A letter to friend to attend you birthday
Nafiza Rahman
Binodpur, Magura
August 23, 2022
My dear Nusrat,
Take my cordial love. I hope that you all are well by the grace of omnipotent Allah. I am fine with my family. You know the 30th September is my birthday. We are going to celebrate the birthday with my friends. As you are also one of my best friends. So no occasion can be joyful without you. I would like to request you to make a point that you will come by 25th September. I can not but stop here today. Convey my regards to your parents and affection to the younger. No more today. More when we shall meet each other.
Yours truly,
Nafiza Rahman
বঙ্গানুবাদঃ
তোমার জন্মদিনে যোগদানের জন্য বন্ধুকে একটি চিঠি লিখ
নাফিজা রহমান
বিনোদপুর, মাগুরা
আগস্ট ২৩, ২০২২
প্রিয় নুসরত,
আমার আন্তরিক ভালবাসা নিও। আশা করি সর্বশক্তিমান আল্লাহর রহমতে তোমরা সবাই ভাল আছ। আমি আমার পরিবারের সাথে ভালই আছি। তুমি জানো আগামী ৩০শে সেপ্টেম্বর আমার জন্মদিন। আমরা আমার বন্ধুদের সাথে জন্মদিন উদযাপন করতে যাচ্ছি। যেমন তুমিও আমার অন্যতম সেরা বন্ধু। সুতরাং কোনও অনুষ্ঠান তোমাকে ছাড়া পূর্ণ হতে পারে না। আমি তোমাকে একটি অনুরোধ জানাতে চাই যে ২৫ সেপ্টেম্বরের মধ্যে তুমি চলে আসবে। আজ এখানেই থামতে হচ্ছে। তোমার বাবা-মায়ের প্রতি আমার শ্রদ্ধা জানাই এবং কনিষ্ঠের প্রতি স্নেহ। আজ আর নয়। সাক্ষাতে বিস্তারিত কথা হবে।
তোমারই,
নাফিজা রহমান