A letter to friend describing your hobby

A letter to friend describing your hobby

    Nafiza Rahman

Binodpur,Magura

August 23, 2022

My dear Nusrat,

Your letter is just to hand. You have wanted to know about my hobby. Today I am writing to you about my hobby. My hobby is gardening. I am giving you a short description of my garden.

My garden is in front of my reading room. I work in my garden in the morning and evening. I make the soil loose with a spade and weed out the grass. I water the garden regularly and nurse the plant with care. There are many flowers in my garden. Among them the roses, the sunflowers, the marigold and champa are most prominent. My garden is of a source of pleasure to me. I feel happy when the flowers bloom and I can give more attention to my studies.

No more today. Waiting to hear from you, of late. Think you are well by the grace of Allah.

Yours ever,

Nafiza Rahman

বঙ্গানুবাদঃ

তোমার শখের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লিখ

নাফিজা রহমান

বিনোদপুর, মাগুরা

আগস্ট ২৩, ২০২১

প্রিয় নুসরত,

তোমার চিঠি এই মাত্র হাতে পেলাম। তুমি আমার শখ সম্পর্কে জানতে চেয়েছিলে। আজ আমি তোমাকে আমার শখ সম্পর্কে লিখছি। আমার শখ বাগান করা। আমি তোমাকে আমার বাগানের একটি সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি।

আমার বাগানটি আমার পড়ার ঘরের সামনে। আমি সকাল ও সন্ধ্যায় আমার বাগানে কাজ করি। আমি একটি কোদাল দিয়ে মাটি আলগা করি এবং ঘাস ছাড়াই। আমি নিয়মিত বাগানে জল দিই এবং যত্ন সহকারে গাছ গুলোকে পরিচর্যা করি। আমার বাগানে অনেক ফুল আছে। এর মধ্যে গোলাপ, সূর্যমুখী, গাঁদা এবং চম্পা সবচেয়ে বেশি। আমার বাগানটি আমার কাছে আনন্দের উৎস। যখন ফুল ফোটে তখন আমি আনন্দিত বোধ করি এবং আমি আমার পড়াশোনায় আরও মনোযোগ দিতে পারি।

আজ আর নয়। তোমার পত্রের অপেক্ষায় রইলাম। আল্লাহর অনুগ্রহে তুমি ভাল থাকবে বলেই আশা করি।

তোমার সর্বদা,

নাফিজা রহমান

Views: 23 Views
❤️ Love (0)
😂 Haha (0)
😢 Sad (0)
😡 Angry (0)

Leave a Reply