কোষ বিভাজন MCQ

HSC জীব বিজ্ঞান প্রথম পত্র

দ্বিতীয় অধ্যায়

কোষ বিভাজন MCQ


১. প্রোফেজ পর্যায়ে-

i. ক্রোমোসোমগুলোতে জল-বিয়োজন শুরু হয়

ii. ক্রোমোসোমগুলো মোটা ও খাটো হতে থাকে

iii. ক্রোমোসোমগুলোর রং ধারণ ক্ষমতা হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

(ক) i, ii

(খ) i, iii

(গ) ii, iii

(ঘ) i, ii, iii

সঠিক উত্তরঃ ক) i, ii

২. কোন পর্যায়ে ক্রোমাটিডগুলো সবচেয়ে বেশি মোটা, খাটো ও স্পষ্ট দেখা যায়?

(ক) প্রোফেজ

(খ) টেলোফেজ

(গ) মেটাফেজ

(ঘ) প্রো-মেটাফেজ

সঠিক উত্তরঃ গ) মেটাফেজ

৩. টেলোফেজ পর্যায়ে স্যাট ক্রোমোসোমের গৌণ কুঞ্চনে কোনটির পুনঃআবির্ভাব ঘটে?

(ক) নিউক্লিয়াস

(খ) নিউক্লিয়োলাস

(গ) নিউক্লিয়ার এনভেলপ

(ঘ) নিউক্লিয়োপ্লাজম

সঠিক উত্তরঃ খ) নিউক্লিয়োলাস

৪. বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটি প্রাণিকোষকে কী বলা হয়?

(ক) সিনোসাইটিক

(খ) পলিনিউক্লিয়োটাইড

(গ) প্লাজমোডিয়াম

(ঘ) ক্যারিওকাইন

সঠিক উত্তরঃ গ) প্লাজমোডিয়াম

৫. ক্যারিওকাইনেসিস হল-

(ক) কোষের বিভাজন

(খ) ক্রোমোসোমের বিভাজন

(গ) নিউক্লিয়াসের বিভাজন

(ঘ) সাইটোপ্লাজমের বিভজান

সঠিক উত্তরঃ গ) নিউক্লিয়াসের বিভাজন

৬. কোনটিকে ইকোয়েশনাল বিভাজন বলা হয়?

(ক) মিয়োসিস

(খ) মাইটোসিস

(গ) অ্যামাইটোসিস

(ঘ) কোনটিই নয়

সঠিক উত্তরঃ খ) মাইটোসিস

৭. কে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেছেন?

(ক) শ্লাইখার

(খ) স্ট্রাসবার্জার

(গ) আলেকজান্ডার ফ্লেমিং

(ঘ) ওয়াল্টার ফ্লেমিং

সঠিক উত্তরঃ ঘ) ওয়াল্টার ফ্লেমিং

৮. কোনটিকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়?

(ক) অ্যামাইটোসিস

(খ) মায়োসিস

(গ) মাইটোসিস

(ঘ) কোনটিই নয়

সঠিক উত্তরঃ ক) অ্যামাইটোসিস

৯. কোষ চক্রের কত ভাগ সময় এম. ফেজে ব্যয় হয়?

(ক) ৫-১০ ভাগ

(খ) ১০-২০ ভাগ

(গ) ৩০-৫০ ভাগ

(ঘ) ৯০-৯৫ ভাগ

সঠিক উত্তরঃ ক) ৫-১০ ভাগ

১০. কোনটিকে কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু বলা হয়?

(ক) Necrosis

(খ) Metastasis

(গ) Apoptosis

(ঘ) Carcinogen

সঠিক উত্তরঃ গ) Apoptosis

১১. কায়াজমা তৈরি হয়-

(ক) দুটি সিস্টার ক্রোমাটিডের মধ্যে

(খ) দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে

(গ) সিস্টার ও নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে

(ঘ) উপরের সবগুলো

সঠিক উত্তরঃ খ) দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে

১২. ইন্টারকাইনেসিসে-

i. RNA সংশ্লেষিত হয়

ii. প্রোটিন সংশ্লেষিত হয়

iii. DNA -র প্রতিরূপ সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

(ক) i, ii

(খ) i, iii

(গ) ii, iii

(ঘ) i, ii, iii

সঠিক উত্তরঃ ক) i, ii

১৩. পেঁয়াজ মূলে কতটি ক্রোমোজোম থাকে?

(ক) ৪ টি

(খ) ১৬ টি

(গ) ৩২ টি

(ঘ) ৪৮ টি

সঠিক উত্তরঃ খ) ১৬ টি

১৪. মাইটোসিস বিভাজনে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা হল মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার-

(ক) অর্ধেক

(খ) দ্বিগুণ

(গ) সমান

(ঘ) চারগুণ

সঠিক উত্তরঃ গ) সমান

১৫. একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির দেহে কী পরিমাণ কোষ থাকে?

(ক) ১০০ মিলিয়ন

(খ) ১০০ কোটি

(গ) ১০০ বিলিয়ন

(ঘ) ১০০ ট্রিলিয়ন

সঠিক উত্তরঃ ঘ) ১০০ ট্রিলিয়ন

১৬. কোন অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়?

(ক) প্রোফেজ পর্যায়ে

(খ) মেটাফেজ পর্যায়ে

(গ) ইন্টারফেজ পর্যায়ে

(ঘ) মাইটোটিক পর্যায়ে

সঠিক উত্তরঃ গ) ইন্টারফেজ পর্যায়ে

১৭. কে প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন?

(ক) ওয়াল্টার ফ্লেমিং

(খ) বেনেডিন ও হাউসার

(গ) থমাস হান্ট মর্গান

(ঘ) ফার্মার ও মুর

সঠিক উত্তরঃ গ) থমাস হান্ট মর্গান

১৮. কোন এনজাইমের প্রভাবে ক্রসিংওভারে দুটি নন-সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙ্গে যায়?

(ক) লাইগেজ

(খ) হেলিকেজ

(গ) কাইনেজ

(ঘ) এন্ডোনিউক্লিয়েজ

সঠিক উত্তরঃ ঘ) এন্ডোনিউক্লিয়েজ

১৯. ক্রসিংওভার ব্যবহৃত হয়-

i. জেনেটিক ম্যাপ তৈরিতে

ii. ক্রোমোসোমে জিনের অবস্থান নির্ণয়ে

iii. প্রজননবিদ্যায়

নিচের কোনটি সঠিক?

(ক) i, ii

(খ) i, iii

(গ) ii, iii

(ঘ) i, ii, iii

সঠিক উত্তরঃ ঘ) i, ii, iii

২০. নিচের কোনটি মায়োসিসের গুরুত্ব নয়?

(ক) জনুক্রম

(খ) বৈচিত্র্য সৃষ্টি

(গ) পুনরুৎপাদন

(ঘ) অভিব্যক্তি

সঠিক উত্তরঃ গ) পুনরুৎপাদন

২১. নিচের কোনটি মাইটোসিসের গুরুত্ব নয়?

(ক) নির্দিষ্ট আকার-আয়তন রক্ষা

(খ) ক্রোমোসোম সংখ্যা ধ্রুব রাখা

(গ) ক্রোমোসোমের সমতা রক্ষা

(ঘ) গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা

সঠিক উত্তরঃ খ) ক্রোমোসোম সংখ্যা ধ্রুব রাখা

২২. অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়-

i. নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয়

ii. নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একত্রে বিভাজিত হয়

iii. এককোষী জীবেরা বংশবিস্তার ঘটায়

নিচের কোনটি সঠিক?

(ক) i, ii

(খ) i, iii

(গ) ii, iii

(ঘ) i, ii, iii

সঠিক উত্তরঃ ঘ) i, ii, iii

২৩. দুটি হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে কী বলা হয়?

