Home - পদ বা পদাবলী বলতে কী বোঝায়? পদ বা পদাবলী বলতে কী বোঝায়?Options: ক পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা খ লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলী গ বাউল বা মরমী গীতি ঘ বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি Explanation: সাধারণত পদ্য বা কবিতায় রচিত দেব-দেবী বিষয়ক স্তুতি বা কাহিনীমূলক রচনাকেই পদ বা পদাবলী বলা হয়। বাংলা সাহিত্যে এটি মূলত রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক গীতিকবিতা হিসেবেই পরিচিত।Also Appears In: মধ্য যুগের বাংলা সাহিত্য - বৈষ্ণব পদাবলী, মঙ্গলকাব্য বৈষ্ণব পদাবলী Related Questions বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি কে? ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়? বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? ‘মৈথিল কোকিল’ নামে খ্যাত কে? বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে যে সাহিত্যিক ভাষার সৃষ্টি হয়েছে, তার নাম কী?
পদ বা পদাবলী বলতে কী বোঝায়?Options: ক পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা খ লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলী গ বাউল বা মরমী গীতি ঘ বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি Explanation: সাধারণত পদ্য বা কবিতায় রচিত দেব-দেবী বিষয়ক স্তুতি বা কাহিনীমূলক রচনাকেই পদ বা পদাবলী বলা হয়। বাংলা সাহিত্যে এটি মূলত রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক গীতিকবিতা হিসেবেই পরিচিত।Also Appears In: মধ্য যুগের বাংলা সাহিত্য - বৈষ্ণব পদাবলী, মঙ্গলকাব্য বৈষ্ণব পদাবলী Related Questions বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি কে? ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়? বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? ‘মৈথিল কোকিল’ নামে খ্যাত কে? বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে যে সাহিত্যিক ভাষার সৃষ্টি হয়েছে, তার নাম কী?