বাংলা ২য় পত্র
<h2>অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও, আমি বলতে চাই নে</h2>
অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও, আমি বলতে চাই নে। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো। অপরকে একটুখানি সুখ দাও। অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বলো। পথের অসহায় মানুষটির দিকে একটা করুণ কটাক্ষ নিক্ষেপ করো। তাহলেই অনেক হবে। চরিত্রবান, মনুষ্যত্বসম্পন্ন মানুষ নিজের চেয়ে পরের অভাবে বেশি অধীর হন, পরের দুঃখকে ঢেকে রাখতে গৌরববোধ করেন।
সারাংশ:
অন্যের জন্য প্রাণ উৎসর্গ করা নিপ্রয়ােজন বরং অন্যের প্রতি মধুর ব্যবহার ও তার ছােটখাটো ব্যথা দূর করেই তাকে সন্তুষ্ট করা যায়। পরােপকারী ব্যক্তি অন্যের ব্যথায় ব্যথিত হন এবং সেই ব্যথাকে মােচন করে অধিক আনন্দ পান।
সারাংশ-২
মানুষের জন্য অনেক বড় কিছু করতে না পারলেও ছোট ছোট কাজের দ্বারাও আমরা মানুষের উপকারে আসতে পারি। সাধ্য মতো সহায়তা দিয়ে অন্যের মনে আশার সঞ্চার করতে পারি। মানবিক আচারন দিয়ে অসহায় মানুষকে সান্তনা দিতে পারি। এভাবেই মহৎ মানুষ তাদের মহত্বের পরিচয় দেয়।
What’s your Reaction?
+1
5
+1
10
+1
4
+1
5
+1
7
+1
6