(ক) টেট্রাড

(খ) কায়াজমা

(গ) বাইভেলেন্ট

(ঘ) সিন্যাপসিস

সঠিক উত্তরঃ ঘ) সিন্যাপসিস

২৪. মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের ১ম ও ২য় বিভক্তির মধ্যবর্তী সময়কে কী বলে?

(ক) ইন্টারফেজ

(খ) ইন্টারকাইনেসিস

(গ) সাইটোকাইনেসিস-২

(ঘ) মায়োসিস-২

সঠিক উত্তরঃ খ) ইন্টারকাইনেসিস

২৫. একটি মাত্র কায়াজমা থাকলে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়?

(ক) ৯০ ডিগ্রী

(খ) ১৮০ ডিগ্রী

(গ) ৩৬০ ডিগ্রী

(ঘ) ৪৫ ডিগ্রী

সঠিক উত্তরঃ খ) ১৮০ ডিগ্রী

২৬. কোন উপ-পর্যায়ে বাইভ্যালেন্ট তৈরি হয়?

(ক) প্যাকাইটিন

(খ) লেপ্টোটিন

(গ) ডায়াকাইনেসিস

(ঘ) জাইগোটিন

সঠিক উত্তরঃ ঘ) জাইগোটিন

২৭. কোন এনজাইমের প্রভাবে ক্রোমাটিডের একটি অংশের সাথে অপরটির অন্য অংশ পুনরায় জোড়া লেগে কায়াজমা তৈরি হয়?

(ক) লাইগেজ

(খ) হেলিকেজ

(গ) এন্ডোনিউক্লিয়েজ

(ঘ) ট্রান্সক্রিপ্টেজ

সঠিক উত্তরঃ ক) লাইগেজ

২৮. মায়োসিস কোষ বিভাজনে ডিএনএ রেপ্লিকেশন কোন দশায় ঘটে?

(ক) ইন্টারফেজ

(খ) প্রোফেজ

(গ) মেটাফেজ

(ঘ) টেলোফেজ

সঠিক উত্তরঃ খ) প্রোফেজ

২৯. মায়োসিস কোষ বিভাজনে-

i. নিউক্লিয়াস একবার বিভক্ত হয়

ii. নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয়

iii. ক্রোমোসোম একবার বিভক্ত হয়

নিচের কোনটি সঠিক?

(ক) i, ii

(খ) i, iii

(গ) ii, iii

(ঘ) i, ii, iii

সঠিক উত্তরঃ গ) ii, iii

৩০. নিচের কোনটি কোষ চক্রের ধাপ নয়?

(ক) এম. ফেজ

(খ) মাইটোসিস

(গ) ইন্টারকাইনেসিস

(ঘ) ইন্টারফেজ

সঠিক উত্তরঃ গ) ইন্টারকাইনেসিস

৩১. নিচের কোন দশায় কোষ চক্রের ৩০-৪০% সময় ব্যয় হয়?

(ক) G1 দশা

(খ) M দশা

(গ) S দশা

(ঘ) G2 দশা

সঠিক উত্তরঃ ক) G1 দশা

৩২. মেটাফেজ পর্যায়ের সমস্ত ক্রোমোসোম স্পিন্ডল যন্ত্রের কোথায় অবস্থান করে?

(ক) দুই মেরুতে

(খ) মেরু ও বিষুবীয় অঞ্চলের মাঝে

(গ) বিষুবীয় অঞ্চলে

(ঘ) যে কোন এক মেরুতে

সঠিক উত্তরঃ গ) বিষুবীয় অঞ্চলে

৩৩. Chlamydomonas এ কোন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে?

(ক) অ্যামাইটোসিস

(খ) মাইটোসিস

(গ) মায়োসিস

(ঘ) কোনটিই নয়

সঠিক উত্তরঃ (খ) মাইটোসিস

৩৪. ওয়াল্টার ফ্লেমিং কোন কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন?

(ক) অর্কিড কোষে

(খ) স্যালামান্ডার কোষে

(গ) ভুট্টা কোষে

(ঘ) যকৃত কোষে

সঠিক উত্তরঃ খ) স্যালামান্ডার কোষে

৩৫. জীব জগতে কয় প্রকার কোষ বিভাজন দেখা যায়?

(ক) ২ প্রকার

(খ) ৩ প্রকার

(গ) ৪ প্রকার

(ঘ) ৫ প্রকার

সঠিক উত্তরঃ খ) ৩ প্রকার

৩৬. ব্যাকটেরিয়ার দ্বি-ভাজন প্রক্রিয়াটি কোন ধরনের কোষ বিভাজনের প্রায় সমার্থক?

(ক) মাইটোসিস

(খ) মায়োসিস

(গ) অ্যামাইটোসিস

(ঘ) কোনটিই নয়

সঠিক উত্তরঃ গ) অ্যামাইটোসিস

৩৭. মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়-

i. নিউক্লিয়াস একবার বিভক্ত হয়

ii. ক্রোমোসোম একবার বিভক্ত হয়

iii. চারটি অপত্য কোষ উৎপন্ন হয়

নিচের কোনটি সঠিক?

(ক) i, ii

(খ) i, iii

(গ) ii, iii

(ঘ) i, ii, iii

সঠিক উত্তরঃ ক) i, ii

৩৮. কে প্রথম ক্যারিওকাইনেসিস দেখতে পান?

(ক) শিম্পার

(খ) ফার্মার ও মুর

(গ) শ্লাইখার

(ঘ) বেনেডিন

সঠিক উত্তরঃ গ) শ্লাইখার

৩৯. মূলের বর্ধিষ্ণু শীর্ষে কোন ধরনের কোষ বিভাজন হয়ে থাকে?

(ক) অ্যামাইটোসিস

(খ) মাইটোসিস

(গ) মায়োসিস

(ঘ) উপরের সবগুলো

সঠিক উত্তরঃ খ) মাইটোসিস

৪০. কারা কোষচক্রের প্রস্তাব করেছিলেন?

(ক) সিঙ্গার ও নিকলসন

(খ) বেনেডিন ও হাউসার

(গ) ফার্মার ও মুর

(ঘ) হাওয়ার্ড ও পেল্ক

সঠিক উত্তরঃ ঘ) হাওয়ার্ড ও পেল্ক

৪১. লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি কোনটি তৈরি করে?

(ক) গ্লাইকোপ্রোটিন

(খ) এরিথ্রোপ্রোটিন

(গ) লিপো-প্রোটিন

(ঘ) নিউক্লিয়োপ্রোটিন

সঠিক উত্তরঃ খ) এরিথ্রোপ্রোটিন

৪২. G2 দশা থেকে মাইটোসিসে প্রবেশ করতে হলে কোন প্রোটিনের প্রয়োজন?

(ক) সাইক্লিন

(খ) Cdk

(গ) MPF

(ঘ) গ্রোথ ফ্যাক্টর

সঠিক উত্তরঃ গ) MPF

৪৩. যে কোষটি আর বিভাজিত হবে না, তা কোন উপ-পর্যায়ে আমৃত্যু আবদ্ধ হয়ে থাকে?

(ক) G1 দশা

(খ) G2 দশা

(গ) S দশা

(ঘ) M দশা

সঠিক উত্তরঃ ক) G1 দশা

৪৪. স্তন্যপায়ীদের কোষ চক্রে মাইটোটিক দশা কতক্ষণ স্থায়ী হয়?

(ক) ৩০-৪০ মিনিট

(খ) ১-১.৫ ঘন্টা

(গ) ২-২.৫ ঘন্টা

(ঘ) ৩-৪ ঘন্টা

সঠিক উত্তরঃ খ) ১-১.৫ ঘন্টা

৪৫. প্রোফেজ পর্যায়ে কোনটির জন্য ক্রোমোসোমের সংকোচন শুরু হয়?

(ক) ফটোলাইসিস

(খ) ডিকার্বক্সিলেশন

(গ) ফসফোরাইলেশন

(ঘ) হাইড্রোলাইসিস

সঠিক উত্তরঃ গ) ফসফোরাইলেশন

৪৬. মাইটোসিসের কোন পর্যায়ে মেটাকাইনেসিস হয়?

