প্রথম কোন অভিযাত্রী তার নৌবহর নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করেন?

Options:

স্যার ফ্রান্সিস ড্রেক
জেমস কুক
ফার্ডিনান্ড ম্যাগেলান
ক্রিস্টোফার কলম্বাস

Explanation:

পর্তুগিজ অভিযাত্রী ফার্ডিনান্ড ম্যাগেলান প্রথম নৌপথে পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেন। যদিও তিনি ফিলিপাইনে মৃত্যুবরণ করেন, তার নৌবহরের জাহাজ 'ভিক্টোরিয়া' ১৫২২ সালে স্পেনে ফিরে এসে এই ঐতিহাসিক প্রদক্ষিণ সম্পন্ন করে।
73

Also Appears In: