|

আমি কিংবদন্তির কথা বলছি – MCQ

proshna featured

4 min read

Advertisements

Table of Contents

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি ভালো আছো। আজ আমরা একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্র বইয়ের আবু জাফর ওবায়দুল্লাহ রচিত আমি কিংবদন্তির কথা বলছি এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ MCQ বা নৈব্যত্তিক প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করবো। চলো শুরু করা যাক…

একাডেমিক প্রশ্ন

HSC বাংলা ১ম পত্র

আমি কিংবদন্তির কথা বলছি – MCQ

আবু জাফর ওবায়দুল্লাহ


আবু জাফর ওবায়দুল্লাহর কবিতার মুল বিষয় কোনটি?

ক) স্বদেশপ্রেম
খ) প্রকৃতিপ্রেম
গ) রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ
ঘ) গণঅভ্যুত্থান

কবির পূর্বপুরুষ কী ছিলেন?

ক) ক্রীতদাস
খ) দিনমজুর
গ) কারাবন্দি
ঘ) রাজনীতিবিদ

‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবির পূর্বপুরুষ কীসের কথা বলতেন?

ক) রক্তজবা
খ) শস্যদানা
গ) পলিমাটি
ঘ) অতিক্রান্ত পাহাড়ের কথা

যে কর্ষণ করে তাকে কী বলা হয়? (জ্ঞান)

ক) কামার
খ) কুমার
গ) কৃষক
ঘ) রাখাল

কবি যখন বলেন “কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা” তখন কী হয়?

ক) বাঙালির শাশ্বত প্রতিবাদী সত্তা প্রকাশিত হয়
খ) বাঙালির সুদীর্ঘকালের শোষণের ইতিহাসক প্রকাশিত হয়
গ) ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়াতীতের দ্যোতনাই সঞ্চারিত হয়
ঘ) বাঙালির হাজার বছরের ইতিহাস প্রকাশিত হয়

‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি যে পুত্রগণের কথা বলেছেন তারা কেমন?

ক) দীর্ঘদেহী
খ) খর্বদেহী
গ) স্থূলদেহী
ঘ) সূক্ষ্মদেহী

যে কবিতা শুনতে পারে না সে ভালোবেসে কোথায় যেতে পারে না?

ক) যুদ্ধে
খ) গ্রামে

গ) আন্দোলনে
ঘ) বিদেশে

‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’_ উদ্দীপকের চরণটিতে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন দিকটি উপস্থিত?

ক) এতিহ্যের কথা
খ) ইতিহাসের কথা
গ) সংগ্রামী চেতনার কথা
ঘ) ভবিষ্যতের কথা

লোকপরম্পরায় শ্রুত ও কথিত বিষয় যা একটি জাতির এতিহ্যের পরিচয়বাহী তাকে কী বলে?

ক) কিংবদন্তি
খ) লোককথা
গ) খনার বচন
ঘ) বাগধারা

‘পিঠে রক্তজবার মতো ক্ষত’ পংক্তি দ্বারা তুলে ধর হয়েছে মানুষের প্রতি অত্যাচারের —

i. ইতিহাস
ii. কল্পকথা
iii. অতীত কথা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

‘পলিমাটির সৌরভ’ মনে করিয়ে দেয়-

i. নদীর কথা
ii. সমৃদ্ধির কথা
iii. বিশ্বাসের কথা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:

যেখানেই থাকি, হৃদয়ে বাংলাদেশ।

উদ্দীপকটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কবির কোন মনোভাবকে উপস্থাপন করে?

ক) শেকড় সন্ধানী মনোভাব
খ) দেশদরদি মনোভাব
গ) প্রকৃতিচেতনার মনোভাব
ঘ) স্বাধীনতার মনোভাব

উক্ত মনোভাবের স্বপক্ষের পংক্তি কোনটি?

ক) তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল
খ) আমি আমার পূর্বপুরুষের কথ বলছি
গ) তিনি কবি এবং কবিতার কথা বলতেন
ঘ) আমি একটি উজ্জল জানালার কথা বলছি

নিচের অধ্যায় গুলোও বেশ গুরুত্বপূর্ণঃ

0
0
0
0
0

Download Post

Similar Posts

  • |

    আঠারো বছর বয়সঃ HSC বাংলা ১ম পত্র

    3 min read Table of Contents আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? ‘আঠারো বছর বয়স’ কবিতাটি জীবনের কোন সময়কে নির্দেশ করে? আঠারো বছর বয়সে অহরহ কী উঁকি দেয়? ‘আঠারো বছর বয়স কী দুঃসহ’__ কেন? ‘আমি মানি নাকো কোনো আইন’_ এরুপ তারুণ্যের জয়গান পাই কোন কবিতায়? সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?…