(ক) প্রো-মেটাফেজ

(খ) অ্যানাফেজ

(গ) টেলোফেজ

(ঘ) মেটাফেজ

সঠিক উত্তরঃ ঘ) মেটাফেজ

৪৭. টেলোফেজ পর্যায়ে-

i. ক্রোমোসোমে হাইড্রেশন ঘটে

ii. ক্রোমোসোম সরু ও লম্বা হতে থাকে

iii. স্পিন্ডল ফাইবারের আবির্ভাব হয়

নিচের কোনটি সঠিক?

(ক) i, ii

(খ) i, iii

(গ) ii, iii

(ঘ) i, ii, iii

সঠিক উত্তরঃ ক) i, ii

৪৮. কোষপ্লেট তৈরির জন্য ফ্র্যাগমোপ্লাস্ট কোথায় থেকে আসে?

(ক) লাইসোসোম

(খ) গলজি বস্তু

(গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

(ঘ) মাইক্রোটিউবিউল

সঠিক উত্তরঃ গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

৪৯. কোষচক্র বিনষ্টকারী জিনকে কী বলা হয়?

(ক) Mutagene

(খ) Carcinogene

(গ) Oncogene

(ঘ) Necrogene

সঠিক উত্তরঃ গ) Oncogene

৫০. দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়াকে কী বলা হয়?

(ক) Apoptosis

(খ) Metastasis

(গ) Necrosis

(ঘ) Cyanosis

সঠিক উত্তরঃ খ) Metastasis

৫১. কোষচক্র নিয়ন্ত্রণকারী প্রোটিন হচ্ছে-

i. সাইক্লিন

ii. হেলিকেজ

iii. প্রোটিন কাইনেজ

নিচের কোনটি সঠিক?

(ক) i, ii

(খ) i, iii

(গ) ii, iii

(ঘ) i, ii, iii

সঠিক উত্তরঃ খ) i, iii

৫২. মাইটোসিসরত কোষ ও মোট কোষের সংখ্যার অনুপাত হল-

(ক) মায়োকার্ডিয়াল ইনডেক্স

(খ) ম্যানুয়াল ইনডেক্স

(গ) মায়োটিক ইনডেক্স

(ঘ) মাইটোটিক ইনডেক্স

সঠিক উত্তরঃ ঘ) মাইটোটিক ইনডেক্স

৫৩. নিচের কোনটিতে অ্যমাইটোসিস কোষ বিভাজন হয় না?

(ক) ব্যাকটেরিয়া

(খ) ঈস্ট

(গ) ক্যাম্বিয়াম

(ঘ) প্রোটোজোয়া

সঠিক উত্তরঃ গ) ক্যাম্বিয়াম

৫৪. গ্রিক Meious শব্দের অর্থ কী?

(ক) হ্রাস করা

(খ) বৃদ্ধি করা

(গ) সমান করা

(ঘ) কোনটিই নয়

সঠিক উত্তরঃ ক) হ্রাস করা

৫৫. কে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন?

(ক) বেনেডিন

(খ) বোভেরী

(গ) ফার্মার ও মুর

(ঘ) স্ট্রাসবুর্গার

সঠিক উত্তরঃ ঘ) স্ট্রাসবুর্গার

৫৬. নিম্ন শ্রেণির হ্যাপ্লয়েড জীবে কখন মায়োসিস হয়?

(ক) নিষেকের পূর্বে

(খ) নিষেকের সময়

(গ) নিষেকের পর জাইগোটে

(ঘ) গ্যামিট সৃষ্টির সময়

সঠিক উত্তরঃ গ) নিষেকের পর জাইগোটে

৫৭. গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা কোন বিভাজনের গুরুত্ব?

(ক) মায়োসিস

(খ) মাইটোসিস

(গ) অ্যামাইটোসিস

(ঘ) দ্বি-ভাজন

সঠিক উত্তরঃ খ) মাইটোসিস

৫৮. মানুষের শুক্রাশয়ে মায়োটিক প্রোফেজ-এ কত সময় লাগে?

