অনুচ্ছেদঃ আমার প্রিয় শখ

অনুচ্ছেদ লিখন

আমার প্রিয় শখ


শখ হচ্ছে প্রিয় কাজ যা মানুষ আনন্দের জন্য করে। এটা তার স্বাভাবিক কাজকর্ম নয়। প্রত্যেকের নিজস্ব কিছু শখ থাকে। আমারও কিছু শখ আছে। শখগুলাের মধ্যে একটা আমার প্রিয়, আর সেটা হচ্ছে বাগান করা। আমি এটা এই জন্য করি যে, যদি আমি এখানে কাজ করি, তাতে আমার ব্যায়াম হয়। এতে আমার অক্সিজেনপ্রাপ্তি ঘটে এবং কার্বন ডাই-অক্সাইডের নিষ্কাশন ঘটে। আর আমরা অক্সিজেন গ্রহণ করি ও কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করি। এতে আমাদের পরিবেশের ভারসাম্য সংরক্ষিত হয়।

আমি আমার অবসর সময় বাগানে কাটাই। আমি দিনে দুইবার বাগানে যাই এবং চারাগুলাের যত্ন নিই। দরকার হলে, চারাগুলােতে পানি দিই। আমি এটাকে স্বাভাবিক হিসেবে নিই। আমার শখে কিছু সুবিধা রয়েছে। বাগান থেকে বিভিন্ন রকমের ফুল ও ফল পাই। এতে আমাদের পরিবেশ প্রাণবন্ত হয়। আমার এলাকার অনেক লােক আমার বাগান দ্বারা প্রভাবান্বিত হয়েছেন। তারা অনেকে বাগান করেছেন। এটা নিশ্চিত যে, এতে সময় কম লাগে। আমি আমার শখের জন্য কেবল আমার অবসরের সময় দেই। আমি জোরেসােরে আমার পড়াশুনার কাজ চালিয়ে যাই। কাজেই কেউ যদি বাগান করাকে শখ হিসেবে নিতে চায়, তাহলে আমি বলব কোনােকিছুর ক্ষতি না করেও তা করা যায়।

Views: 2 Views
❤️ Love (0)
😂 Haha (0)
😢 Sad (0)
😡 Angry (0)

Leave a Reply