Explanation: 'Idiosyncratic' অর্থ স্বভাবজাত বা স্বকীয়। বাক্যটির অর্থ হলো- চলচ্চিত্রটি পরিচালকের নিজস্ব ঢঙে পরিচালিত হয়েছিল। এখানে শূন্যস্থানে 'idiosyncratic' শব্দটিই সবচেয়ে উপযুক্ত।
30
2.
What should be the right synonym for 'initiative'?
ক apathy
খ indolence
গ enterprise
ঘ activity
Explanation: 'Initiative' শব্দের অর্থ কোনো কাজ শুরু করার উদ্যম বা ক্ষমতা। 'Enterprise' শব্দটিরও একই অর্থ রয়েছে (উদ্যম)। অন্যদিকে 'apathy' এবং 'indolence' শব্দের অর্থ উদাসীনতা বা অলসতা।
38
3.
Which of the following word is a noun?
ক ordain
খ imprimatur
গ pontificate
ঘ ricochet
Explanation: 'Imprimatur' একটি noun, যার অর্থ 'আনুষ্ঠানিক অনুমোদন'। অন্য অপশনগুলো ('ordain', 'pontificate', 'ricochet') verb হিসেবে ব্যবহৃত হয়।
13
4.
Beggar শব্দটি Abstract form হবে-
ক Beggarhood
খ Beggary
গ Beggardship
ঘ Beggarness
Explanation: 'Beggar' (ভিক্ষুক) একটি common noun। এর abstract form হলো 'Beggary' (ভিক্ষাবৃত্তি)।
25
5.
Broad শব্দটির Abstract form হবে-
ক Breadth
খ Broadness
গ Broader
ঘ Broadship
Explanation: 'Broad' (প্রশস্ত) একটি adjective। এর abstract noun হলো 'Breadth' (প্রস্থ)।
19
6.
King শব্দের Abstract form হচ্ছে-
ক Kingship
খ Kinghood
গ King
ঘ কোনোটিই নয়
Explanation: 'King' (রাজা) একটি Common Noun। এর Abstract Form হলো 'Kingship' (রাজত্ব), যা একটি পদ বা অবস্থার নাম।
46
7.
Abstract noun of the word 'Long' is -
ক Length
খ Lengthen
গ Longthier
ঘ Longer
Explanation: 'Long' (লম্বা) একটি Adjective। এর Abstract Noun form হলো 'Length' (দৈর্ঘ্য)।
23
8.
Which one the following is the correct meaning of 'few'?
ক Not many, hardly any
খ Not many, but all there are
গ Some
ঘ Not much
Explanation: 'few' (without 'a') একটি negative অর্থ প্রকাশ করে, যার মানে 'খুবই অল্প সংখ্যক' বা 'নেই বললেই চলে'। 'Not many, hardly any' এই অর্থটিই সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে।
34
9.
Oval is an adjective of:
ক egg
খ eye
গ over
ঘ lip
Explanation: 'Oval' (ডিম্বাকৃতি) শব্দটি দ্বারা কোনো কিছুর আকৃতি বর্ণনা করা হয়, যেমন 'oval eye' (ডিম্বাকৃতি চোখ)।
45
10.
'Village' শব্দটির বিশেষণ রুপ-
ক Villager
খ Pastoral
গ Rural
ঘ Urban
Explanation: 'Village' (গ্রাম) একটি Noun। এর Adjective রূপ হলো 'Rural' (গ্রামীণ), যা গ্রাম সম্পর্কিত অবস্থাকে বোঝায়।