রচনাঃ সংবাদপত্র
যুগের প্রয়োজনেই সংবাদপত্রের আবির্ভাব । কিন্তু যখন সংবাদপত্রের অস্তিত্ব ছিল না তখনও মানুষ খবরের জন্যে উৎকণ্ঠিত হতো। তখনও পথের দুর্গমতাকে তুচ্ছ করে অজানাকে জানার আকাঙ্খা পূরণে পরিব্রাজকেরা বেরিয়ে পড়তেন বিশ্বের একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে। ঘুরে ঘুরে সংগ্রহ করতেন প্রয়োজনীয় নানা তথ্য, নানা সংবাদ।