প্রশংসাপত্রের জন্য প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখ।
অথবা, তােমার পিতার অন্যত্র বদলিজনিত কারণে তুমি সেখানে ভর্তি হবে অতএব তােমার বর্তমান বিদ্যালয় থেকে একটি প্রশংসাপত্র নিতে হবে। তুমি প্রশংসাপত্র, চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।
২৫.০৭.২০২১
প্রধান শিক্ষক
নিকলী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়,
নিকলী, কিশােরগঞ্জ।
বিষয় : প্রশংসাপত্রের জন্য আবেদনপত্র ।
জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি গত চার বছর যাবৎ নিয়মিতভাবে আপনার বিদ্যালয়ে পড়ালেখা করে আসছি। আমার পিতা একজন সরকারি কর্মকর্তা। তিনি গত মাসে কিশােরগঞ্জ জেলাসদরে বদলি হয়েছেন। কাজেই আমাকেও পরিবারের সঙ্গে থাকতে হবে বিধায়- সেখানকার কোনাে একটি বিদ্যালয়ে ভর্তি হতে হবে। এমতাবস্থায় আমাকে একটি প্রশংসাপত্র প্রদানের জন্য আপনাকে বিশেষভাবে অনুরােধ জানাচ্ছি।
অতএব, মহােদয় সমীপে প্রার্থনা যে, বাস্তবতার আলােকে আমাকে একটি প্রশংসাপত্র প্রদান করতে আপনার মর্জি হয়।
নিবেদক
আপনার একান্ত অনুগত
সাগর রায়
নবম শ্রেণি, রােল নং ০২
আরও কয়েকটি আবেদনপত্রঃ
- দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন
- প্রশংসাপত্রের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন
- শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন