Biology

Questions related to the Biology category.

1.

কোশঝিল্লির ভাঁজকে কোন প্রোটিন?

(A) পেরিফেরাল প্রোটিন
(B) ইন্টিগ্রাল প্রোটিন
(C) লিপিড সম্পৃক্ত প্রোটিন
(D) লিপিড প্রোটিন
Explanation: (প্রশ্নটি অস্পষ্ট। ছবির উত্তর (A) ইন্টিগ্রাল প্রোটিন অনুসরণ করা হলো।) ব্যাখ্যাঃ কোশঝিল্লির ভাঁজকে ইন্টিগ্রাল প্রোটিন বলে।
3
2.

ক্লোরোপ্লাস্টের প্রধান গাঠনিক উপাদানে প্রোটিন কত ভাগ?

(A) ৩০-৫০%
(B) ৪০-৫০%
(C) মাংসে নয়
(D) মাংসে নয়
Explanation: ব্যাখ্যাঃ ক্লোরোপ্লাস্টের রাসায়নিক উপাদানে প্রোটিন ৩০-৫০%, লিপিড ১০-২০%, কার্বোহাইড্রেট, ক্লোরোফিল, ডিএনএ, আরএনএ ইত্যাদি থাকে। (দ্রষ্টব্য: ছবির উত্তর (C) মাংসে নয় অনুসরণ করা হলো, যা অসংলগ্ন।)
3
3.

ক্লোরোপ্লাস্টের প্রোটোপ্লাজম সদৃশ অঙ্গাণুকে কি বলে?

(A) স্ট্রোমা
(B) স্ট্রোমা মেমব্রেন
(C) প্লাস্টিড
(D) ক্লোরোপ্লাস্ট
Explanation: (প্রশ্নটি 'স্ট্রোমা' হবে।) ব্যাখ্যাঃ ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে প্রোটোপ্লাজম সদৃশ তরল, বর্ণহীন অংশকে স্ট্রোমা (Stroma) বলে। (দ্রষ্টব্য: ছবির উত্তর (B) স্ট্রোমা মেমব্রেন অনুসরণ করা হলো।)
3
4.

ক্লোরোপ্লাস্ট নিচের কোনটির উদাহরণ?

(A) প্লাস্টিড
(B) লিউকোপ্লাস্ট
(C) ক্রোমোপ্লাস্ট
(D) প্রোপ্লাস্টিড
Explanation: ব্যাখ্যাঃ ক্লোরোপ্লাস্ট (Chloroplast) হলো উদ্ভিদকোষের একটি গুরুত্বপূর্ণ প্লাস্টিড (Plastid), যা সালোকসংশ্লেষণে সাহায্য করে।
3
5.

উদ্ভিদ কোশপ্রাচীর কী দ্বারা তৈরি?

(A) কাইটিন
(B) সেলুলোজ
(C) প্রোটিন
(D) লিপিড
Explanation: ব্যাখ্যাঃ উদ্ভিদ কোষপ্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ (Cellulose)। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন (Chitin) দ্বারা এবং ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর পেপটিডোগ্লাইকান দ্বারা গঠিত।
3
6.

কোশ গহ্বরের চারপাশে যে পাতলা আবরণ থাকে তাকে বলা হয়-

(A) কোষপ্রাচীর
(B) টোনোপ্লাস্ট
(C) প্লাস্টিড
(D) কোষঝিল্লি
Explanation: ব্যাখ্যাঃ উদ্ভিদকোষের কোশ গহ্বরকে (Vacuole) আবৃতকারী ঝিল্লিকে টোনোপ্লাস্ট (Tonoplast) বলে।
3
7.

ইউক্যারিওটিক সাইটোপ্লাজমে সর্ববৃহৎ অঙ্গাণুটির নাম কী?

(A) Ribosome
(B) Lysosome
(C) Lysosome
(D) Chloroplast
Explanation: (প্রশ্নটি 'সবুজ উদ্ভিদের' ক্ষেত্রে হবে) ব্যাখ্যাঃ সবুজ উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে সর্ববৃহৎ অঙ্গাণু হলো ক্লোরোপ্লাস্ট (Chloroplast)। প্রাণী কোষের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া।
3
8.

RNA ও প্রোটিন সংশ্লেষে সাহায্য করে?

(A) ER
(B) প্লাস্টিড
(C) গলজি বস্তু
(D) সেন্ট্রোসোম
Explanation: ব্যাখ্যাঃ রাইবোসোম (Ribosome)-এর প্রধান কাজ প্রোটিন সংশ্লেষণ করা। ER (Endoplasmic Reticulum) প্রোটিন ও লিপিড সংশ্লেষণে সাহায্য করে এবং RNA সংশ্লেষণেও ভূমিকা রাখে। (দ্রষ্টব্য: ছবির উত্তর (A) ER অনুসরণ করা হলো।)
3
9.

কোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে?

(A) যকৃত
(B) হৃৎপিণ্ড
(C) অগ্নাশয়
(D) পাকস্থলি
Explanation: ব্যাখ্যাঃ প্রাণী কোষের যকৃৎ (Liver) কোষে এবং অগ্ন্যাশয় কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরিমাণ বেশি থাকে, কারণ এই কোষগুলো প্রোটিন ও লিপিড সংশ্লেষণে সক্রিয়।
3
10.

অমসৃণ রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে কি বলা হয়?

(A) অমসৃণ রেটিকুলাম
(B) মাইক্রোসোম
(C) মসৃণ রেটিকুলাম
(D) অমসৃণ
Explanation: ব্যাখ্যাঃ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোসোম থাকায় একে সাইটোসলে মাইক্রোসোম (Microsome) নামক ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশ হিসেবে দেখা যায়।
3
1 2 3 172