পালামৌ (নবম-দশম শ্রেণি)

Table of Contents

নবম দশম শ্রেনীর পড়াশুনা

বাংলা প্রথম পত্র


১. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিখ্যাত লেখকের
সহােদর ছিলেন?


ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
গ) শক্তি চট্টোপাধ্যায়ের
ঘ) বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের


২. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?


ক) মাধবীলতা

খ) জালপ্রতাপ চাঁদ
গ) পালামৌ

ঘ) দামিনী


৩. কোনটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ভ্রমণােপন্যাস?

ক) মাধবীলতা

খ) রামেশ্বরের অদৃষ্ট
গ) দামিনী

ঘ) পালামৌ


৪. ‘ গল্প করা এ বয়সের রােগ, কেহ শুনুন বা না
শুনুন বৃদ্ধ গল্প করে ।’- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
উক্তিটি কার সম্পর্কে করেছেন?


ক) বন্ধুর সম্পর্কে

খ) স্ত্রীর সম্পর্কে
গ) পিতার সম্পর্কে

(ঘ) নিজের সম্পর্কে


৫. ‘ পালামৌ ‘ রচনা অনুযায়ী কী করা বুড়ােদের এক
ধরনের রোগ?


ক) গল্প করা।

খ) ঝগড়া করা
গ) ফুর্তি করা

ঘ) কুৎসা রটানাে


৬. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কখন যাত্রা করেছিলেন?


ক) রাত্রি দেড় প্রহরে

খ) রাত্রি দুই প্রহরে
গ) দিবা দেড় প্রহরে

ঘ) দিবা দুই প্রহরে

৭. লেখকের গাড়ি কোন নদীর পাড়ে গিয়ে থেমেছিল?

ক) দামােদর
খ) যমুনা
গ) গঙ্গা
ঘ) বরাকর

৮. সবাই কীভাবে বাকর নদী পার হচ্ছিল?

ক) পায়ে হেঁটে
খ) নৌকাযােগে
গ) সাঁকো দিয়ে
ঘ) ভেলায় চেপে

৯. কোল বালকেরা ধুকধুকির পরিবর্তে কী ব্যবহার
করে?

ক) গােল আরশি
খ) বনফুল গুচ্ছ
গ) গােল কাঠের টুকরাে
ঘ) গােল মাটির ফলক

১০. পালামৌয়ের পাহাড়ের গায়ে কী গাছ মাথা উঁচু
করে দাঁড়িয়ে ছিল?

ক) তমাল
খ) বকুল
গ) অশ্বথ
ঘ) হিন্তাল

১১. পালামৌ’র বনে কোন গাছ একেবারেই নেই?

ক) তাল
খ) তমাল
গ) শাল
ঘ) হিন্তল

১২. পালামৌ অঞ্চলে কাদের বেশি দেখা যায়?

ক) যুবতীদের
খ) বৃদ্ধদের
গ) বালকদের
ঘ) যুবকদের

১৩. গল্প করা কোন বয়সের রােগ?

ক) অল্প বয়সের
খ) তরুণ বয়সের
গ) বৃদ্ধ বয়সের
ঘ) ছাত্রাবস্থার

১৪. লেখক যুবকের সাথে বনে যেতে চেয়েছিলেন
কেন?

ক) বন দেখতে
খ) শিকার দেখতে
গ) ইচ্ছা করে
ঘ) পাহাড় দেখতে

১৫. কোল যুবারা খোঁপায় কী ব্যবহার করেছে?

ক) বুনাে ফুল
খ) কাঠের চিরুনি
গ) ঝিনুকের মালা
ঘ) চুলের কাঁটা

১৬. কোল পুরুষেরা যে বৈশিষ্ট্যের ধারক

i) খর্বাকৃতি
ii) বলিষ্ঠ
iii) অলস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, iii

১৭. ‘ পেনাল কোড ’ বলতে কী বােঝায়?

ক) ডাকগাড়ির চিঠি বিলির বন্দোবস্ত
খ) পাহাড়ের অধিবাসীদের সাংকেতিক ভাষা
গ) অরণ্যের পশু-পাখিদের প্রচলিত আইন
ঘ) ফৌজদারি মামলার দণ্ডবিধি

১৮. ‘সাতনরী’ বলতে বােঝানাে হয়

i. গলার মালা
ii. কণ্ঠহার
iii. সাত নারীর গয়না

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii

খ i ও iii

গ) ii ও iii
ঘ) i, ii ও iii

১৯. পালামৌ কী জাতীয় গ্রন্থ

ক) উপন্যাস
খ) নাটক
গ) প্রবন্ধ
ঘ) ভ্রমণকাহিনি

২০. পালামৌ ‘ গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

ক) রামেশ্বরের অদৃষ্ট
খ) দামিনী
গ) পালামৌ
ঘ) মাধবীলতা

২১. পালামৌ গল্পের লেখক সম্পর্কে প্রযােজ্য

i. তিনি যুবক বয়সে পালামৌ গিয়েছিলেন
ii. তিনি বৃদ্ধ বয়সে রচনাটি লিখেছেন
ii. লেখার সময় তাঁর দৃষ্টিভঙ্গির পরিবর্তন
হয়েছে

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii

খ) i ও iii
গ) ii ও iii

ঘ) i, ii, iii

২২. পালামৌ কাহিনীটি

i. সিনেম্যাটিক

ii. সাবলীল
iii. রসাত্মক

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

Views: 166 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top