanation: বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি ভাগাভাগি নিয়ে ৩০ বছর মেয়াদী এই ঐতিহাসিক চুক্তিটি ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত হয়। এটি বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
108
7.

আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) কোনটির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে?

জেনেভা কনভেনশন
হেগ কনভেনশন
রোম সংবিধি
জাতিসংঘ সনদ
Explanation: আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) রোম সংবিধি (Rome Statute) নামক একটি চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, এবং মানবতার বিরুদ্ধে অপরাধের মতো গুরুতর অপরাধের বিচার করে। এর সদর দপ্তর হেগ-এ অবস্থিত।
110
8.

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২০১৫ সালে গৃহীত যুগান্তকারী চুক্তি কোনটি?

क्योटो প্রোটোকল
রিও ঘোষণা
প্যারিস চুক্তি
কোপেনহেগেন চুক্তি
Explanation: প্যারিস চুক্তি (Paris Agreement) হলো একটি ঐতিহাসিক জলবায়ু চুক্তি যা ২০১৫ সালে গৃহীত হয়। এর মূল লক্ষ্য হলো বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধিকে প্রাক-শিল্প স্তরের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা।
135
9.

পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি কোনটি?

SALT
START
NPT
CTBT
Explanation: NPT বা Non-Proliferation Treaty হলো পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ, পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং নিরস্ত্রীকরণ বিষয়ে একটি বহুপাক্ষিক চুক্তি। এটি ১৯৬৮ সালে স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়।
156
10.

জলাভূমি বা জলাশয় রক্ষার জন্য কোন কনভেনশনটি পরিচিত?

বাসেল কনভেনশন
ভিয়েনা কনভেনশন
রামসার কনভেনশন
স্টকহোম কনভেনশন
Explanation: রামসার কনভেনশন হলো বিশ্বব্যাপী জলাভূমি বা জলাশয় এবং এর জীববৈচিত্র্য রক্ষার একটি আন্তর্জাতিক চুক্তি। ১৯৭১ সালে ইরানের রামসার শহরে এটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের সুন্দরবন একটি রামসার সাইট।
116