  • |

    HSC জীব বিজ্ঞান (১ম পত্র) – উদ্ভিদ শারীরতত্ত্ব MCQ

    5 min read Table of Contents নবম অধ্যায় : উদ্ভিদ শারীরতত্ত্ব ১. উদ্ভিদের জীবনধারণের জন্য অত্যাবশ্যকীয় মৌল উপাদান কতটি? (জ্ঞান) ২. কোন আয়ন সবচেয়ে দ্রুতগতিতে শোষিত হয়? ৩. আয়ন বিনিময় মতবাদ সমর্থন করেন কোন বিজ্ঞানী? (জ্ঞান) ৪. কোনটি সক্রিয় পরিশোষণ মতবাদ ? (জ্ঞান) ৫. আয়ন বাহক মতবাদ প্রদান করেন কোন বিজ্ঞানী? (জ্ঞান) ৬. বিষম পৃষ্ঠ পাতার কোন ত্বকে পত্ররন্ধ পাওয়া যায়? (অনুধাবন) ৭. উদ্ভিদদেহে প্রস্বেদনের প্রধান অঙ্গ কোনটি? (জ্ঞান) ৮. কাষ্ঠল উদ্ভিদের মূলের বা কাণ্ডের ত্বকে ক্ষুদ্রাকৃতির ছিদ্র কী নামে পরিচিত? (জ্ঞান) ৯. শ্বেতসার-গ্লুকোজ আন্তঃরূপান্তর মতবাদ প্রদান করেন কোন বিজ্ঞানী? (জ্ঞান) ১০. লুণ্ডিগার্ডের আয়ন শোষণ মতবাদ অনুসারে (অনুধাবন) ১১. উদ্ভিদের সনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান) ১২. কোন আলোতে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয়? (জ্ঞান) ১৩. কোনটি ক্লোরোফিলের গুরুত্বপূর্ণ উপাদান? (জ্ঞান) ১৪. কোন বিজ্ঞানী ‘ল অব মিনিমাম’ প্রস্তাব করেন? ১৫. কোনটিকে জৈবমুদ্রা বলা হয়? (জ্ঞান) ১৬. কোনটি জৈব ছুরি? (জ্ঞান) ১৭. মাইকোলাইসিসে সরাসরি কত অণু ATP…

  • |

    বার্ষিক বিতর্ক প্রতিযােগিতা অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন

    2 min read Table of Contents বিদ্যালয়ের বার্ষিক বিতর্ক প্রতিযােগিতা অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি কর। আরও কয়েকটি প্রতিবেদনঃ বিদ্যালয়ের বার্ষিক বিতর্ক প্রতিযােগিতা অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি কর। ১০ জুলাই, ২০২৫ ইং প্রধান শিক্ষককুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া বিষয় : কলেজের বার্ষিক বিতর্ক প্রতিযােগিতা অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন। জনাব,সম্প্রতি বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক বিতর্ক প্রতিযােগিতা সম্পর্কে যে…

  • |

    মতলবপুর গ্রামে সুসজ্জিত স্কুল-কলেজঃ বিড়াল

    5 min read Table of Contents মতলবপুর গ্রামে সুসজ্জিত স্কুল-কলেজ ক. চোর অপেক্ষা শতগুণে দোষী কে? খ. যখন বিচারে পরাস্থ হইবে তখন গম্ভির ভাবে উপদেশ প্রদান করিবে। ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের ‘ফসল’ -এর সাথে ‘বিড়াল’ প্রবন্ধের ধনবৃদ্ধির তুলনা করো। “উদ্দীপকে ‘বিড়াল’ প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে”- মন্তব্যটি যথার্থ। মতলবপুর গ্রামে সুসজ্জিত স্কুল-কলেজ মতলবপুর গ্রামে সুসজ্জিত…

  • |

    মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনাে মন্দির কাবা নাই

    3 min readমিথ্যা শুনিনি ভাই,এই হৃদয়ের চেয়ে বড় কোনাে মন্দির কাবা নাই ভাব-সম্প্রসারণ: প্রতিটি মানুষের মনের মন্দিরে বসবাস করেন মহান সৃষ্টিকর্তা। যেখানে সৃষ্টিকর্তার আবাস, সেখান থেকে উপযুক্ত পবিত্র কোনাে উপাসনালয় থাকতে পারে না। মনের মন্দিরেই স্রষ্টার প্রতি আরাধনা হয় নিগূঢ়ভাবে। তাই জাগতিক যত মসজিদ, মন্দির, গির্জা থাকুক না কেন, হৃদয়ের স্থান সবচেয়ে উর্ধ্বে। মহান সৃষ্টিকর্তা…

  • |

    প্রার্থনা বেশ কিছু নয়ঃ HSC বাংলা ১ম পত্র

    5 min read Table of Contents ক. ‘মার্জার’ অর্থ কী? খ. ‘সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি।‘ ব্যাখ্যা করো গ. উদ্দীপকে ‘বিড়াল’ প্রবন্ধে বর্ণিত বঞ্ছনার কথা কতটা প্রতিফলিত হয়েছে আলোচনা করো।  ঘ. ‘বিড়াল’ প্রবন্ধে বর্ণিত অধিকারবোধের সশস্ত্র প্রকাশ ঘটেছে উদ্দীপকে- মন্তব্যটি মূল্যায়ন করো। প্রার্থনা বেশ কিছু নয় আমার ঘামের দাম। তা’য়ো দেবে নাকি? তবে শোন, ধান…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One Comment

  1. অনেক ভালো হয়েছে কোশ্চেনগুলো এর পাশাপাশি বোর্ডের কোশ্চেন অ্যাড করলে আরো ভালো হবে।