Home - শিরোনামের প্রধান অংশ কোনটি? শিরোনামের প্রধান অংশ কোনটি?Options: ক ডাক টিকিট খ পোস্ট কোড গ প্রেরকের ঠিকানা ঘ প্রাপকের ঠিকানা Explanation: চিঠির শিরোনাম বা খামের উপরের অংশে প্রাপকের ঠিকানাই হলো মূল অংশ, কারণ এই ঠিকানার উপর ভিত্তি করেই চিঠিটি প্রাপকের কাছে পৌঁছানো হয়। প্রেরকের ঠিকানা থাকলেও প্রাপকের ঠিকানাই মুখ্য।Also Appears In: বাংলা ব্যাকরণ - পত্রলিখন পত্রলিখন Related Questions দরখাস্তের জন্য প্রযোজ্য সম্বোধন কোনটি? ব্যক্তিগত পত্রে মোট কয়টি অংশ থাকে? সম্পাদকের একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে? আত্মীয়স্বজনের উদ্দেশ্যে যে দাওয়াত পত্র তাকে বলে- প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন শব্দটি ব্যবহার করবে?
শিরোনামের প্রধান অংশ কোনটি?Options: ক ডাক টিকিট খ পোস্ট কোড গ প্রেরকের ঠিকানা ঘ প্রাপকের ঠিকানা Explanation: চিঠির শিরোনাম বা খামের উপরের অংশে প্রাপকের ঠিকানাই হলো মূল অংশ, কারণ এই ঠিকানার উপর ভিত্তি করেই চিঠিটি প্রাপকের কাছে পৌঁছানো হয়। প্রেরকের ঠিকানা থাকলেও প্রাপকের ঠিকানাই মুখ্য।Also Appears In: বাংলা ব্যাকরণ - পত্রলিখন পত্রলিখন Related Questions দরখাস্তের জন্য প্রযোজ্য সম্বোধন কোনটি? ব্যক্তিগত পত্রে মোট কয়টি অংশ থাকে? সম্পাদকের একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে? আত্মীয়স্বজনের উদ্দেশ্যে যে দাওয়াত পত্র তাকে বলে- প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন শব্দটি ব্যবহার করবে?