মধ্য যুগের বাংলা সাহিত্য - বৈষ্ণব পদাবলী, মঙ্গলকাব্য
1.
বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?
Explanation: বিদ্যাপতি ছিলেন মিথিলার (বর্তমান বিহার) রাজসভার কবি। তিনি মূলত মৈথিলী ভাষায় পদ রচনা করতেন, যা পরবর্তীতে বাংলা সাহিত্যে 'ব্রজবুলি' নামক একটি কৃত্রিম সাহিত্যিক ভাষার জন্ম দেয়।
108
2.
পদ বা পদাবলী বলতে কী বোঝায়?
Explanation: সাধারণত পদ্য বা কবিতায় রচিত দেব-দেবী বিষয়ক স্তুতি বা কাহিনীমূলক রচনাকেই পদ বা পদাবলী বলা হয়। বাংলা সাহিত্যে এটি মূলত রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক গীতিকবিতা হিসেবেই পরিচিত।
294
3.
পদাবলীর প্রথম কবি কে?
Explanation: বিদ্যাপতি ও চণ্ডীদাস উভয়কেই বৈষ্ণব পদাবলীর আদি কবি হিসেবে গণ্য করা হয়। বিদ্যাপতি মৈথিলী ভাষায় এবং চণ্ডীদাস বাংলায় পদ রচনা করে এই ধারাকে সমৃদ্ধ করেন।
89
4.
বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি কে?
Explanation: বিদ্যাপতি ছিলেন মিথিলার (বর্তমান বিহার, ভারত) রাজসভার কবি। তিনি বাঙালি ছিলেন না, কিন্তু তাঁর রচিত মৈথিলী পদাবলী বাংলা বৈষ্ণব সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেছিল, যার ফলে তিনি বাংলা সাহিত্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন।
102
5.
‘চণ্ডীদাস’ ভণিতায় সাধারণত কতজন পদকর্তার সন্ধান পাওয়া যায়?
Explanation: 'চণ্ডীদাস' নামে একাধিক কবির সন্ধান পাওয়ায় বাংলা সাহিত্যে 'চণ্ডীদাস সমস্যা'র উদ্ভব হয়। গবেষকরা সাধারণত তিনজন প্রধান চণ্ডীদাসের কথা বলেন: বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস এবং দীন চণ্ডীদাস।
94
6.
বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
Explanation: চণ্ডীদাসকে বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর প্রথম ও প্রধান কবি হিসেবে বিবেচনা করা হয়। যদিও বিদ্যাপতি (মৈথিলী কবি) পদাবলীর অন্যতম আদি কবি, চণ্ডীদাসই বাংলায় এই ধারার সূচনা করেন।
98
7.
বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি কে?
Explanation: বিদ্যাপতি ছিলেন মিথিলার (বর্তমান বিহার, ভারত) রাজসভার কবি। তিনি বাঙালি ছিলেন না, কিন্তু তাঁর রচিত মৈথিলী পদাবলী বাংলা বৈষ্ণব সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেছিল, যার ফলে তিনি বাংলা সাহিত্যের অংশ হয়ে আছেন।
75
8.
‘মৈথিল কোকিল’ নামে খ্যাত কে?
Explanation: মৈথিলী ভাষায় রচিত তাঁর পদগুলোর সুরমাধুর্য ও কাব্যসৌন্দর্যের জন্য কবি বিদ্যাপতিকে 'মৈথিল কোকিল' বা 'কবি কোকিল' উপাধিতে ভূষিত করা হয়।
86
9.
বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
Explanation: বিদ্যাপতি ছিলেন ভারতের মিথিলা অঞ্চলের (বর্তমান বিহার রাজ্যের অংশ) রাজসভার কবি। তিনি মিথিলার রাজা শিবসিংহের সভাকবি ছিলেন।
117
10.
‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
Explanation: ব্রজবুলি কোনো অঞ্চলের মুখের ভাষা নয়, বরং এটি বাংলা ও মৈথিলী ভাষার সংমিশ্রণে সৃষ্ট একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা। মধ্যযুগে বৈষ্ণব পদকর্তাগণ এই ভাষায় পদ রচনা করতেন।
93