(ক) এক সপ্তাহ

(খ) দুই সপ্তাহ

(গ) এক মাস

(ঘ) দেড় মাস

সঠিক উত্তরঃ ক) এক সপ্তাহ

৫৯. ডিপ্লোটিন উপ-পর্যায়ে-

i. বাইভেলেন্টের ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শুরু হয়

ii. দুটি কায়াজমার মধ্যে লুপের সৃষ্টি হয়

iii. কায়জমার প্রান্তীয়করণ ঘটে

নিচের কোনটি সঠিক?

(ক) i, ii

(খ) i, iii

(গ) ii, iii

(ঘ) i, ii, iii

সঠিক উত্তরঃ ঘ) i, ii, iii

৬০. কোন উপ-পর্যায়ে প্রাণিকোষের ক্রোমোসোম গুলোতে পোলারাইজড বিন্যাস ঘটে?

(ক) জাইগোটিন

(খ) ডায়াকাইনেসিস

(গ) লেপ্টোটিন

(ঘ) প্যাকাইটিন

সঠিক উত্তরঃ গ) লেপ্টোটিন

৬১. বাইভেলেন্টের সংখ্যা হল কোষের ক্রোমোসোম সংখ্যার-

(ক) সমান

(খ) অর্ধেক

(গ) দ্বিগুণ

(ঘ) চারগুণ

সঠিক উত্তরঃ খ) অর্ধেক

৬২.  ইন্টারফেজ দশায়-

i. কোষ বিভাজনের প্রস্তুতি সম্পন্ন হয়

ii. কোষীয় সংগঠনের বৃদ্ধি ঘটে

iii. বংশগতীয় বস্তু ক্রোমোসোম হিসেবে থাকে

নিচের কোনটি সঠিক?

(ক) i, ii

(খ) i, iii

(গ) ii, iii

(ঘ) i, ii, iii

সঠিক উত্তরঃ ক) i, ii

৬৩. মায়োসিস কোষ বিভাজন দ্বারা কোন সূত্রের ব্যাখ্যা দেওয়া সম্ভব?

(ক) নিউটনের সূত্র

(খ) ডারউইনের সূত্র

(গ) কুলম্বের সূত্র

(ঘ) মেন্ডেলের সূত্র

সঠিক উত্তরঃ ঘ) মেন্ডেলের সূত্র

৬৪. ইন্টারফেজের উপ-পর্যায় হল-

i. G1 দশা

ii. G2 দশা

iii. S দশা

নিচের কোনটি সঠিক?

(ক) i, ii

(খ) i, iii

(গ) ii, iii

(ঘ) i, ii, iii

সঠিক উত্তরঃ ঘ) i, ii, iii

৬৫. মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোসোমীয় নৃত্য দেখা যায়?

(ক) মেটাফেজ

(খ) প্রোফেজ

(গ) প্রো-মেটাফেজ

(ঘ) অ্যানাফেজ

সঠিক উত্তরঃ গ) প্রো-মেটাফেজ

৬৬. নিচের কোনটি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল?

(ক) জননকোষ

(খ) স্যালামান্ডার

(গ) ডাবের পানি

(ঘ) ভুট্টা

সঠিক উত্তরঃ গ) ডাবের পানি

৬৭. মাইটোসিসের গুরুত্ব হল-

i. জননাঙ্গ সৃষ্টি হয়

ii. জননকোষ সৃষ্টি হয়

iii. জননকোষের সংখ্যা বৃদ্ধি হয়

নিচের কোনটি সঠিক?

(ক) i, ii

(খ) i, iii

(গ) ii, iii

(ঘ) i, ii, iii

সঠিক উত্তরঃ খ) i, iii

৬৮. মায়োসিসের কোন উপ-পর্যায়ে ক্রসিং ওভার ঘটে?

(ক) ডিপ্লোটিন

(খ) জাইগোটিন

(গ) প্যাকাইটিন

(ঘ) লেপ্টোটিন

সঠিক উত্তরঃ গ) প্যাকাইটিন

৬৯. “কোষ থেকেই কেবল কোষ সৃষ্টি হতে পারে”- কথাটি কে বলেছেন?

