প্রথম কোন অভিযাত্রী তার নৌবহর নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করেন?
Explanation:
পর্তুগিজ অভিযাত্রী ফার্ডিনান্ড ম্যাগেলান প্রথম নৌপথে পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেন। যদিও তিনি ফিলিপাইনে মৃত্যুবরণ করেন, তার নৌবহরের জাহাজ 'ভিক্টোরিয়া' ১৫২২ সালে স্পেনে ফিরে এসে এই ঐতিহাসিক প্রদক্ষিণ সম্পন্ন করে।