তােমার এলাকায় বৃক্ষরােপণ সপ্তাহ উদযাপনের উপর একটি প্রতিবেদন প্রনয়ন কর

তােমার এলাকায় বৃক্ষরােপণ সপ্তাহ উদযাপনের উপর একটি প্রতিবেদন প্রনয়ন কর।


প্রতিবেদকঃ হা. ইসলাম
বিষয়ঃ বৃক্ষরােপণ সপ্তাহ উদযাপন
স্থানঃ নারান্দিয়া
তারিখঃ ০১ জুন-০৭ জুন
সময়ঃ সকাল ১০টা

নারান্দিয়ায় বৃক্ষরােপণ সপ্তাহ উদযাপন


নারান্দিয়া ক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী নারান্দিয়ার দুই কিলােমিটার এলাকাব্যাপী ০১ লাখ বনজ ও ফলজ বৃক্ষের চারা রােপণের পরিকল্পনা নেওয়া হয়। ১ জুন-৪ জুন পর্যন্ত নারান্দিয়ার সাথে সংযােগকারী চারটি রাস্তার দু’পাশে রােপণ করা হয় ৬০ হাজার বনজ বৃক্ষ। সংশ্লিষ্ট রাস্তার দু’পাশে বসবাসকারী মানুষ এতে অংশ নেয়। ৫ জুন স্কুল মাঠ ও কলেজ মাঠের চারদিকে এবং খােলা জায়গায় ২০ হাজার বনজ ও কিছ ফলজ বৃক্ষ রােপণ এবং ৬ ও ৭ জুন প্রতিটি বাড়িতে ৫০টি করে ফলজ বৃক্ষ রােপণ করা হয়। গাছের চারাগুলাের মধ্যে রয়েছে সেগুন, মেহগনি, গামার, শিলকড়ই, আম, কাঠাল, পেয়ারা, লটকন, নারকেল, তাল ইত্যাদি। এ বৃক্ষরােপণ সপ্তাহের উদ্বোধন করেন বন ও পরিবেশ মন্ত্রী জনাব আনােয়ার হােসেন। তিনি তাঁর বক্তৃতায় নারান্দিয়ার মতাে বাংলাদেশের প্রত্যেক এলাকায় প্রত্যেক বাড়িতে বৃক্ষরােপণ করার জন্য জনগণকে বিনীত অনুরােধ করেন। তাঁর সাথে ছিলেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, টাঙ্গাইল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নারান্দিয়া ক্লাব ও এলাকার জনগণের মধ্যে বিপুল উৎসাহ ও কর্মোদ্দীপনা দেখে স্থানীয় সংসদ সদস্য এল সিদ্দিকী ও জেলা প্রশাসক রওনক বশির তাদের ভূয়সী প্রশংসা করেন।


প্রতিবেদক-
হা. ইসলাম

❤️ 14
👎 4
😢 1
😡 2

1 thought on “তােমার এলাকায় বৃক্ষরােপণ সপ্তাহ উদযাপনের উপর একটি প্রতিবেদন প্রনয়ন কর”

Leave a Reply

Scroll to Top