(ক) থমাস হান্ট মর্গান

(খ) রুডলফ ভিরশাও

(গ) বেনেডিন ও হাউসার

(ঘ) ফার্মার ও মুর

সঠিক উত্তরঃ খ) রুডলফ ভিরশাও

৭০. কায়াজমার আকৃতি ইংরেজি কোন বর্ণের মত হয়?

(ক) V

(খ) M

(গ) W

(ঘ) X

সঠিক উত্তরঃ ঘ) X

৭১. কোন উপ-পর্যায়ে বাইভ্যালেন্ট তৈরি হয়?

(ক) জাইগোটিন

(খ) ডিপ্লোটিন

(গ) প্যাকাইটিন

(ঘ) লেপ্টোটিন

সঠিক উত্তরঃ ক) জাইগোটিন

৭২. প্রতি বাইভেলেন্টে-

i. দুইটি সেন্ট্রোমিয়ার থাকে

ii. দুইটি ক্রোমাটিড থাকে

iii. চারটি ক্রোমাটিড থাকে

নিচের কোনটি সঠিক?

(ক) i, ii

(খ) i, iii

(গ) ii, iii

(ঘ) i, ii, iii

সঠিক উত্তরঃ খ) i, iii

৭৩. মায়োসিসের মেটাফেজ-১ পর্যায়ে-

i. সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়

ii. ক্রোমোসোমের মধ্যে লুপ তৈরি হয়

iii. ক্রোমোসোম আরো মোটা ও খাটো হয়

নিচের কোনটি সঠিক?

(ক) i, ii

(খ) i, iii

(গ) ii, iii

(ঘ) i, ii, iii

সঠিক উত্তরঃ গ) ii, iii

৭৪. কোন প্রোটিনটি কোষকে বিভাজন হতে বিরত রাখতে ভূমিকা রাখে?

(ক) Cdk

(খ) P53

(গ) Mpf

(ঘ) সাইক্লিন

সঠিক উত্তরঃ খ) P53

৭৫. গ্রিক zygos শব্দের অর্থ কী?

(ক) জোড়া

(খ) সুতা

(গ) চিকন

(ঘ) সমাবেশ

সঠিক উত্তরঃ ক) জোড়া

৭৬. মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটি?

(ক) অ্যানাফেজ

(খ) প্রোফেজ

(গ) টেলোফেজ

(ঘ) মেটাফেজ

সঠিক উত্তরঃ খ) প্রোফেজ

৭৭. অপত্য ক্রোমোসোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে কোন পর্যায়ের সমাপ্তি ঘটে?

(ক) মধ্যপর্যায়

(খ) অন্তঃপর্যায়

(গ) গতিপর্যায়

(ঘ) আদ্যপর্যায়

সঠিক উত্তরঃ গ) গতিপর্যায়

৭৮. জননাঙ্গের গঠন কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়?

(ক) মাইটোসিস

(খ) মিয়োসিস

(গ) অ্যামাইটোসিস

(ঘ) সিনোসাইটিক

সঠিক উত্তরঃ ক) মাইটোসিস

৭৯. কে সর্বপ্রথম গোলকৃমির জননাঙ্গে মায়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন?

(ক) ফার্মার ও মুর

(খ) বোভেরী

(গ) বেনেডিন ও হাউসার

(ঘ) স্ট্রাসবুর্গার

সঠিক উত্তরঃ খ) বোভেরী

৮০. মায়োসিস-২ কে বলা হয়-

i. হ্রাসমূলক বিভাজন

ii. রিডাকশনাল বিভাজন

iii. সমীকরণিক বিভাজন

নিচের কোনটি সঠিক?

(ক) ii

(খ) iii

(গ) i, ii

(ঘ) ii, iii

সঠিক উত্তরঃ খ) iii

আরও কয়েকটি গুরুত্বপুর্ণ MCQ:

❤️ 0
😂 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top