বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে যে সাহিত্যিক ভাষার সৃষ্টি হয়েছে, তার নাম কী?
Options:
কমাগধী
খঅসমীয়া
গব্রজবুলি
ঘজনপ্রাকৃত
Explanation:
ব্রজবুলি হলো বাংলা ও মৈথিলী ভাষার সংমিশ্রণে সৃষ্ট একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা। মধ্যযুগের বৈষ্ণব কবিরা, বিশেষ করে বিদ্যাপতির অনুকরণে, এই ভাষায় পদ রচনা করতেন।