ডিএনএ (DNA)-এর ডাবল হেলিক্স গঠন কারা আবিষ্কার করেন?
Explanation:
১৯৫৩ সালে বিজ্ঞানী জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক ডিএনএ অণুর ডাবল হেলিক্স বা দ্বি-সূত্রক কাঠামো আবিষ্কার করেন। এই আবিষ্কারের জন্য তারা পরবর্তীতে নোবেল পুরস্কার পান, যা জীববিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর একটি।